1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘মধ্য আয়ের দেশে পরিণত হতে প্রস্তুত বাংলাদেশ’

২ অক্টোবর ২০১২

তৈরি পোশাক রপ্তানিতে বিশ্বে দ্বিতীয় স্থানের অধিকারী বাংলাদেশ৷ জাহাজ তৈরি শিল্পেও তাদের অবদান দেখার মতো৷ এ’দুটি খাতে দেশটির অন্যতম সহযোগী জার্মানি৷ যে সম্পর্ক আরো উন্নত করতে তৎপর বাণিজ্য সচিব মো. গোলাম হোসেন৷

ছবি: DW/Debarati Guha

ফ্রান্স, ইংল্যান্ড, চেক প্রজাতন্ত্র সফর শেষে বর্তমানে জার্মানিতে অবস্থান করছেন বাংলাদেশের বাণিজ্য সচিব মো. গোলাম হোসেন৷ কথা বলছেন জার্মান ব্যবসায়ীদের সঙ্গে৷ আলাপ করছেন বাংলাদেশে যারা বিভিন্ন খাতে বিনিয়োগ করছেন অথবা করতে ইচ্ছুক, তাঁদের সঙ্গেও৷

এর উদ্দেশ্য মূলত একটাই৷ বাংলাদেশকে ‘লেস ডেভেলপ্ড কান্ট্রি' এলডিসি বা স্বল্প উন্নত দেশের তকমা থেকে ‘মিডল ইনকাম কান্ট্রি' বা মধ্য আয়ের দেশে পরিণত করা৷ বাণিজ্য সচিবের কথায়, ‘‘২০২১ সালের মধ্যে মধ্য আয়ের দেশে পরিণত হতে প্রস্তুত বাংলাদেশ৷'' তাই এটাকে আর স্বপ্ন নয়, ভবিষ্যতের জন্য একটি ‘ভিশন' বলতেই পছন্দ করেন তিনি৷

বাণিজ্য সচিব মো. গোলাম হোসেনের সঙ্গে জার্মানিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মসুদ মান্নানছবি: DW/Debarati Guha

আর সেটা হবে নাই বা কেন? বাংলাদেশে এখন বাৎসরিক প্রবৃদ্ধির হার ৬ শতাংশ৷ তার ওপর একদিকে যেমন রয়েছে সস্তা শ্রমের বাজার, তেমনই অন্যদিকে বাংলাদেশের ৬০ শতাংশ মানুষের বয়স ২০ থেকে ৩৫ বছরের মধ্যে৷ অর্থাৎ জনশক্তির ক্ষেত্রে বাংলাদেশ অন্য বহু দেশের থেকে অনেকটাই এগিয়ে৷ 

Interview Md. Gulam Hussain Long - MP3-Mono

This browser does not support the audio element.

তবে আগামীতে পরবর্তী এই ধাপটির জন্য বাংলাদেশের যে প্রযুক্তিগত সাহায্য প্রয়োজন, প্রয়োজন শুধু বায়না-ভিত্তিক উৎপাদন নয়, নিজস্ব ডিজাইনে ‘হাই-এন্ড প্রোডাক্ট' তৈরি করা – সেটাও খুব ভালোভাবেই উপলব্ধি করেন মো. গোলাম হোসেন৷

আর সে জন্যই ইউরোপ তথা জার্মানির বিভিন্ন সাহায্য প্রতিষ্ঠান এবং বাণিজ্য প্রতিনিধির সঙ্গে মত বিনিময় এবং পূর্ব-প্রতিশ্রুতিগুলি আরো একবার ঝালিয়ে নিতে তাঁর জার্মানিতে আসা৷

সাক্ষাৎকার: দেবারতি গুহ

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ