বিমানে মদ চেয়ে না পাওয়ায় ‘এয়ার ইন্ডিয়া'র এক কর্মীকে অকথ্য ভাষায় গালিগালাজ করলেন এক আইরিশ নারী৷ সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিও৷
বিজ্ঞাপন
লন্ডন থেকে মুম্বইগামী একটি বিমান সরগরম! বিজনেস ক্লাসের যাত্রী একরীতিমতো ধমক দিচ্ছেন বিমানের এক কর্মীকে৷
গত সপ্তাহে এমনই ঘটনা ঘটলো এয়ার ইন্ডিয়ার এআই-১৩১ রুটের বিমানে৷ বিমানকর্মীর বিরুদ্ধে ওই নারীর অভিযোগ, বারবার চাওয়া সত্ত্বেও তাঁকে আরো মদ দেওয়া হচ্ছে না৷ এই কারণে শুধু ধমক নয়, নোংরা ভাষায় গালিগালাজও শুরু করেন তিনি৷
এয়ার ইন্ডিয়ার বক্তব্য, ‘‘সেই নারী আমাদের কর্মীদের সাথে অভদ্রতা করলে বিমানের কমান্ডার কেবিন ক্রু-কে নির্দেশ দেন তাঁকে আর মদ না দিতে৷ আর তাতেই রেগে গিয়ে তিনি অকথ্য ভাষায় গালি দিতে থাকেন বিমানকর্মীদের৷''
বিমানের আরেক কর্মীর মোবাইলে তোলা একটি ভিডিও ইতিমধ্যে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে৷
বিভিন্ন চ্যানেল মিলিয়ে ভিডিওটি দেখা হয়েছে কয়েক লক্ষবার৷ শুধু সোশাল মিডিয়া নয়, ভারতের সংবাদমাধ্যমেও উঠে এসেছে এই খবর৷ সেখান থেকেই জানা গিয়েছে যে, এয়ার ইন্ডিয়া এর মধ্যে সেই নারীর বিরুদ্ধে অভিযোগ করায় তাঁকে লন্ডনের হিথরো বিমানবন্দরে আটক করা হয়েছে৷
এসএস/এসিবি
অবিশ্বাস্য মনে হলেও কিন্তু সত্যি !
আচ্ছা, ভাবতে পারেন শুধুমাত্র গ্লাসের সাইজ বা ধরনের কারণে কোনো পানীয়ের স্বাদে তারতম্য হতে পারে? হ্যাঁ, আঙুরের রস থেকে তৈরি নানা স্বাদের ও রংয়ের ওয়াইন নাকি সেরকমই এক পানীয়৷
ছবি: picture allianc/dpa/R.Weihrauch
প্রচলিত নিয়ম
আঙুর থেকে ওয়াইন তৈরি করা হয়, তবে তার স্বাদ, গন্ধ, রং ইত্যাদি নির্ভর করে আঙুরের জাত এবং কিভাবে তা তৈরি করা হয়, তার ওপর৷ তবে প্রচলিত নিয়ম অনুযায়ী নাকি এসব ওয়াইন ভিন্ন ভিন্ন আকারের গ্লাসে পান করলে তার আসল স্বাদ পাওয়া যায়৷
ছবি: DW/N. Sattar
রেড ওয়াইন
রেড ওয়াইন পান করতে হয় একটু বড় ধরনের গ্লাসে৷ এতে করে এই পানীয়টি ঠিকমতো নড়াচড়া করার সুযোগ পায়৷ ফলে ওয়াইনের স্বাদটি ভালো লাগে৷ তাছাড়া নির্যাস এবং ফলের রস একসাথে মিশে যেতে পারে৷ আর তবেই নাকি এই উচ্চমানের ওয়াইনের আসল স্বাদ পাওয়া যায়৷
ছবি: picture-alliance/imageBroker/A. G. Holesch
বুরগুন্ডার
খুবই শক্তিশালী ওয়াইন৷ এতে থাকে শতকরা ১৩ ভাগেরও বেশি অ্যালকোহল৷ এই মদের গ্লাস হতে হয় একটু পেট মোটা বা একটু বেশি গোলাকার৷ ফলে পানীয়টি ভেতরে জায়গা বেশি পায় আর তাতে স্বাদও বেশি হয়৷
ছবি: picture-alliance/dpa
গোলাপী মদ
রোজ বা গোলাপী ওয়াইন পান করতে হয় পেট মোটা গ্লাসে৷ তবে গ্লাসের মাথাটা থাকে সামান্য বাইরের দিকে বাঁকানো৷ এর ফলে আঙুর ফলের হালকা মিষ্টি গন্ধ ও সামান্য টক স্বাদ বোঝা যায়৷
ছবি: DW/N. Sattar
হোয়াইট ওয়াইন
হোয়াইট ওয়াইন ছোট গ্লাসে পান করলেও স্বাদের কোনো তারতম্য হয় না৷ তাই তূলনামূলকভাবে কিছুটা ছোট গ্লাসেই পান করা হয়ে থাকে এই পানীয়৷ জার্মান চ্যান্সেলার আঙ্গেলা ম্যার্কেল হোয়াইট ওয়াইন পান করছেন৷
ছবি: picture alliance/dpa/M. Kappeler
শ্যাম্পেন
জার্মানদের কোনো উৎসব বা পার্টি সাধারণত শ্যাম্পেন দিয়েই শুরু হয়৷ এই গ্লাসের আকার অনেকটা টিউলিপ ফুলের মতো একটু লম্বাটে৷ এরকম গ্লাসে শ্যাম্পেনের বুদবুদ অনেকক্ষণ থাকে বলে স্বাদও বেশিক্ষণ থাকে৷
ছবি: Fotolia
মদের গ্লাস
বলাই বাহুল্য যে, ওয়াইন বা মদের গ্লাস দেখতে সত্যিই সুন্দর৷