1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মধ্যপ্রাচ্য শান্তি আলোচনা নিয়ে আবারও শংকা

২৭ সেপ্টেম্বর ২০১০

ফিলিস্তিনের পশ্চিম তীরে ইহুদি বসতি নির্মাণ মুলতুবির সময়সীমা পার হয়ে যাওয়ার পর এখন মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়ায় অচলাবস্থার আশংকা দেখা দিয়েছে৷ একদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রীর আহ্বান অন্যদিকে ফিলিস্তিনি প্রেসিডেন্টের শর্ত৷

Symbolbild Clinton Abbas und Netanjahu
বসতি ইস্যুতে আটকে আছে মধ্যপ্রাচ্য আলোচনাছবি: DW-Montage/AP/picture-alliance/dpa

চাপ অগ্রাহ্য

গত ২ সেপ্টেম্বর সরাসরি শান্তি আলোচনা শুরু হয় ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যে৷ দীর্ঘ দুই বছর পর শুরু হওয়া সেই আলোচনা আবারও মুখ থুবড়ে পড়তে চলেছে৷ এর কারণ গতকাল মধ্যরাতে ইসরায়েলের অধিকৃত পশ্চিম তীরে বসতি সম্প্রসারণ মুলতুবির সময়সীমা শেষ হয়েছে৷ ফলে সেখানে আবারও বসতি নির্মাণ শুরু সম্ভাবনা দেখা দিয়েছে৷

দশ মাসের এই মুলতুবির সময়সীমা আরও বাড়ানোর জন্য যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে চাপ ছিল৷ তার ওপর ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসও আগে থেকে বলে আসছিলেন যে বসতি সম্প্রসারণ বন্ধ না হলে তিনি আলোচনায় থাকবেন না৷ কিন্তু যুক্তরাষ্ট্রের চাপ আর আব্বাসের সতর্কবাণী কোনটাকেই গ্রাহ্য করেননি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু৷

ইহুদি বসতিতে উল্লাস

বার্তা সংস্থাগুলোর মাধ্যমে জানা গেছে, বসতি নির্মাণের ওপর স্থগিতাদেশের এই সময়সীমা পার হওয়ায় উল্লাস প্রকাশ করেছে পশ্চিম তীরের ইহুদি বসতির অধিবাসীরা৷ সময়সীমা পার হওয়ার মাত্র কয়েক ঘন্টার মধ্যেই তারা সেখানে একটি ডে কেয়ার সেন্টারের ভিত্তি প্রস্তর স্থাপন করে৷ যদিও আগে থেকে বেনইয়ামিন নেতানিয়াহু তার নাগরিকদের সংযত আচরণের জন্য আহ্বান জানিয়েছিলেন৷

পশ্চিম তীরের ইহুদি বসতিছবি: AP

নেতানিয়াহুর আগ্রহ

বসতি সম্প্রসারণ মুলতুবি অব্যাহত না রাখলেও শান্তি আলোচনা চালিয়ে যেতে চান ইসরায়েলি প্রধানমন্ত্রী৷ এক বার্তায় তিনি ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, ইসরায়েল সামনের দিনগুলোতে শান্তি আলোচনা চালিয়ে যেতে প্রস্তুত৷ আগামী এক বছরের মধ্যে একটি ঐতিহাসিক শান্তিচুক্তিতে পৌঁছানোর ব্যাপারে দুই পক্ষকে সত্যিকার অর্থে আলোচনা চালিয়ে যেতে আহ্বান জানিয়েছেন নেতানিয়াহু৷

আব্বাসের সিদ্ধান্তহীনতা

এদিকে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের দপ্তর থেকে কোন আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি৷ বসতি সম্প্রসারণ মুলতুবির সময়সীমা পার হয়ে যাওয়ার পর ইসরায়েল কী ধরণের পদক্ষেপ নেবে সেজন্য অপেক্ষা করছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ৷ তবে আব্বাসের মুখপাত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, আব্বাস আলোচনা চালিয়ে যেতে চান, তবে সেজন্য যেকোন ভাবে বসতি নির্মাণ বন্ধ রাখতে হবে বলে তিনি শর্ত দিয়েছেন৷ অন্যদিকে পরবর্তী সিদ্ধান্ত নেওয়ার আগে আব্বাস আরব দেশগুলোর সঙ্গে আলাপ করবেন বলেও জানা গেছে৷

এদিকে মধ্যপ্রাচ্য শান্তি আলোচনা যাতে অব্যাহত থাকে সেজন্য জোর প্রচেষ্টা চালাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র৷ রোববার মার্কিন পররাষ্ট্র মন্ত্রী হিলারি ক্লিন্টন কথা বলেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রীর সঙ্গে৷ এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র পি জে ক্রাউলি বলেছেন, আমরা আলোচনা অব্যাহত রাখার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম

সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ