1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মনমোহনের সঙ্গে জয়ললিতার বৈঠক

১৪ জুন ২০১১

তামিলনাড়ুর নবনির্বাচিত মুখ্যমন্ত্রী জয়ললিতা নতুনদিল্লিতে প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং-এর সঙ্গে এক বৈঠকে রাজ্য ও জাতীয় স্তরের বিভিন্ন ইস্যু নিয়ে সরকারের অবস্থান স্পষ্ট করে তোলেন৷ শর্তাধীনে খোলা রাখেন রাজনৈতিক সমীকরণের পথ৷

তামিলনাড়ুর মুখমন্ত্রী জয়ললিতাছবি: AP

তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী এআইএডিএমকে দলের নেত্রী জয়ললিতার নতুন দিল্লি সফর নিয়ে রাজনৈতিক মহলে চলছিল জোর জল্পনা৷ আজ সকালে প্রধানমন্ত্রী ড.মনমোহন সিং-এর সঙ্গে বৈঠকের পর জয়ললিতা এক সংবাদ সম্মেলনে নতুন রাজনৈতিক সমীকরণ এবং কেন্দ্রে কংগ্রেস জোট সরকারে যোগ দেবার সম্ভাবনা সম্পর্কে বলেন, সাত মাস আগে তিনি সমর্থনের যেকথা বলেছিলেন তখন পরিস্থিতি ছিল অন্য৷ কিন্ত এখনো পর্যন্ত ডিএমকে কেন্দ্রে কংগ্রেসের জোট সরকারের শরিক দল৷ কাজেই এক্ষেত্রে এআইএডিএমকের সমর্থনের প্রশ্ন উঠছেনা৷ ডিএমকের সঙ্গে আঁতাত ছিন্ন করে যদি কেউ তাঁর সমর্থন চায়, তাহলে বিবেচনা করা যেতে পারে৷ তবে সেরকম কোন প্রস্তাব আসেনি৷

জয়ললিতা বলেন, কংগ্রেস-ডিএমকে জোট অটুট থাকায় কংগ্রেস সভানেত্রী হিসেবে সোনিয়া গান্ধীর সঙ্গে সাক্ষাৎ করাটা সঙ্গত হবেনা৷ দুর্নীতি ইস্যুতে তিনি মনে করেন, গোটা দেশের মানুষ দুর্নীতি নিয়ে উদ্বিগ্ন৷ সুপ্রিম কোর্ট গোটা বিষয়টার দিকে নজর রাখছেন, সেটাই স্বস্তির কারণ৷ তিনি বলেন, দুর্নীতির দায়ে কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী দয়ানিধি মারানের ইস্তফা দেয়া উচিত৷ নাহলে প্রধানমন্ত্রীর উচিত তাঁকে বরখাস্ত করা৷ উল্লেখ্য, দয়ানিধি মারান যখন টেলিকমমন্ত্রী ছিলেন তখন তিনি টু-জি স্পেকট্রাম বন্টনে তাঁর পারিবারিক সংস্থাকে সুবিধা পাইয়ে দিয়েছিলেন এমনটাই অভিযোগ৷ গত সংসদীয় নির্বাচনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পি.চিদাম্বরম ভোটে কারচুপি করে জিতেছিলেন বলেও অভিযোগ করেন জয়ললিতা৷

ড. মনমোহন সিংছবি: UNI

শ্রীলঙ্কার তামিল ইস্যু, তামিল মৎসজীবীদের ওপর শ্রীলঙ্কা নৌসেনাদের ধরপাকড়, তামিলনাড়ু সংলগ্ন কচ্ছতিভু দ্বীপ শ্রীলঙ্কাকে হস্তান্তরিত করা এবং রাজ্যের উন্নয়ন প্রকল্প প্রভৃতি বিষয় নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর ইতিবাচক আলোচনা হয়৷ সুপ্রিম কোর্টের রায় অনুসারে ভারতের কোন ভূখণ্ড অন্য দেশকে হস্তান্তরিত করাতে সংসদের উভয় সভার অনুমোদন লাগে৷ ১৯৬০ সালে জহরলাল নেহেরুর আমলে পশ্চিমবঙ্গের বেরুবাড়ি তৎকালীন পূর্ব পাকিস্তানকে হস্তান্তরিত করতে গেলে পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী বিধান রায় সুপ্রিম কোর্টে মামলা করলে শীর্ষ আদালত হস্তান্তরকরণের চেষ্টা নাকচ করে দেন৷ সেই রায় এক্ষেত্রেও প্রযোজ্য বলে জয়ললিতা উল্লেখ করেন৷ শ্রীলঙ্কার তামিলদের পুনর্বাসন নিয়ে কথা বলতে রাজ্যের তামিল প্রতিনিধিদের সেদেশে পাঠানোর ব্যবস্থা করার জন্য প্রধানমন্ত্রীকে তিনি অনুরোধ করেন৷ এখনো বহু তামিল পরিবারের পুনর্বাসন হয়নি৷ তাঁরা নানা অবিচারের শিকার হচ্ছে, অভিযোগ করেন তামিলনাডুর মুখ্যমন্ত্রী জয়ললিতা৷

প্রতিবেদন: অনিল চট্টোপাধ্যায়, নতুন দিল্লি

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ