1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মধ্যকালীন নির্বাচন ডাকলেন টেরেসা মে

১৯ এপ্রিল ২০১৭

ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরেসা মে আগামী ৮ই জুন মধ্যকালীন নির্বাচন অনুষ্ঠানের পরিকল্পনা ঘোষণা করেছেন৷ দৃশ্যত তিনি তাঁর ‘কঠিন ব্রেক্সিট’ নীতির জন্য জনসমর্থন খুঁজছেন৷

Theresa May
ছবি: Getty Images/D.Kitwood

‘স্ন্যাপ ইলেকশানের' কথা ঘোষণা করার সময় মঙ্গলবার মে বলেন যে, তিনি বুধবার সংসদীয় অনুমোদন প্রাপ্তির প্রক্রিয়া শুরু করবেন – কেননা ব্রিটেনে মধ্যকালীন নির্বাচন অনুষ্ঠান করার আগে প্রধানমন্ত্রীকে পার্লামেন্টের সদস্যদের দুই-তৃতীয়াংশের অনুমোদন নিশ্চিত করতে হয়৷

গতবছর ব্রেক্সিট ভোটের পর সাবেক প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন পদত্যাগ করেন; তখন মে ক্যামেরনের স্থলাভিষিক্ত হন৷ কিন্তু আগামী জুনের নির্বাচন হবে প্রধানমন্ত্রী হিসেবে তাঁর প্রথম নির্বাচন এবং সেই নির্বাচনে জিতলে, তাঁর প্রথম সনদ৷

মধ্যকালীন নির্বাচনের ফলাফল যদি মে এবং কনজারভেটিভদের পক্ষে যায়, তাহলে অবশ্যই মে-র কর্তৃত্ব বাড়বে এবং ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ব্রেক্সিট সংক্রান্ত আলাপ-আলোচনায় মে দৃঢ়তা প্রদর্শন করতে পারবেন৷ এক্ষেত্রে পার্লামেন্টে কনজারভেটিভদের আসনসংখ্যা বাড়লে, মে জানবেন যে, ব্রেক্সিট আলাপ-আলোচনায় পার্লামেন্ট তাঁর পাশে থাকবে৷

ব্রেক্সিট বিরোধীরা

দেশে ব্রেক্সিট বিরোধীদেরও কোনো অভাব নেই, যেমন স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার নিকোলা স্টার্জন, যিনি স্কটল্যান্ডের স্বাধীনতা সংক্রান্ত একটি দ্বিতীয় রেফারেন্ডাম চান৷ মে-র ঘোষণার পর স্টার্জন টুইট করেন: ‘‘টোরিরা যুক্তরাজ্যেকে আরো দক্ষিণপন্থি করে তোলার সুযোগ দেখছে, দেখছে একটি কঠিন ব্রেক্সিট ও আরো বেশি সামাজিক সুযোগ-সুবিধা কমানোর সম্ভাবনা৷ চলুন আমরা স্কটল্যান্ডের জন্য প্রতিরোধে নামি৷''

আইরিশ রিপাবলিকান সিন ফেইন পার্টি ঘোষণা করেছে যে, তারা উত্তর আয়ারল্যান্ডের জন্য ইইউ-তে একটি বিশেষ স্ট্যাটাস পাবার প্রচেষ্টা করবে৷

অপরদিকে লেবার দলের নেতা জেরেমি করবিন মে-র সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেছেন যে, ‘‘লেবার দেশকে একটি কার্যকরি বিকল্প পেশ করবে৷''

লিবারাল ডেমোক্র্যাটদের বর্তমানে মাত্র আটজন এমপি আছে৷ তাদের নেতা টিম ফ্যারন সঙ্গে সঙ্গে একটি বিবৃতি প্রকাশ করেছেন: ‘‘যদি একটি কঠিন ব্রেক্সিটের বিপর্যয় এড়াতে চান, যদি ব্রিটেনকে সিংগল মার্কেটে রাখতে চান, যদি একটি মুক্ত, সহিষ্ণু ও ঐক্যবদ্ধ ব্রিটেন কামনা করেন, তাহলে এটাই আপনার সুযোগ৷''

 

এসি/ডিজি (এপি, রয়টার্স, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ