1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মতিউরের বিরুদ্ধে পরোয়ানা

২১ জানুয়ারি ২০১৫

বাংলাদেশে টানা অবরোধের মধ্যেই আরেক খবর চমক সৃষ্টি করেছে৷ প্রথম আলো সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দিয়েছে বাংলাদেশের একটি আদালত৷

Matiur Rahman Journalist in Bangladesh
ছবি: GNU/Faizul Latif Chowdhury

‘ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার' অভিযোগের একটি মামলায় প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান ও এক আলোকচিত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দিয়েছে ঝালকাঠির একটি আদালত৷ তিন দফা তলবের পরও আদালতে হাজির না হওয়ায় তাদের বিরুদ্ধে মঙ্গলবার এই পরোয়ানা জারির নির্দেশ দেয়া হয়৷

এই সংবাদের প্রতিক্রিয়ায় ডয়চে ভেলের পাঠক আব্দুল্লাহ আল বারি ফেসবুকে লিখেছেন, ‘‘প্রথম আলো যেন সরকারের বিরুদ্ধে যেতে না পারে সেটার জন্যই এটা ঝুলিয়ে রাখা৷ যদি সত্যি কেসটাকে সিরিয়াসলি দেখা হতো তাহলে এতদিনে এটার বিরুদ্ধে কিছু হতো৷ এই সময়ে এটা করা শুধু সরকারের আদালতের উপর হস্তক্ষেপ এর একটা উদাহরণ মাত্র৷

আমাদের আরেক পাঠক আশিকুর রহমান এই সংবাদকে দেখছেন ‘মিডিয়ার উপর হস্তক্ষপ' হিসেবে৷ তবে মতিউর রহমান আসলেই ‘ধর্মীয় অনুভূতিতে আঘাত' দিয়ে থাকলে তাঁর শাস্তি হওয়া উচিত বলেও মন্তব্য করেছেন কয়েকজন৷ মাহফুজ আদনান লিখেছেন, ‘‘উপযুক্ত শাস্তি দেওয়া হোক৷''

টুইটারেও এই বিষয়ে মন্তব্য করেছেন কয়েকজন৷ দক্ষিণ এশিয়ার সকল সাংবাদিক এবং সম্পাদককে মতিউর রহমানের পাশে দাঁড়াতে আহ্বান জানিয়েছেন নতুন দিল্লির সাংবাদিক সিদ্ধার্থ৷

এদিকে টানা অবরোধ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা অব্যাহত রয়েছে৷ বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে সাংবাদিক গোলাম মোর্তোজা ফেসবুকে লিখেছেন, ‘‘পেট্রোল বোমার আগুনে পুড়ে মারা যাচ্ছে সাধারণ মানুষ৷ যৌথ বাহিনীর অভিযানের নামে তাণ্ডব চলছে চাপাইনবাবগঞ্জের শিবগঞ্জ এলাকায়৷ ঘর-বাড়ি, টিভি, ফ্রিজ ভাঙচুর করা হচ্ছে নির্বিচারে৷ মানুষ এলাকাছাড়া৷ এমন অভিযান দেশজুড়ে শুরু হতে যাচ্ছে৷ ছাত্রদল নেতা হত্যার মধ্য দিয়ে রাজনৈতিক ক্রসফায়ার আবার নতুন মাত্রায় সূচনা হলো৷''

গোলাম মোর্তোজা মনে করেন, পরিস্থিতি আরো খারাপের দিকে যাবে৷ সরকার কিংবা বিরোধী পক্ষ উভয়েই উভয়ের অবস্থানে অনড় থাকবে৷ ফলে ভোগান্তি বাড়বে জনগণের৷ তিনি লিখেছেন, ‘‘বিএনপি মনে করবে হত্যা-নৈরাজ্য বাড়লে মানুষ সরকারের ওপর বিরক্ত হবে৷ সরকার এসব নৈরাজ্য-হত্যাকে পুঁজি করে, বিএনপিকে সন্ত্রাসী হিসেবে পরিচিত করে সুবিধা নিতে চাইবে৷ গ্রেপ্তার-পুলিশি বাণিজ্য মাত্রা ছাড়াবে৷ ক্রসফায়ার বাড়বে৷''

সংকলন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ