1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মধ্য এশিয়ার সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াচ্ছে জার্মানি

১৭ সেপ্টেম্বর ২০২৪

উজবেকিস্তান ও কাজাখস্তানের সঙ্গে শীর্ষ বৈঠকের পর জার্মান চ্যান্সেলর মঙ্গলবার মধ্য এশিয়ার নেতাদের সঙ্গে আলোচনা করছেন৷ সেই অঞ্চলের সঙ্গে সহযোগিতা আরো বাড়াতে চায় জার্মানি৷

ওলাফ শলৎস
অভিবাসনসহ একাধিক বিষয়ে উজবেকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করে জার্মানি৷ রাজধানী সমরখন্দে উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মিরজিয়োয়েবের (ডানে) সঙ্গে সাক্ষাৎ করেন জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস৷ ছবি: Uzbekistan's Presidential Press Office via AP/picture alliance

ইউক্রেন যুদ্ধের জের ধরে রাশিয়া থেকে প্রাকৃতিক সম্পদ রপ্তানি উল্লেখযোগ্য মাত্রায় কমে যাওয়ার ফলে জার্মানিকে বিকল্পের সন্ধান করতে হয়েছে৷ মধ্য এশিয়ার দেশগুলি সেই শূন্যস্থান পূরণ করতে কিছুটা এগিয়ে এসেছে৷ সাবেক সোভিয়েত প্রজাতন্ত্রগুলি সরাসরি রাশিয়ার হামলার প্রতিবাদ না করলেও মস্কোর প্রভাব যতটা সম্ভব উপেক্ষা করে পশ্চিমা বিশ্বের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক চালিয়ে যাচ্ছে৷ জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস উজবেকিস্তান ও কাজাখস্তান সফর করে দ্বিপাক্ষিক সম্পর্ক আরো জোরদার করার উদ্যোগ নিয়েছেন৷ তবে ইউক্রেন যুদ্ধের দ্রুত অবসানের লক্ষ্যে কাজাখস্তান রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনার পক্ষে সওয়াল করলেও জার্মানি ইউক্রেনকে সামরিক ও অন্যান্য সহায়তা চালিয়ে যেতে বদ্ধপরিকর৷ রাশিয়ার উপর নিষেধাজ্ঞার ক্ষেত্রেও কোনো শিথিলতা চায় না জার্মানি৷

রোববার উজবেকিস্তানে অভিবাসনসহ একাধিক বিষয়ে বোঝাপড়ার পর শলৎস সোমবার কাজাখস্তান সফর করেন৷ রাজধানী আস্তানায় কাজাখ প্রেসিডেন্ট কাসিম-জোমার্ট তোকাইয়েভের সঙ্গে আলোচনায় পেট্রোলিয়াম সরবরাহ ও অন্যান্য অর্থনৈতিক বিষয়ে কথা বলেন শলৎস৷ উল্লেখ্য, বর্তমানে নরওয়ে ও মার্কিন যুক্তরাষ্ট্রের পর কাজাখস্তানই জার্মানির তৃতীয় বৃহত্তম পেট্রোলিয়াম সরবরাহকারী দেশ৷ ২০২৪ সালের শেষে সেই সরবরাহের পরিমাণ আরো বাড়াতে চলেছে সে দেশ৷ তোকাইয়েভ বলেন, শলৎসের সফরের পর দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন পর্যায়ে প্রবেশ করছে৷ তিনি কৌশলগত সহযোগিতার পূর্বাভাস দেন৷

রাশিয়া ও চীনের মতো প্রতিবেশী দেশের সঙ্গে বাণিজ্যের কারণেও বিশ্বের নবম বৃহত্তম দেশ কাজাখস্তানের অর্থনৈতিক প্রবৃদ্ধি ইদানীংকালে আরো বেড়ে গেছে৷ সেখানকার প্রাকৃতিক সম্পদের বিশাল ভাণ্ডারের সুবিধা নিতে চাইছে অনেক দেশ৷ জার্মানিও পেট্রোলিয়ামের পাশাপাশি কাজাখস্তান থেকে প্রাকৃতিক গ্যাস পেতে আগ্রহী৷ দীর্ঘমেয়াদী ভিত্তিতে হাইড্রোজেনও আমদানি করতে চায় জার্মানি৷

মঙ্গলবার জার্মান চ্যান্সেলর আস্তানায় মধ্য এশিয়ার পাঁচটি দেশের শীর্ষ নেতাদের এক সম্মেলনে অংশ নিচ্ছেন৷ সেখানে কাজাখস্তান ও উজবেকিস্তান ছাড়াও কিরগিস্তান, তাজাকিস্তান ও তুর্কমেনিস্তানের নেতারা উপস্থিত থাকছেন৷ গত বছরও বার্লিনে ‘জেডফাইভ প্লাস ওয়ান' গোষ্ঠীর নেতারা মিলিত হয়েছিলেন৷ কৌশলগত আঞ্চলিক সহযোগিতা গড়ে তোলা ছিল সেই উদ্যোগের লক্ষ্য৷ অর্থনীতি, জ্বালানি সরবরাহ, কাঁচামাল, জলবায়ু সংরক্ষণ ও পরিবেশ নীতির ক্ষেত্রে এই দেশগুলি সহযোগিতা নিবিড় করতে চায়৷ মধ্য এশিয়ায় রাশিয়া ও চীনের বিশাল প্রভাব সত্ত্বেও জার্মানি কৌশলগত স্বার্থে সেই দেশগুলির সঙ্গে নিবিড় সহযোগিতার চেষ্টা চালাচ্ছে৷

এসবি/এসিবি (ডিপিএ, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ