1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মনমোহনের বাংলাদেশ সফরের সময় গুরুত্বপূর্ণ ঘোষণা

৮ মে ২০১১

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশত জন্মবার্ষিকী আজ রবিবার৷ এ বিষয়ে অধিকাংশ পত্রিকাতেই একের অধিক খবর ছাপা হয়েছে৷

ভারতের প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংছবি: picture-alliance/Bildfunk

এ ব্যাপারে এগিয়ে আছে কালের কণ্ঠ৷ তারা কবিগুরুকে নিয়ে সুনীল গঙ্গোপাধ্যায়ের একটি লেখা প্রধান প্রতিবেদন করেছে৷ এর পরেই রয়েছে হুমায়ূন আহমেদ'এর একটি লেখা৷ আর সঙ্গে রয়েছে ভারতে গতকাল থেকে শুরু হওয়া অনুষ্ঠানমালার খবর৷ যেখানে উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং ও বাংলাদেশের পক্ষ থেকে পরিকল্পনামন্ত্রীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল৷ প্রধানমন্ত্রী শেখ হাসিনা তুরস্ক সফরে যাওয়ায় ভারতে যেতে পারেন নি বলে জানিয়েছে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম৷

মনমোহনের বাংলাদেশ সফর

রবীন্দ্রনাথকে নিয়ে ভারতে আয়োজিত অনুষ্ঠান উপলক্ষ্যে বাংলাদেশের একদল সাংবাদিক এখন ভারত সফর করছেন৷ তাঁরা গতকাল অর্থমন্ত্রী প্রণব মুখার্জির সঙ্গে আলোচনা করেছেন৷ তিনি বললেন, চলতি বছর প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংয়ের বাংলাদেশ সফরের সময় বেশকিছু গুরুত্বপূর্ণ ঘোষণা দেয়ার পরিকল্পনা করছে ভারত৷ তিস্তার পানি বণ্টন ও সীমান্ত ইস্যু সহ দুই দেশের মধ্যে দীর্ঘদিন ধরে চলে আসা বিভিন্ন অমীমাংসিত বিষয়ে এসব ঘোষণা আসবে বলে অর্থমন্ত্রী জানিয়েছেন৷ সমকালে রয়েছে খবরটি৷ এছাড়া তিনি বলেন, ট্রানজিট হলে বাংলাদেশে ভারতের বিনিয়োগ বাড়বে৷ ফলে ব্যবসাও বাড়বে৷ এতে করে দু'দেশের মধ্যে যে ব্যাপক বাণিজ্য বৈষম্য রয়েছে সেটা কমবে৷ প্রণব মুখার্জি বলেন, ভারতের বিভিন্ন রাজ্যে নির্বাচন ও অন্যান্য কিছু কারণে মনমোহনের বাংলাদেশ সফর বিলম্বিত হচ্ছে৷ ডেইলি স্টার দিয়েছে এই খবরটি৷

ড. ইউনূসের বিবৃতি

সুপ্রিম কোর্টের রায়ের পর গতকাল একটি বিবৃতি দিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস৷ সেটাতে গ্রামীণ ব্যাংকের মতো প্রতিষ্ঠান ভবিষ্যতে রাজনৈতিক প্রভাবের বাইরে থাকতে পারবে কি না তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন৷ তিনি বলেন ব্যাংকটির সঙ্গে জড়িয়ে আছে চার কোটি গরিব মানুষের ভাগ্য, দ্বন্দ্বের আবহাওয়ায় নেতৃত্বে পরিবর্তন মঙ্গলজনক হবে না, ৪০ বছরের মূল্যবান অর্জনগুলো ধরে রাখতে হবে, এটা গরিব মহিলাদের মালিকানার ব্যাংক৷ বিডিনিউজের আজকের প্রধান প্রতিবেদনটি ইউনূসের এই বিবৃতির বিষয়টিই৷ এছাড়া অন্যান্য পত্রিকাতেও খবরটি গুরুত্ব দিয়ে ছাপা হয়েছে৷

গ্রন্থনা: জাহিদুল হক

সম্পাদনা: হোসাইন আব্দুল হাই

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ