ইরানের সঙ্গে উত্তেজনা বাড়ার প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যে নতুন করে সৈন্য মোতায়েনের পরিকল্পনা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র৷ এর মধ্যেও নিজেদের জেদ দেখিয়ে চলেছে ইরান৷
বিজ্ঞাপন
নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা এপি বলছে, নতুন করে ১০ হাজার সৈন্য মোতায়েনের চাহিদা দেখাচ্ছে পেন্টাগন৷ তবে রয়টার্স বলছে, এই সংখ্যা পাঁচ হাজার৷
ইরানের সঙ্গে উত্তেজনার মধ্যে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সৈন্যদের জন্য ‘বিশ্বাসযোগ্য হুমকি’ বিরাজ করছে বলে আলোচনা হয় ওয়াশিংটনের এক বৈঠকে৷ ওই বৈঠকে মধ্যপ্রাচ্যে সৈন্য বাড়ানোর কথা বলেন কর্মকর্তারা৷
বার্তা সংস্থাগুলো জানিয়েছে, প্রতিরক্ষা মন্ত্রণালয় বৃহস্পতিবার হোয়াইট হাউসে সৈন্য মোতায়েনের ওই পরিকল্পনা পেশ করতে পারে৷ তবে সৈন্য মোতায়েনের বিস্তারিত এখন পর্যন্ত জানা যায়নি৷
মার্কিন কর্মকর্তারা এটুকু বলেছেন, অতিরিক্ত ‘প্যাট্রিয়ট মিসাইল ব্যাটারি’ এবং যুদ্ধজাহাজ থাকছে নতুন সৈন্যবাহিনী মোতায়েনের পরিকল্পনায়৷
এর আগে রোববার এক টুইটে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান যদি যুদ্ধ করতে চায়, তাহলে সেটা হবে দেশটির ‘আনু্ষ্ঠানিক শেষযাত্রা’৷
অ্যামেরিকার বড় শত্রু কারা?
ইরানের সঙ্গে অনেকটা যুদ্ধাবস্থা বিরাজ করছে অ্যামেরিকার৷ আর চীনের সঙ্গে চলছে বাণিজ্য যুদ্ধ৷ মার্কিনিদের বিবেচনায় তাঁদের শত্রুদের চিনে নিন ছবিঘরে৷
ছবি: Imago/UPI//Imago/Russian Look
উত্তর কোরিয়া
জরিপের মাধ্যমে অ্যামেরিকার শত্রুদের তালিকা প্রকাশ করে থাকে গ্যালাপ৷ প্রতিষ্ঠানের ২০১৮ সালের জরিপে দেখা যায়, গত কয়েক বছরের মতো এবারও অ্যামেরিকার শত্রু তালিকার শীর্ষ দেশ হিসেবে উত্তর কোরিয়ার নাম আছে৷ ২০১৬ সালে ১৬ ভাগ মানুষ উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তিকে হুমকি হিসাবে বিবেচনায় নিয়েছিলেন৷ ২০১৮ সালে এসে হুমকি বিশ্বাসকারীদের সংখ্যা ৫১ শতাংশে দাঁড়িয়েছে৷
ছবি: picture-alliance/dpa
রাশিয়া
অ্যামেরিকার সঙ্গে রাশিয়ার শত্রুতার সম্পর্ক দীর্ঘদিনের৷ এর মধ্যে উত্থান-পতনও দেখা গেছে বিভিন্ন সময়ে৷ ২০১৬ সালে ১৫ শতাংশ অ্যামেরিকান বলেছেন, রাশিয়া তাঁদের সবচেয়ে বড় শত্রু৷ ২০১৮ সালে গিয়ে এ সংখ্যা দাঁড়িয়েছে ১৯ শতাংশে৷
চীনের সঙ্গে অ্যামেরিকার বাণিজ্য যুদ্ধ ক্ষতিগ্রস্ত করতে পারে বিশ্বের অন্যান্য দেশের অর্থনীতিকেও৷ যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্লা দিয়ে অর্থনৈতিক পরাশক্তি হওয়ার লক্ষ্যে কাজ করছে চীন৷ দুই দেশের সাম্প্রতিক কিছু সিদ্ধান্ত উভয়ের অর্থনীতিকে প্রভাবিত করছে৷ ২০১৬ সালে অ্যামেরিকার ১২ শতাংশ মানুষের বিবেচনায় চীন ছিল দেশটির সবচেয়ে বড় শত্রু৷ তবে, ২০১৮ সালে দেশটিকে বড় শত্রু হিসাবে চিহ্নিত করেছেন ১১ শতাংশ অ্যামেরিকান৷
ছবি: picture-alliance/dpa
ইরান
২০০৬ থেকে ২০১২ সাল পর্যন্ত অ্যামেরিকানদের কাছে তাঁদের শত্রু তালিকায় শীর্ষে ছিল ইরান৷ পরের কয়েক বছর পরিস্থিতি ভালো হয় কিছুটা৷ তবে, ২০১৫ সালে ইরানকে নিজেদের সবচেয়ে বড় শত্রু হিসাবে চিহ্নিত করেছেন ৯ শতাংশ অ্যামেরিকান৷ ২০১৮ সালে এমন চিন্তার মানুষের সংখ্যা দাঁড়ায় ৭ শতাংশে৷
ছবি: Imago/UPI//Imago/Russian Look
সিরিয়া
গ্যালাপের পাশাপাশি অ্যামেরিকার শত্রুদের তালিকা প্রকাশ করে থাকে ক্যানাডাভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অন গ্লোবালাইজেশন বা সিআরজি৷ তাদের বিবেচনায় ইরান, রাশিয়া ও ফিলিস্তিনের সঙ্গে সিরিয়ায় ক্ষমতাসীনদের সখ্যের কারণে সিরিয়ার সঙ্গে অ্যামেরিকার বিরোধ হয়েছে৷ আবার অ্যামেরিকা-ইসরায়েল মৈত্রীর ক্ষেত্রে বিপরীত অবস্থানে আছে সিরিয়া৷ ভূ-রাজনৈতিক কারণে সিরিয়ার উপর আধিপত্য রাখতে চায় যুক্তরাষ্ট্র৷
ছবি: picture-alliance/dpa/K. Elfiqi
ভেনেজুয়েলা
সিআরজি বলছে, ভেনেজুয়েলার তেলের মজুদ ও সামাজিক-রাজনৈতিক কারণে অ্যামেরিকার সঙ্গে তাঁদের বিরোধ দীর্ঘদিনের৷ যদিও বর্তমানে মূল্যস্ফীতি ও অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে ভেনেজুয়েলা, তবুও সেই বিরোধ কমেনি মোটেও৷ দেশটির ক্ষমতাসীন মাদুরো সরকারকে হটাতে তৎপর অ্যামেরিকা৷ সম্প্রতি অ্যামেরিকার সঙ্গে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে দক্ষিণ অ্যামেরিকার দেশটি৷
ছবি: picture-alliance/dpa/P. Miraflores
6 ছবি1 | 6
উত্তেজনার বাড়ার মাধ্যমেও নিজেদের স্পর্ধার প্রকাশ ঘটিয়েছে ইরান৷ দেশটির এক জ্যেষ্ঠ কমান্ডার বলেছেন, ইরানে আক্রমণের সাহস অ্যামেরিকা দেখাবে না৷
‘‘পাপী অ্যামেরিকা এবং তাদের পশ্চিমা ও আঞ্চলিক সহযোগীরা কখনোই সম্মুখসমরে ইরানে আক্রমণ চালানোর সাহস করবে না৷ কারণ, আমাদের জনগণ ও তরুণদের মধ্যে আছে প্রতিরোধ আর আত্মত্যাগের উদ্দীপনা,’’ ইরানের মেজর জেনারেল গোলামালি রাশিদকে উদ্ধৃত করে লিখেছে দেশটির বার্তা সংস্থা ফার্স৷
এদিকে, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি বলেছেন, ইরানি যুবকরা জীবদ্দশাতেই ইসরায়েলি ও অ্যামেরিকান সভ্যতার পতন দেখে যাবে৷
‘‘তোমরা তরুণরা নিশ্চিত থাকো, মানবতার শত্রু, অর্থাৎ অধঃপতিত অ্যামেরিকান সভ্যতা এবং ইসরায়েলের পতন তোমরা দেখে যাবে,'' বুধবার শিক্ষার্থীদের উদ্দেশ্য এক বক্তৃতায় বলেন তিনি৷
গত বছর যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের ইরানের সঙ্গে হওয়া পরমাণু চুক্তি থেকে ট্রাম্প প্রশাসন সরে আসার পর থেকে উত্তেজনা চলছে দুই দেশের মধ্যে৷ ওয়াশিংটন ও তেহরান প্রকাশ্যে যুদ্ধ না চাইলেও উত্তেজনা বেড়েই চলেছে৷
সর্বশেষ গত সপ্তাহে সৌদি আরবে দুটি পেট্রোলিয়াম স্থাপনার উপর ড্রোন হামলার পর রবিবার ইরাকের রাজধানী বাগদাদের সুরক্ষিত ‘গ্রিন জোন'-এ মার্কিন দূতাবাসের কাছে এক রকেট হামলা হয়েছে৷ দুটি ঘটনার জন্যই ইরানকে সন্দেহ করা হলেও বিষয়টি অস্পষ্ট রয়ে গেছে৷ মার্কিন সৈন্য বা স্থাপনার উপর ইরান বা ইরান-সমর্থিত কোনো গোষ্ঠী হামলা চালালে তার উচিত জবাব দেওয়া হবে বলে অ্যামেরিকা সতর্ক করে দিয়েছে৷