1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কূটনৈতিক তৎপরতা

২০ নভেম্বর ২০১২

গাজা-ইসরায়েল সংকট নিরসনে শুরু হয়েছে জোর কূটনৈতিক তৎপরতা৷ জাতিসংঘের মহাসচিব বান কি-মুন থেকে শুরু করে মার্কিন প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী এই প্রচেষ্টায় যোগ দিয়েছেন৷

ছবি: Reuters

জাতিসংঘের মহাসচিব বান কি-মুন আলোচনার জন্য এখন কায়রোয় রয়েছেন৷ তিনি অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন৷ কায়রোয় তিনি প্রথমে আরব লিগের প্রধান নাবিল আল আরাবির সঙ্গে আলোচনা করেন৷ এরপর মিশরের প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির সঙ্গে কথা বলবেন বান কি-মুন৷ মিশর থেকে জাতিসংঘের মহাসচিব যাবেন ইসরায়েলে৷ সেখানে তিনি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুর সঙ্গে আলোচনায় মিলিত হবেন৷

জাতিসংঘের মহাসচিব বান কি-মুনছবি: Getty Images

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা সোমবার রাতে টেলিফোনে কথা বলেছেন মিশরের প্রেসিডেন্ট ও ইসরায়েলের প্রধানমন্ত্রীর সঙ্গে৷ এরপর তিনি পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টনকে মধ্যপ্রাচ্যে পাঠানোর সিদ্ধান্ত নেন৷ ফলে আজ মঙ্গলবার কম্বোডিয়ায় পূর্ব এশিয়া সম্মেলন শেষে ক্লিন্টন মধ্যপ্রাচ্যের উদ্দেশ্য রওয়ানা হবেন৷

ইসরায়েল ও ফিলিস্তিনের কর্মকর্তারা জানিয়েছেন, বুধবার ক্লিন্টন তাদের অঞ্চল সফর করবেন৷ মিশরের পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে আরব লিগের নয় সদস্যের এক প্রতিনিধি দল মঙ্গলবার দিনের শেষে গাজায় যাবেন৷ এদিকে ইসরায়েল জানিয়েছে, তারা কূটনৈতিক তৎপরতার সফলতার জন্য আপাতত গাজায় ভূমি থেকে হামলার হুমকি থেকে দূরে সরে আসছে৷

তবে সোমবার সারা রাত ধরে গাজার প্রায় ১০০টি স্থাপনায় আকাশ থেকে হামলা চালিয়েছে ইসরায়েল৷ এর মধ্যে অস্ত্রাগার আর ন্যাশনাল ইসলামিক ব্যাংকের গাজা সদর দপ্তর রয়েছে৷ একই সময়ে গাজা থেকে ইসরায়েলের দিকে ১৬টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে হামাস৷

ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত প্রায় ১১০ জন ফিলিস্তিনি নিহত হয়েছে৷ যাদের বেশিরভাগই সাধারণ নাগরিক৷ এর মধ্যে ২৭ জন শিশুও রয়েছে৷ আর হামাসের রকেট হামলায় নিহত ইসরায়েলির সংখ্যা তিন৷

জেডএইচ/ডিজি (রয়টার্স, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ