শুক্রবার প্রতিরক্ষামন্ত্রণালয়ের এক সভায় পুটিন বলেন, ‘‘যদি এমন লোকজন থাকে, যারা অর্থের বিনিময়ে নয়, বরং নিজের ইচ্ছায় ডনবাসের স্থানীয় জনগণকে সহযোগিতা করতে চায়, তাহলে তাদেরকে সংঘাতপূর্ণ এলাকায় আসতে দেওয়া দরকার৷''
সভায় রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সেরেগেই শোইগু জানান, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের ১৬ হাজার লোক স্বেচ্ছায় পূর্ব ইউক্রেনের ডনবাস অঞ্চলে রাশিয়ান সেনাদের পক্ষে যুদ্ধ করতে চায়৷
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, ইউক্রেন যুদ্ধের সময় স্টিংগার মিসাইল এবং বহনযোগ্য এয়ার ডিফেন্স সিস্টেমসহ নানা ধরনের অস্ত্র রাশিয়ান বাহিনীর হাতে এসেছে৷ এসব অস্ত্র ডনবাসে যুদ্ধরত রাশিয়ান সেনাদের পাঠানো উচিত মনে করেন রুশ প্রতিরক্ষামন্ত্রী৷
অস্ত্র হাতে তুলে নেয়া ইউক্রেনের ক্রীড়া তারকারা
রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ লড়তে ইউক্রেনের হয়ে অস্ত্র হাতে তুলে নিয়েছেন সে দেশের কয়েকজন ক্রীড়া তারকা৷ ছবিঘরে থাকছে তাদের কথা৷
ছবি: Efrem Lukatsky/AP Photo/picture alliance
দামিত্র পিদ্রুশনিয়ি (বায়াথলন)
বেইজিংয়ে শীতকালীন অলিম্পিকে অংশগ্রহণ শেষে তিনি রাশিয়ার বিরুদ্ধে লড়তে ইউক্রেনের ন্যাশনাল গার্ডে যোগ দেন৷ ৩০ বছর বয়সি পিদ্রুশনিয়ি সাবেক ইউরোপীয় চ্যাম্পিয়ন৷ দুটি অলিম্পিকেও অংশ নিয়েছেন তিনি৷
ছবি: YUTAKA/AFLOSPORT/imago images
ভিটালি ক্লিচকো (বক্সিং)
ইউক্রেনের অন্যতম বিশ্বখ্যাত অ্যাথলিট তিনি৷ বেশ কয়েকবার বক্সিংয়ের দুই উল্লেখযোগ্য পেশাদার সংস্থা ডাব্লিউবিও এবং ডাব্লিউবিসির ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ জিতেছেন ক্লিচকো৷ ২০১৪ সাল থেকে তিনি কিয়েভের মেয়র৷ ৫০ বছর বয়সি ক্লিচকো মাতৃভূমি রক্ষায় হাতে অস্ত্র তুলে নিতে প্রস্তুত বলে এএফপিকে জানিয়েছেন৷
ছবি: FABIAN BIMMER/REUTERS
ভ্লাদিমির ক্লিচকো (বক্সিং)
ভিটালির ভাই ভ্লাদিমির ১৯৯৬ সালের অলিম্পিকে বক্সিংয়ে সোনা জিতেছিলেন৷ এছাড়া আইবিও, ডাব্লিউবিএ, আইবিএফ এবং ডাব্লিউবিও সংস্থার হেভিওয়েট ডিভিশনেও শিরোপা জিতেছেন৷ রাশিয়ার বিরুদ্ধে লড়তে তিনি সেনাবাহিনীর রিজার্ভে যোগ দিয়েছেন৷
ছবি: Efrem Lukatsky/AP Photo/picture alliance
সের্গেই স্টাচোভস্কি (টেনিস)
২০১৩ সালে উইম্বলডনের দ্বিতীয় রাউন্ডে রজার ফেদেরারকে হারিয়েছিলেন তিনি৷ সেই সময় তার ব়্যাংক ছিল ১১৬৷ রাশিয়া হামলা শুরুর পর লড়ার জন্য ইউক্রেনে ফিরে গেছেন ৩৬ বছর বয়সি স্টাচোভস্কি৷
ছবি: JB Autissier/PanoramiC/imago images
অলেকজান্ডার উসেক (বক্সিং)
২০১২ সালে অলিম্পিক সোনাজয়ী উসেক ইউনিফাইড ডাব্লিউবিএ (সুপার), আইবিএফ, ডাব্লিউবিও এবং আইবিএফ-এর বর্তমান হেভিওয়েট চ্যাম্পিয়ন৷ মাতৃভূমি রক্ষায় তিনি সেনাবাহিনীতে যোগ দিয়েছেন৷ এএফপিকে তিনি বলেন, ‘‘আমি গুলি করতে চাই না, কাউকে মারতে চাই না, কিন্তু আমার অন্য কোনো উপায় নেই৷’’
ছবি: Pavlo Bagmut/Ukrinform/imago images
ওলে লুঝনিয়ি (ফুটবল)
আর্সেনালের হয়ে ইংলিশ প্রিমিয়ার লিগ ও এফএ কাপ জিতেছেন তিনি৷ বর্তমানে ৫৩ বছর বয়সি লুঝনিয়ি যুদ্ধে যোগ দিয়েছেন৷ ‘‘পরিস্থিতি খুবই ভয়াবহ,’’ স্কাই স্পোর্টসকে জানান তিনি৷ ‘‘যুক্তরাজ্যে কোচ হিসেবে কাজ করতে চাই আমি৷ কিন্তু তার আগে আমাকে আমার দেশ, জনগণ ও গণতন্ত্রের জন্য শক্ত হয়ে দাঁড়াতে হবে’’ বলেন এই সাবেক রাইট ব্যাক৷
ছবি: Chris Lobina/Getty Images
ভাসিলি লোমাচেঙ্কো (বক্সিং)
ইউক্রেনের অন্যতম সেরা এই বক্সার দুবার অলিম্পিক সোনা জিতেছেন৷ গত ডিসেম্বরে ম্যাডিসন স্কয়ার গার্ডেনে রিচার্ড কোমের বিরুদ্ধে লড়াইয়ে জেতেন তিনি৷ রাশিয়ার বিরুদ্ধে লড়তে তিনি সামরিক বাহিনীতে নাম লিখিয়েছেন লোমাচেঙ্কো৷
ছবি: Sarah Stier/Getty Images
ইউরি ভার্নিডুব (ফুটবল কোচ)
২০২১ সালের সেপ্টেম্বরে রেয়াল মাদ্রিদকে নিজেদের মাঠে হারিয়ে নাম করেছিল মলদোভার ক্লাব শেরিফ টিরাসপোল৷ সেই ক্লাবের কোচ ভার্নিডুব৷ রাশিয়ার বিরুদ্ধে লড়তে তিনি সামরিক বাহিনীতে নাম লিখিয়েছেন৷
ছবি: Pavlo Bahmut/Ukrinform/imago images
ইয়ারোস্লাভ আমাসভ
তিনি একজন মিক্সড মার্শাল আর্টিস্ট৷ বেলেটোর এমএমএ প্রতিযোগিতার ওয়েলটারওয়েট বিভাগের বর্তমান চ্যাম্পিয়ন আমাসভ৷ ওয়েলটারওয়েট (৬৩ থেকে ৬৭ কেজির মধ্যে) হচ্ছে লাইটওয়েট ও মিডলওয়েটের মাঝামাঝি একটি ওজনশ্রেণি৷ ২৮ বছর বয়সি আমাসভ মাতৃভূমি রক্ষার অঙ্গীকার করেছেন৷ তাই হয়ত মে মাসে অনুষ্ঠিত হতে যাওয়া শিরোপা ধরে রাখার প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন না তিনি৷
ছবি: imago sportfotodienst
9 ছবি1 | 9
প্রতিরক্ষামন্ত্রীর মতকে সমর্থন করে পুটিন বলেন, ‘‘তাদেরকে অস্ত্রগুলো দিন৷ উদ্ধারকৃত এসব অস্ত্র রাশিয়ান বাহিনীকে দেওয়ায় আমার সমর্থন রয়েছে৷''
গত ২৪ ফেব্রুয়ারি প্রতিবেশী দেশ ইউক্রেনে হামলা চালায় রাশিয়া৷ এ হামলাকে ‘বিশেষ সামরিক অভিযান' বলছে রাশিয়া৷ পুটিনের দাবি, ‘‘সম্প্রসারিত হয়ে ন্যাটো রাশিয়ার সীমানায় চলে আসছে এবং কিয়েভে পশ্চিম-সমর্থিত সরকারকে সহযোগিতা দিচ্ছে৷ আর এ কারণে রাশিয়ার নিরাপত্তার জন্য ইউক্রেনে এমন একটি সামরিক অভিযান জরুরি৷’’