1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মনমোহনের বাংলাদেশ সফর পুরোপুরি বিফলে যায়নি: ড. মুরশিদ

১০ সেপ্টেম্বর ২০১১

ভারতের মধ্য দিয়ে নেপালের সঙ্গে বাংলাদেশের রেলপথে যোগযোগ নিয়ে যে সমঝোতা স্মারক সই হয়েছে তাকে আঞ্চলিক যোগাযোগের জন্য ইতিবাচক হিসাবে দেখছেন বাংলাদেশের বিশ্লেষকরা৷

বাংলাদেশে মনমোহন সিংছবি: dapd

তবে ভারতের অশুল্ক বাধা দূর করতে তারা একটি রূপরেখার প্রয়োজনীয়তার কথা বলেন৷

সবকিছুর পরও ভারতের প্রধানমন্ত্রী ড. মনমোহনের বাংলাদেশ সফর পুরোপুরি বিফলে যায়নি৷ নেপালের সঙ্গে বাংলাদেশের যোগাযোগের জন্য ভারতের দেয়া রেল ট্রানজিটকে বাংলাদেশের জন্য একটি ভাল সুযোগ বলে মনে করেন বিআইডিএস-এর পরিচালক, অর্থনীতিবিদ ড. কে এস মুরশিদ৷ তিনি ডয়চে ভেলেকে বলেন, বাংলাদেশ বরাবরই শুধু ভারত নয় আঞ্চলিক যোগাযোগের কথা বলে আসছে৷ আর নেপালের সঙ্গে রেল যোগাযোগকে সামনে রেখে বাংলাদেশ এই অঞ্চলের আঞ্চলিক যোগাযোগের কেন্দ্রে পরিণত হতে পারে৷

তিনি মনে করেন, বাংলাদেশ ভারতে ৪৬ ধরনের গার্মেন্টস পণ্য শুল্কমুক্তভাবে রফতানির যে সুযোগ পেয়েছে অশুল্ক মোকাবেলা করে তা  কাজে লাগানো হলে বাংলাদেশের ব্যবসায়ীদের অতীত অভিজ্ঞতা কাজে লাগাতে হবে৷ এজন্য অশুল্ক বাধার একটি রূপরেখাও প্রয়োজন৷

আর প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী বলেছেন, বাংলাদেশ তিস্তার পানি পায়নি তাই ভারতকে ট্রানজিট দেয়নি এই সরলীকরণ ঠিক নয়৷ ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত বন্ধুত্বপূর্ণ৷ প্রত্যেকটি ইস্যুই আলাদাভাবে উভয় দেশের স্বার্থ বিবেচনা করে নিস্পত্তি করা হবে৷ তিনি বলেন, যে যাই বলুননা কেন বাংলাদেশ ভারতের সম্পর্ক আরো এগিয়ে যাবে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ