1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

লাভবান ফেসবুক!

আরাফাতুল ইসলাম (ডিপিএ)১১ ডিসেম্বর ২০১২

ফেসবুকের পরিধি ক্রমশ বাড়ছে৷ একশো কোটি মানুষ যোগ দিয়েছেন এই সোশ্যাল নেটওয়ার্কিং-এর এই সাইটে৷ কিন্তু তবুও নতুন নিবন্ধনের হার কমার কোনো ইঙ্গিত নেই৷ প্রশ্ন হচ্ছে, এত মানুষ আসছে কোথা থেকে?

***Screenshot darf nur in Zusammenhang mit einer Berichterstattung über die Webseite verwendet werden*** Screenshot von der Facebookseite: https://www.facebook.com/intifadat.almar2a/ - der Aufstand der Frauen in der arabischen Welt.
ছবি: facebook.com

মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকার প্রচুর মানুষ যোগ দিচ্ছেন ফেসবুকে৷ এসব অঞ্চল থেকে গড়ে এক মিনিটে ২১টি করে নতুন ফেসবুক অ্যাকাউন্ট খোলা হচ্ছে৷ ‘সোশ্যাল বেকারস' নামক একটি সামাজিক যোগাযোগ পরিসংখ্যান সংস্থা জানিয়েছে এই তথ্য৷

সংস্থাটির প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকা অঞ্চলে ফেসবুকের বৃদ্ধির হার ২৯ শতাংশ৷ ইরাক, কাতার এবং লিবিয়ার মতো দেশগুলোতে রাজনৈতিক অস্থিরতার কারণে ফেসবুক ব্যবহারকারী বাড়ছে বলেও ধারণা করছেন ‘সোশ্যাল বেকারস'৷ চলতি বছরে কাতারে ফেসবুক ব্যবহারকারী বৃদ্ধির হার ১১৫ শতাংশ, লিবিয়ায় ৮৬ এবং ইরাকে ৮১ শতাংশ৷

বর্তমানে মোট ফেসবুক ব্যবহারকারীর চার শতাংশের বাস মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকায়ছবি: picture-alliance/Demotix/Aiham Dib

জানুয়ারি থেকে প্রকাশিত হিসাব অনুযায়ী, মিশর থেকে চলতি বছর ফেসবুকে যোগ দিয়েছেন ২৫ লাখ মানুষ৷ সংশ্লিষ্ট অঞ্চলের মধ্যে সবচেয়ে বেশি ফেসবুক ব্যবহারকারী রয়েছেন মিশরে৷ সাকুল্যে সে দেশে এই সামাজিক যোগাযোগ সাইট ব্যবহারকারীর সংখ্যা এক কোটি সত্তর লাখ৷ বর্তমানে মোট ফেসবুক ব্যবহারকারীর চার শতাংশের বাস মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকায়৷

এসব অঞ্চলের মানুষ শুধু ফেসবুকে নিবন্ধনের মধ্যেই নিজেদেরকে সীমাবদ্ধ রাখছেন না৷ বরং বিভিন্ন বিষয়ে ফেসবুকে বেশ সরব তাঁরা৷ সংশ্লিষ্ট এলাকায় ‘সোশ্যাল বেকারস'-এর পরিচালিত এক জরিপে দেখা গেছে যে, প্রতি দশজনের মধ্যে নয়জন ফেসবুক ব্যবহারকারী সুযোগ পেলে বিভিন্ন ব্র্যান্ডের ফেসবুক প্রচারণায় নিজেদের মতামত প্রদানে আগ্রহী৷ ফলে বাণিজ্যিকভাবে এসব ব্যবহারকারীদের কাজে লাগানোর সম্ভাবনার কথাও জানিয়েছে ‘সোশ্যাল বেকারস'৷

এদিকে, জার্মান সময় সোমবার রাতে কয়েক ঘণ্টা ফেসবুক ব্যবহার থেকে বঞ্চিত ছিলেন অনেক ইন্টারনেট ব্যবহারকারী৷ ফেসবুক বিষয়টি স্বীকার করে জানিয়েছে, ‘‘সামান্য কারিগরি ত্রুটির কারণে কিছু ব্যবহারকারী ফেসবুকে প্রবেশ করতে পারেননি৷'' ফেসবুকের ডোমেইন নেম সেটআপে পরিবর্তন আনায় সাময়িকভাবে এই বিপত্তি সৃষ্টি হয়৷ ফেসবুকের দাবি, কিছু ব্যবহারকারী বিশ মিনিটের মতো ফেসবুকে প্রবেশ করতে পারেননি এবং এই সমস্যা বিশ্বের প্রায় সকল অঞ্চলেই ধরা পড়েছে৷ তবে তারা সমস্যাটি দ্রুতই শনাক্ত করে এবং এখন ফেসবুক পুরোপুরি সক্রিয় রয়েছে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ