1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মনমোহনের সফরে ৩টি চুক্তি সই হতে পারে: দীপুমনি

৫ সেপ্টেম্বর ২০১১

ভারতের প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং-এর ঢাকা সফরে তিনটি চুক্তি সই হতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপুমনি৷ এগুলো হলো তিস্তা ও ফেনী নদীর পানিন্টন, দুদেশের সহযোগিতা এবং সীমানা চিহ্নিতকরণ চুক্তি৷

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপুমনিছবি: DW

তিনি জানান এর বাইরে ট্রানজিটসহ আরো বেশকিছু বিষয়ে সমঝোতা স্মারক সই হবে৷ ট্রানজিট নিয়ে নতুন কোন চুক্তি হবেনা৷

পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপুমনি তিনটি চুক্তির কথা জানিয়ে বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়াতে ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট পুরো অঞ্চলের উন্নয়নে ভূমিকা রাখবে৷আর তিস্তা ও ফেনী নদীর পানিবন্টন চুক্তি হবে অর্ন্তবর্তীকালীন৷ সীমানা চিহ্নিতকরণ প্রটোকল স্বাক্ষরের মাধ্যমে অপদখলীয় ভূমি ও ছিটমহল সংক্রান্ত সমস্যার সামাধান হবে৷ তিনি বলেন এসব চুক্তি জনসম্মূখে প্রকাশ করা হবে৷

চুক্তির বাইরে বেশ কয়েকটি সমঝোতা স্মারক সই হবে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী৷ এগুলো হলো: ১.বাংলাদেশ-ভারতের বিদ্যমান রেলওয়ে চুক্তির আওতায় নেপালকে সংযুক্ত করা ২.নবায়ণযোগ্য জ্বালানি সংক্রান্ত সহযোগিতা ৩. বাংলাদেশ টেলিভিশন এবং দূরদর্শনের মধ্যে সহযোগিতা ৪. ঢাকা ও দিল্লি বিশ্ববিদ্যালয়ের মধ্যে সহযোগিতা এবং ৫. সুন্দরবন রক্ষায় দু'দেশ একযোগে কাজ করা৷

ডা. দীপুমনি জানান, ভারতের সঙ্গে ট্রানজিট নিয়ে নতুন কোনো চুক্তি হবেনা৷১৯৭২ এবং ১৯৮০ সালের চুক্তির রূপরেখা অনুযায়ী দু'দেশের স্বার্থের কথা মাথায় রেখে ট্রনাজিটের আধুনিকায়ন সংক্রান্ত একটি লেটার অব এক্সচেঞ্জ বিনিময় হবে৷

পররাষ্ট্রমন্ত্রী জানান, ইন্দিরা-মুজিব চুক্তি অনুযায়ী সীমানা চিহ্নিত হবে৷ স্বাধীনতার ৪০ বছর পরও এ চুক্তি বাস্তবায়ন না হওয়ায় তিনি বিএনপি'র সমালেচনা করেন৷

এদিকে ড. মনমোহন সিং-এর সফরসঙ্গী হিসেবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ঢাকায় আসার কথা থাকলেও শেষ পর্যন্ত তিনি আসছেন না বলে জানা গেছে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: জাহিদুল হক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ