1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

লাভবান ফেসবুক!

আরাফাতুল ইসলাম (ডিপিএ)১১ ডিসেম্বর ২০১২

ফেসবুকের পরিধি ক্রমশ বাড়ছে৷ একশো কোটি মানুষ যোগ দিয়েছেন এই সোশ্যাল নেটওয়ার্কিং-এর এই সাইটে৷ কিন্তু তবুও নতুন নিবন্ধনের হার কমার কোনো ইঙ্গিত নেই৷ প্রশ্ন হচ্ছে, এত মানুষ আসছে কোথা থেকে?

***Screenshot darf nur in Zusammenhang mit einer Berichterstattung über die Webseite verwendet werden*** Screenshot von der Facebookseite: https://www.facebook.com/intifadat.almar2a/ - der Aufstand der Frauen in der arabischen Welt.
ছবি: facebook.com

মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকার প্রচুর মানুষ যোগ দিচ্ছেন ফেসবুকে৷ এসব অঞ্চল থেকে গড়ে এক মিনিটে ২১টি করে নতুন ফেসবুক অ্যাকাউন্ট খোলা হচ্ছে৷ ‘সোশ্যাল বেকারস' নামক একটি সামাজিক যোগাযোগ পরিসংখ্যান সংস্থা জানিয়েছে এই তথ্য৷

সংস্থাটির প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকা অঞ্চলে ফেসবুকের বৃদ্ধির হার ২৯ শতাংশ৷ ইরাক, কাতার এবং লিবিয়ার মতো দেশগুলোতে রাজনৈতিক অস্থিরতার কারণে ফেসবুক ব্যবহারকারী বাড়ছে বলেও ধারণা করছেন ‘সোশ্যাল বেকারস'৷ চলতি বছরে কাতারে ফেসবুক ব্যবহারকারী বৃদ্ধির হার ১১৫ শতাংশ, লিবিয়ায় ৮৬ এবং ইরাকে ৮১ শতাংশ৷

বর্তমানে মোট ফেসবুক ব্যবহারকারীর চার শতাংশের বাস মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকায়ছবি: picture-alliance/Demotix/Aiham Dib

জানুয়ারি থেকে প্রকাশিত হিসাব অনুযায়ী, মিশর থেকে চলতি বছর ফেসবুকে যোগ দিয়েছেন ২৫ লাখ মানুষ৷ সংশ্লিষ্ট অঞ্চলের মধ্যে সবচেয়ে বেশি ফেসবুক ব্যবহারকারী রয়েছেন মিশরে৷ সাকুল্যে সে দেশে এই সামাজিক যোগাযোগ সাইট ব্যবহারকারীর সংখ্যা এক কোটি সত্তর লাখ৷ বর্তমানে মোট ফেসবুক ব্যবহারকারীর চার শতাংশের বাস মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকায়৷

এসব অঞ্চলের মানুষ শুধু ফেসবুকে নিবন্ধনের মধ্যেই নিজেদেরকে সীমাবদ্ধ রাখছেন না৷ বরং বিভিন্ন বিষয়ে ফেসবুকে বেশ সরব তাঁরা৷ সংশ্লিষ্ট এলাকায় ‘সোশ্যাল বেকারস'-এর পরিচালিত এক জরিপে দেখা গেছে যে, প্রতি দশজনের মধ্যে নয়জন ফেসবুক ব্যবহারকারী সুযোগ পেলে বিভিন্ন ব্র্যান্ডের ফেসবুক প্রচারণায় নিজেদের মতামত প্রদানে আগ্রহী৷ ফলে বাণিজ্যিকভাবে এসব ব্যবহারকারীদের কাজে লাগানোর সম্ভাবনার কথাও জানিয়েছে ‘সোশ্যাল বেকারস'৷

এদিকে, জার্মান সময় সোমবার রাতে কয়েক ঘণ্টা ফেসবুক ব্যবহার থেকে বঞ্চিত ছিলেন অনেক ইন্টারনেট ব্যবহারকারী৷ ফেসবুক বিষয়টি স্বীকার করে জানিয়েছে, ‘‘সামান্য কারিগরি ত্রুটির কারণে কিছু ব্যবহারকারী ফেসবুকে প্রবেশ করতে পারেননি৷'' ফেসবুকের ডোমেইন নেম সেটআপে পরিবর্তন আনায় সাময়িকভাবে এই বিপত্তি সৃষ্টি হয়৷ ফেসবুকের দাবি, কিছু ব্যবহারকারী বিশ মিনিটের মতো ফেসবুকে প্রবেশ করতে পারেননি এবং এই সমস্যা বিশ্বের প্রায় সকল অঞ্চলেই ধরা পড়েছে৷ তবে তারা সমস্যাটি দ্রুতই শনাক্ত করে এবং এখন ফেসবুক পুরোপুরি সক্রিয় রয়েছে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ