1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মধ্যপ্রাচ্য নিয়ে আবারো উত্তেজনা

৬ নভেম্বর ২০১৩

পূর্ব জেরুজালেমে ইসরায়েলের নতুন বসতি নির্মাণের ঘোষণায় আবারো উত্তেজনা বিরাজ করছে ইসরায়েল-ফিলিস্তিনের মধ্যে৷ সংকট মেটাতে মধ্যপ্রাচ্য সফর করছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি৷

WASHINGTON, DC - OCTOBER 28: U.S. Secretary of State John Kerry speaks during the Ploughshares Fund Gala at the U.S. Institute of Peace, October 28, 2013 in Washington, DC. Secretary Kerry's speech focused on the importance of decreasing the global threat of nuclear weapons. (Photo by Mark Wilson/Getty Images)
ছবি: Getty Images/Mark Wilson

গত সপ্তাহে পূর্ব জেরুজালেমে আরো এক হাজার নতুন বসতি নির্মাণের ঘোষণা দিয়েছে ইসরায়েল৷ এরপরই মধ্যপ্রাচ্য শান্তি আলোচনা ভেস্তে দেয়ার হুমকি দিয়েছে ফিলিস্তিন৷ দুপক্ষের এই উত্তেজনা নিরসনে এখন মধ্যপ্রাচ্য সফর করছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি৷

ফিলিস্তিনের হুমকির মাত্র কয়েক ঘণ্টা পরই বুধবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেছেন কেরি৷ জুলাইতে কেরির মধ্যস্থতাতেই মধ্যপ্রাচ্য শান্তি আলোচনায় রাজি হয়েছিল দুপক্ষ৷ মঙ্গলবার সন্ধ্যায় ইসরায়েলের রাজধানী তেল আভিভে পৌঁছান কেরি৷ তেল আভিভ স্কয়ারে সাংবাদিকদের কেরি বলেন, শান্তি আলোচনায় আগ্রহী হওয়ায় ১৮ বছর আগে ঠিক ঐ স্থানেই আততায়ীদের হাতে নিহত হয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী৷ কিন্তু শান্তি আলোচনা যাতে ভেস্তে না যায় তাই তিনি কোনো কিছু পরোয়া না করেই সেখানে উপস্থিত হয়েছেন৷

এর কয়েক ঘণ্টা পরেই জেরুজালেমে ইসরায়েল ও ফিলিস্তিনের শীর্ষ মধ্যস্থতাকারীদের বৈঠক হয়৷ ফিলিস্তিনের একজন নেতা বলেন, ইসরায়েলের এই আচরণের পর তাদের সাথে শান্তি বজায় রাখা সম্ভব নয়৷ নাম প্রকাশে অনিচ্ছুক এক ফিলিস্তিন কর্মকর্তা এএফপিকে জানিয়েছে, ঐ বৈঠকেই ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে শান্তি আলোচনা ভেস্তে গেছে৷

নেতানিয়াহুর সাথে বৈঠকের পর ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে কেরির দেখা করার কথা রয়েছে৷

এরপর বুধবার রাতেই আবার ইসরায়েলের প্রেসিডেন্ট সিমোন পেরেজের সঙ্গে বৈঠক করার কথা মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর৷ তারপর তিনি দ্বিতীয়বারের মতো বৈঠক করবেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে৷

এপিবি/জেডএইচ (এপি/এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ