1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মধুচন্দ্রিমা নয়, সরকারি সফরে কেট-উইলিয়াম!

৬ মে ২০১১

দ্য ডিউক এবং ডাচেস অফ ক্যামব্রিজ এই গ্রীষ্মে ক্যানাডাতে তাদের প্রথম বিদেশ সফরের পরে যুক্তরাষ্ট্রে সরকারি সফরে যাবেন৷ উইলিয়াম এবং কেট তিনদিন ক্যালিফোর্নিয়ায় কাটাবেন৷ জুলাইয়ের ৮ থেকে ১০ তারিখ পর্যন্ত ঐ সফর অনুষ্ঠিত হবে৷

Britain's Prince William, right, and his wife Kate, Duchess of Cambridge, leave Westminster Abbey at the Royal Wedding in London Friday, April, 29, 2011. (AP Photo/Alastair Grant)
ছবি: AP

ক্ল্যারেন্স হাউস ঐ ঘোষণা দিয়েছে৷ তবে মুখপাত্র বলেছেন, সফরের খুঁটিনাটি পরে প্রকাশ করা হবে৷ ডিউকের জন্যেও এটি হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রে প্রথম সরকারি সফর৷ তবে প্রিন্স উইলিয়াম এর আগে ব্যক্তিগত সফরে যুক্তরাষ্ট্রে গেছেন৷ যুক্তরাষ্ট্রে ডাচেসেরও এটি হবে প্রথম সফর৷

বিয়ের দিনে উইলিয়াম-কেটছবি: dapd

গত শুক্রবার ওয়েস্ট মিনিস্টার অ্যাবেতে ডাচেসকে বিয়ে করার পরে , প্রিন্স উইলিয়াম আরএএফ তল্লাশি এবং উদ্ধার হেলিকপ্টার পাইলট হিসেবে তার কাজে ফিরে গেছেন৷ এই দম্পতি তাদের প্রথম বিবাহিত সপ্তাহান্ত যুক্তরাজ্যেরই কোন গোপন স্থানে কাটেয়েছেন৷ এবং পরবর্তী তারিখ ঘোষণার আগে তাদের মধুচন্দ্রিমায় যাবার কথাও গোপন রাখা হয়েছে৷

এই রাজকীয় দম্পতি ৩০ শে জুন থেকে ৮ জুলাই পর্যন্ত ক্যানাডা সফরে থাকবেন৷ ধারণা করা হচ্ছে, পয়লা জুলাই অটোয়াতে ক্যানাডা ডে উৎসবে অংশ নেবেন এই নবদম্পতি৷

প্রতিবেদন: ফাহমিদা সুলতানা

সম্পাদনা: আরাফাতুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ