1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মদ্যপান থেকে বিরত থাকুন!

১৭ জানুয়ারি ২০১৪

আপনি কি মধ্যবয়স্ক? মদ্যপানের অভ্যাস আছে? তবে আজ থেকেই সাবধান হন৷ কেননা এতে আপনার মানসিক অবস্থার দ্রুত অবনতি ঘটতে পারে৷ কমতে পারে স্মৃতিধারণ ক্ষমতাও৷ ব্রিটেনের ৫ হাজার সরকারি কর্মচারির উপর দীর্ঘ গবেষণায় এই ফল পাওয়া গেছে৷

Symbolbild Alkoholismus Alkohol
ছবি: Fotolia/Africa Studio

যাঁরা বেশি মদ খান এবং যাঁরা প্রতিদিনই খান তবে খুব সামান্য – এই দুটি দলের মধ্যে বয়স অনুযায়ী তুলনা করে দেখা হয়েছে৷ বুধবার জার্নাল নিউরোলজিতে রিপোর্টটি প্রকাশ হয়৷ প্রতি পাঁচ বছর পর ঐ ব্যক্তিদের মানসিক অবস্থার পরীক্ষা নেয়া হয়েছে৷ অর্থাৎ তাঁদের চিন্তা-ভাবনা, কার্যকারণ ক্ষমতা ও স্মৃতি ধরে রাখার ক্ষমতা পরীক্ষা করা হয়৷ এ পরীক্ষায় এমন সব বয়সের মানুষ নেয়া হয়েছিল, যাঁদের গড় বয়স এখন ৫৬৷ তাঁরা প্রতিদিন কি পরিমাণ মদ খেত, তার হিসেব রাখা হতো৷ গত ২০ বছর ধরে বিভিন্ন প্রশ্নপত্রের মাধ্যকে তাঁদের মদ খাওয়া ও মানসিক অবস্থা সংক্রান্ত তথ্য সংগ্রহ করা হয়েছে৷

মদ্যপান স্মৃতিশক্তিরও ক্ষতি করতে পারে...ছবি: Fotolia/lassedesignen

মানসিক অবস্থার অবনতি দেখা গেছে সেই দলটিতে, যেখানে সবাই বেশি পরিমাণে মদ খেত৷ ৪৬৯ জন আছেন এই তালিকায়৷ যাঁরা প্রতিদিন কমপক্ষে ১৩ আউন্স মদ অথবা ৩০ আউন্স বিয়ার পান করেন এবং তীব্রভাবে পানাসক্ত ব্যক্তির ক্ষেত্রে পরিমাণটা প্রায় তিনগুন৷

তবে গবেষকরা এখানে নারীদের বয়সের উপর মদের কোনো প্রভাব দেখতে পাননি৷ গবেষণার ক্ষেত্রে অনেক কম মহিলা পেয়েছেন যাঁরা বেশি মদ খান, কিন্তু তাঁদের বয়সের সাথে সাথে মানসিক স্বাস্থ্যের উপর কোনো প্রভাব দেখতে পাননি বলে জানিয়েছেন ইউনিভার্সিটি কলেজ লন্ডন-এর গবেষক ও এই গবেষণা প্রতিবেদনের লেখিকা সেভেরিন সাবিয়া৷ দেখা যাচ্ছে, নিয়মিত মধ্যপানের ফলে দুই বছর পর মধ্যবয়সি অধিক মদ্যপ ব্যক্তিদের কার্যক্ষমতা কমে যায় এবং পরবর্তী ছয় বছরে তাঁদের স্মৃতি ধারণ ক্ষমতাও কমতে থাকে৷

একটি ই-মেলে সাবিয়া বার্তা সংস্থা এপি-কে জানিয়েছেন, ঠিক কোন বয়সে মানুষের জন্য মদ খাওয়াটা ঝুঁকিপূর্ণ সেটা নির্দিষ্ট করে বলা সম্ভব নয়৷ সাবিয়া বলছেন, তাঁর বিশ্বাস যে কারো কারো চোখে হয়ত এই পার্থক্যটা ধরা পড়া সম্ভব৷ তবে এই গবেষণার সমালোচনা করেছেন ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের ‘সাবসটেন্স অ্যাবিউজ' বিষয়ক গবেষক সারা জো নিক্সন৷ তাঁর মতে, নতুন এই গবেষণায় দেখানো হয়েছে যে, মদ্যপান ও তার সাথে মানসিক অবস্থার সম্পর্ক৷ গবেষণায় বেশ কিছু সংবেদনশীল মানসিক পরীক্ষা নেয়া হয়েছে, যা প্রাত্যহিক জীবনের নানা ঘটনার কারণেও মানসিক অবস্থায় প্রভাব ফেলতে পারে৷

এপিবি/ডিজি (এপি, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ