1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘মধ্যপ্রাচ্যে কষ্টের শেষ নাই ভাই'

৬ মে ২০১৬

জনশক্তি রপ্তানির সবচেয়ে বড় বাজার মধ্যপ্রাচ্যে বাংলাদেশ থেকে এখন তেমন আর কেউ যাচ্ছে না৷ না যাওয়ার কারণ ও সেখানে থাকার দুঃখ-কষ্টের নানা কথা জানিয়েছেন ডয়চে ভেলের ফেসবুক পাতায় অনেক পাঠকবন্ধু৷

দোহার এক শ্রমিক
ছবি: picture-alliance/dpa

মধ্যপ্রাচ্যে জনশক্তি রপ্তানির কমে যাওয়ার প্রধান কারণ হিসেবে কূটনৈতিক ব্যর্থতাকেই তুলে ধরেছেন বায়রা-র সাধারণ সম্পাদক মনসুর আহমেদ কালাম৷ তাঁর এই বক্তব্যটি ডয়চে ভেলের ‘আলাপ' পাতায় পড়েছেন মাসুম চৌধুরী৷ পড়ার পর তাঁর মন্তব্য এরকম – ‘‘কূটনৈতিক ব্যর্থতার কারণে শুধুমাত্র জনশক্তি রপ্তানি বন্ধ হচ্ছে যে তা নয়, বরং সাথে সাথে প্রবাসে অবস্থানরতদের নানা অজুহাতে ফেরত পাঠানো হচ্ছে৷ সরকার যদি তড়িৎ গতিতে এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করে, তাহলে আমাদের জাতীয় আয়ের মাধ্যম রেমিট্যান্স এক সময় পুরোপুরিভাবে বন্ধ হয়ে যাবে৷ এটা ভবিষ্যত প্রজন্মের জন্য একটা অশনিসংকেতও বটে৷''

বোরহানউদ্দিন কিন্তু মধ্যপ্রাচ্যে বাংলাদেশিদের কষ্টের কারণ হিসেবে বাংলাদেশের দূতাবাস এবং সরকারকেই দায়ী করছেন৷ ফেসবুক পাঠক মোহাম্মদ আলীও বোরহানউদ্দিনের সাথে একমত প্রকাশ করেছেন৷

মনসুর আহমেদের বক্তব্যের সাথে একমত হয়ে আলমাস হোসেন তাঁর দুঃখ প্রকাশ করে লিখেছেন, ‘‘আপনি যে কথাগুলো বলেছন, তা একদম সত্য কথা৷ আমাদের মতো প্রবাসীদের মাধ্যমে বাংলাদেশের এত উন্নয়ন হচ্ছে, বাংলাদেশের আয়ের পরিমাণ বাড়চ্ছে৷ কিন্তু আয়গুলো কে, কীভাবে করছে – তা বাংলাদেশ সরকার একটুও ভেবে দেখেনি আর আমার মনে হয় তারা এ ব্যাপারে কোনোদিন ভাবার চেষ্টাও করেনি৷''

‘‘মধ্যপ্রাচ্যের দেশগুলোতে কষ্টের শেষ নাই ভাই৷'' মাসুদ পারভেজও এভাবেই তাঁর কষ্টের কথা জানিয়েছেন৷

বাংলাদেশের কোনো সরকারই ঘাম, রক্ত, এমনকি জীবন দিয়েও পরিবার ও দেশের সুন্দর আগামী নির্মাণে ভূমিকা রেখে যাওয়া এই প্রবাসী বাংলাদেশিদের অধিকার প্রতিষ্ঠার জন্য যথেষ্ট উদ্যোগ নেয়নি৷ যার কারণে সাঈদ ইকবলের দুঃখ আরো বেশি৷ তাঁর মন্তব্য, ‘‘আমরা প্রবাসীরা পরিবারেও হতে পারি না, রাষ্ট্রেরও হতে পারি না৷''

তবে বিদেশে যাওয়ার ব্যাপারে পুরোপুরি ভিন্ন মত ডয়চে ভেলের পাঠক রঞ্জু হকের৷ তাঁর মতে, ‘‘নিজের দেশে ভালো থাকতে পারলে বিদেশে যাওয়ার প্রয়োজন নেই৷ তাই তিনি কিছুটা গর্ব করেই লিখেছেন, ‘‘আমরা এখন মধ্য আয়ের দেশ, মধ্যপ্রাচ্যে যাওয়ার কী দরকার?''

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ