1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মনমোহনের সফরকালে প্রয়োজন আস্থা তৈরি করা: রেহমান সোবহান

৩ সেপ্টেম্বর ২০১১

ট্রানজিটের ব্যাপারে বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রীদের মধ্যে রাজনৈতিক ঐক্য হলেও বাস্তবে তা কার্যকর করার ক্ষেত্রে এখনো অনেক কাজ বাকি৷

ড. মনমোহন সিংছবি: UNI

আর ড. মনমোহন সিংয়ের ঢাকা সফরে যদি দু'দেশের মধ্যে আস্থার সম্পর্ক গড়ে ওঠে তাই হবে সবচেয়ে বড় লাভ - এমন মূল্যায়ন বিশ্লেষকদের৷

ট্রানজিট নিয়ে সরকারের যে কমিটি করা হয়েছে তার প্রধান হলেন বাংলাদেশ ট্যারিফ কমিশনের চেয়য়ারম্যান ড.মজিবর রহমান৷ তিনি ডয়চে ভেলেকে জানান, ট্রানজিটের ব্যাপারে রাজনৈতিক সিদ্ধান্ত হয়েছে৷ কিন্তু তা বাস্তবে কার্যকর করতে অনেক কাজই বাকি৷ অবকাঠামো থেকে শুরু করে আইনি কাঠামো, ফি নির্ধারন, জাতীয় নিরাপত্তা, ট্রানজিট না ট্রান্সশিপমেন্ট সব কিছু নিয়েই কাজ চলছে৷

তবে দেশের খ্যাতিমান অর্থনীতিবিদ অধ্যাপক রেহমান সোববহান মনে করেন, ড. মনমোহন সিংয়ের ঢাকা সফরে অর্থনৈতিক লাভের চেয়ে দুই দেশের মধ্যে ঐক্য সুদৃঢ় করার দিকেই সব পক্ষকে নজর দিতে হবে৷ আর তা করতে পারলে সীমান্ত সমস্যা, পানিবন্টন, ট্রানজিট এগুলো নিয়ে কোন সমস্যা হবেনা৷ প্রয়োজন আস্থার সম্পর্ক তৈরি করা৷

রেহমান সোবহানের মতে ভারতের সঙ্গে বাংলাদেশের যে আস্থার সংকট, তার জন্য বাইরের চেয়ে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক আবহাওয়াই বেশি দায়ী৷

মনমোহন সিং দু'দিনের সফরে ঢাকা আসছেন ৬ই সেপ্টেম্বর৷ তার সফরকে সামনে রেখে ঢাকা এখন পুরোপুরি প্রস্তুত৷ আর এই সফরে বাংলাদেশের মানুষ ট্রানজিট, অভিন্ন নদীর পানিবন্টন এবং সীমান্ত সমস্যা নিয়ে চায়ের কাপে ঝড় তুলছেন৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ