1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মধ্য ইউরোপে বন্যা

৪ জুন ২০১৩

গত কয়েকদিনের ভারি বর্ষণে বিভিন্ন নদীর পানি বেড়ে যাওয়ার ফলে ইউরোপে বন্যার সৃষ্টি হয়েছে৷ এতে সোমবার সন্ধ্যা পর্যন্ত নিহত ছয়জন৷ এছাড়াও নিখোঁজ রয়েছেন আরো কয়েকজন৷ এদিকে জার্মানিতে পানির উচ্চতা ৭০ বছরের রেকর্ড ছাড়িয়ে গেছে৷

Ein Auto steht am 02.06.2013 in Passau (Bayern) im Hochwasser der Donau. Extreme Regenfälle verschärfen die Hochwasserlage in Bayern und führen zu Überschwemmungen. Foto: Armin Weigel/dpa +++(c) dpa - Bildfunk+++
ছবি: picture-alliance/dpa

ইউরোপে বন্যা? হ্যাঁ, বাংলাদেশের মতো ইউরোপও বন্যার কবলে পড়ে প্রায় প্রতি বছরই৷ এই যেমন, এ বছরের বন্যায় সবচেয়ে বেশি আক্রান্ত দেশ চেক প্রজাতন্ত্র৷ সেখানকার রাজধানী প্রাগ-এর বিভিন্ন এলাকা বন্যার কারণে বিদ্যুৎহীন হয়ে পড়েছে৷ মারা গেছেন এখন পর্যন্ত পাঁচজন৷ নিখোঁজ রয়েছেন আরো চারজন৷ লাইনে পানি ওঠায় মেট্রো চলাচল বাতিল হয়ে গেছে৷ বন্ধ রয়েছে বিভিন্ন শিক্ষা ও ব্যবসায়িক প্রতিষ্ঠান৷

পাসাও শহরের এক মুখপাত্র বন্যা পরিস্থিতিকে ‘নাটকীয়' বলে আখ্যায়িত করেছেন৷ সেখানে পানির উচ্চতা গত ৭০ বছরের রেকর্ড ছাড়িয়ে গেছে বলে জানা গেছে (ফাইল ফটো)ছবি: Reuters

দুর্গত এলাকা থেকে অনেককে সরিয়ে নেয়া হয়েছে৷ হেলেনা হলুবোভা নামে প্রাগের এক বয়স্ক নাগরিক বলছেন, ‘‘সব ধরণের প্রযুক্তি থাকার পরও মানুষ যে প্রকৃতির কাছে কতটা অসহায় সেটা এখন বোঝা যাচ্ছে৷''

এদিকে, জার্মানির দক্ষিণপূর্ব শহর পাসাও-তে বন্যা মোকাবেলায় দেড় হাজারেরও বেশি সেনা মোতায়েন করা হয়েছে৷ তারা উদ্ধারকর্মীদের সহায়তা করছেন৷ চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল মঙ্গলবার বন্যা কবলিত এলাকা পরিদর্শনে যাবেন৷

পাসাও শহরের এক মুখপাত্র বন্যা পরিস্থিতিকে ‘নাটকীয়' বলে আখ্যায়িত করেছেন৷ সেখানে পানির উচ্চতা গত ৭০ বছরের রেকর্ড ছাড়িয়ে গেছে বলে জানা গেছে৷

বন্যায় আক্রান্ত হয়েছে অস্ট্রিয়া আর সুইজারল্যান্ডেরও কিছু অংশ৷ অস্ট্রিয়ার কর্তৃপক্ষের আশঙ্কা বন্যার পানি ২০০২ সালের রেকর্ড ছাড়িয়ে যেতে পারে৷ সেবার বন্যার কারণে ক্ষতির পরিমাণ ছিল প্রায় সাড়ে সাত বিলিয়ন ইউরো৷

জেডএইচ/ডিজি (এএফপি, এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ