1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মতবিরোধ ভুলে চূড়ান্ত প্রচারণায় ম্যাককেইন-পেলিন

রিয়াজুল ইসলাম২৯ অক্টোবর ২০০৮

পারস্পরিক মতবিরোধ ভুলে প্রেসিডেন্ট নির্বাচনের চূড়ান্ত প্রচারণায় নেমেছেন রিপাবলিকান প্রার্থী জন ম্যাককেইন ও ভাইস প্রেসিডেন্ট স্যারাহ পেলিন৷ অর্থনৈতিক ইস্যুতে প্রতিদ্বন্দ্বী বারাক ওবামাকে ঘায়েল করার চেষ্টা করে যাচ্ছেন তারা

কমছে কম এই কারণেও কিছু বাড়তি ভোট পেতে পারে রিপাবলিকানরা ...ছবি: AP

ব্যক্তিগত বিভেদ ভুলে মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থী জন ম্যাককেইন এবং তার রানিং মেট স্যারাহ পেলিন মঙ্গলবার পেনসিলভানিয়ায় একসঙ্গে শেষ সপ্তাহের চূড়ান্ত প্রচারণা শুরু করলেন৷

গত কয়েকদিন ধরে রিপাবলিকানদের অভ্যন্তরীণ কোন্দল নিয়ে নানা প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর তারা একসঙ্গে প্রচারণায় অংশ নিয়ে তাদের ঐক্যের প্রমাণ দেয়ার চেষ্টা করেছেন৷ তবে এসময় হাজার হাজার সমর্থকদের সামনে প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট প্রার্থী বারাক ওবামাকে আক্রমন করতে ছাড়লেন না ম্যাককেইন৷ বিশেষ করে অর্থনৈতিক বিষয়ে ওবামার নানা প্রস্তাবকে ভোটারদের কাছে অপ্রিয় করে তোলার একটি প্রচেষ্টা হিসেবে দেখা গেল তার বক্তব্যে৷ বারাক ওবামার কর বাড়ানোর প্রস্তাবকে সমালোচনা করে ম্যাককেইন বলেন, সিনেটর ওবামা সম্পদকে আরও ছড়িয়ে দেয়ার জন্য চেষ্টা করছেন৷ আর আমি চেষ্টা করছি আরও সম্পদ তৈরী করতে৷ ওবামা চাচ্ছেন যারা সফল হয়েছে তাদের শায়েস্তা করতে আর আমি চাচ্ছি সবাইকে সফল করে তুলতে৷

মতবিরোধ ভুলে চূড়ান্ত প্রচারণায় ম্যাককেইন-পেলিনছবি: AP

উল্লেখ্য, পেনসিলভানিয়াতে ১৯৯২ সালের পর থেকে ডেমোক্র্যাটরা বিজয়ী হয়ে আসছে৷ এবারও নির্বাচনী জরিপে এ রাজ্যে ম্যাককেইনের চেয়ে এগিয়ে আছেন ওবামা৷ তবে এরপরও ম্যাককেইন শিবির মনে করছে এ রাজ্যে তারা জোর প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারবে৷ বিশেষ করে এ রাজ্যের মধ্যবিত্ত ভোটারদের কাছে টানার একটি পরিকল্পনা হাতে নিয়েছে তারা৷ তাই বারাক ওবামার কর বাড়ানোর প্রস্তাবের সমালোচনা তারা তুলে ধরছে ভোটারদের কাছে৷

এর কয়েকদিন আগে এক জরীপে দেখা যায় যে রিপাবলিকান ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী স্যারাহ পেলিন প্রেসিডেন্ট পদপ্রার্থী জন ম্যাককেইনের জন্য ক্রমেই বোঝা হয়ে উঠছেন৷ এ জরীপের পর উভয়ের সমর্থকরা এজন্য উভয় পক্ষকে দায়ী করলে রিপাবলিকানদের অভ্যন্তরীণ কোন্দলের বিষয়টি অনেকটাই প্রকাশ্যে চলে আসে৷ পলিটিকো ডট কম নামে একটি ওয়েবসাইটে রিপাবলিকানদের উদ্বৃতি দিয়ে জানানো হয় যে স্যারাহ পেলিন তার আশপাশের বেশির ভাগ লোকের প্রতি আস্থা হারিয়ে ফেলেছেন৷ এ প্রতিবেদন প্রকাশিত হবার পরপরই ম্যাককেইনের সমর্থকরা কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করে৷ তারা নিজ পরিবারের সঙ্গে পেলিনের সম্পর্কের ঘাটতির কথাও তুলে ধরে৷ এক পর্যায়ে আলাস্কার সিনেটার টেড স্টেভানস এর ব্যাপারে পেলিনের সঙ্গে দ্বিমত জানিয়ে বসেন ম্যাককেইন৷ তিনি দুর্নীতির দায়ে অভিযুক্ত টেড স্টেভানসকে পদত্যাগ করার আহবান জানান৷ তবে পেলিন এক্ষেত্রে ছিলেন বেশ নরম৷

এসব মতবিরোধ সত্বেও হোয়াইট হাউসের দৌঁড়ে একসঙ্গেই থাকতে চান ম্যাককেইন এবং পেলিন৷ তাই দ্বিমত দূর করে একসঙ্গে চুড়ান্ত প্রচারণা শুরু করেছেন দুজনেই৷ তবে তাতে রিপাবলিকানদের তরী তীরে ভিড়বে কিনা তা নিয়ে সন্দেহে রয়েছেন পর্যবেক্ষকরা৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ