1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
রাজনীতিযুক্তরাষ্ট্র

মধ্যবর্তী নির্বাচন: সেনেটের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের

১৩ নভেম্বর ২০২২

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের উচ্চকক্ষ সেনেটের নিয়ন্ত্রণ ধরে রাখতে সক্ষম হয়েছেন ডেমোক্র্যাটরা। অর্থাৎ সেনেটের নিয়ন্ত্রণ নিতে ব্যর্থ হয়েছেন রিপাবলিকানরা৷

নেভাদায় জয় পেয়েছেন ডেমোক্রেট প্রার্থী ক্যাথরিন করটেজ মাসটো
নেভাদায় জয় পেয়েছেন ডেমোক্রেট প্রার্থী ক্যাথরিন করটেজ মাসটোছবি: Anna Moneymaker/Getty Images

৮ নভেম্বর দেশটিতে মধ্যবর্তী নির্বাচন হয়৷ নির্বাচনের চার দিন পর নেভাদা অঙ্গরাজ্যের ফলাফল পাওয়ার মধ্য দিয়ে নিশ্চিত হয়েছে যে ডেমোক্র্যাটরা সেনেটের নিয়ন্ত্রণ ধরে রাখতে পেরেছেন৷

নেভাডা অঙ্গরাজ্যে জয় পেয়েছেন ডেমোক্রেট প্রার্থী ক্যাথরিন করটেজ মাসটো। নেভাডায় রিপাবলিকান প্রার্থী অ্যাডাম লাক্সল্টকে হারিয়ে জয়ী হয়েছেন ক্যাথরিন করটেজ মাসটো। এই জয়ের ফলে সেনেটে ৫০টি আসন ডেমোক্র্যাটরা এবং ৪৯টি আসন নিশ্চিত করেছে রিপাবলিকানরা।

অ্যারিজোনা অঙ্গরাজ্যের ফলাফলের পর সেনেটের নিয়ন্ত্রণ নিয়ে হাড্ডাহাড্ডি লড়াই  চলছিল দুইদলের মাঝে।

 যেভাবে নিয়ন্ত্রণ নিশ্চিত হলো

কংগ্রেসের উচ্চকক্ষ সেনেটে সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ৫১টি আসন।  আর নেভাডা অঙ্গরাজ্যের ফলাফলে পর প্রাপ্ত হিসেব অনুযায়ী, ডেমাক্র্যাটরা ৫০টি আসনে এবং রিপাবলিকানরা ৪৯টি আসনে জয় পেয়েছে।

আগামী মাসে জর্জিয়া অঙ্গরাজ্যের ফলাফল নির্ধারিত হবে। জর্জিয়ায় সেনেটের নিয়ন্ত্রণ পেতে কোনও প্রার্থী ৫০ শতাংশ ভোট না পাওয়ায় আগামী ৬ ডিসেম্বের দ্বিতীয় দফায় ভোট অনুষ্ঠিত হবে।

তবে জর্জিয়ায় রিপাবলিকানরা জয় পেলেও তাদের পক্ষে সেনেটের নিয়ন্ত্রণ নেওয়া সম্ভব হচ্ছে না। কারণ জর্জিয়ায় জয় পেলে ডেমোক্র্যাট ও রিপাবলিকানদের আসন সংখ্যা হবে সমান অর্থাৎ উভয় দলের ৫০টি করে আসন হবে। কিন্তু তখন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের টাই-ব্রেকিং ভোটে প্রয়োজনীয় ৫১ আসন নিশ্চিত করবে জো বাইডেনের দল।  সেই হিসেবে জর্জিয়ার ফলাফলের আগেই সেনেটে বাইডেন-হ্যারিসের অর্থাৎ ডেমোক্র্যাটদের আধিপত্যের বিষয়টি নিশ্চিত করা যাচ্ছে। 

এদিকে এখন পর্যন্ত মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ রিপাবলিকানদের হাতেই থাকছে। প্রতিনিধি পরিষদের ৪৩৫টি আসনের মধ্যে ডেমোক্র্যাটরা জয় পেয়েছে ২০৩টি আসনে এবং রিপাবলিকানরা ২১১টি আসনে। সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ২১৮টি আসন।

আরআর/এপিবি (রয়টার্স, এপি)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ