1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মনমোহনের সফর ‘খাজনার চেয়ে বাজনা বেশি': ইমতিয়াজ

৭ সেপ্টেম্বর ২০১১

ভারতের প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফরে ট্রানজিট বা পানিবন্টন নিয়ে কোনো চুক্তি হয়নি৷ এই বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইমতিয়াজ আহমেদের কাছে প্রতিক্রিয়া জানতে চেয়েছিলেন সহকর্মী জাহিদুল হক৷ তিনি বললেন....

ঢাকায় শেখা হাসিনা ও মনমোহন সিংছবি: dapd

এখন পর্যন্ত মনে হচ্ছে খাজনার চেয়ে বাজনা বেশি৷ যে ধরণের চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে তাতে এত বড় আয়োজনের প্রয়োজন ছিল বলে মনে করেন না তিনি৷

ইমতিয়াজ বলেন, এই ব্যর্থতার জন্য বাংলাদেশে তো বটেই ভারত ও দক্ষিণ এশিয়ার বাইরেও সমালোচনা হবে৷ তিনি বলেন, এই সফরের মাধ্যমে ভারতের নীতিনির্ধারকদের মধ্যে একটা মৌলিক পরিবর্তনের যে আশা করা হয়েছিল সেটা শেষ পর্যন্ত দেখা গেলনা৷ এমনকি পশ্চিমবঙ্গে যে সরকার এসেছে তারাও দীর্ঘমেয়াদি সুফলের কথা ভাবলেন না৷

এই আন্তর্জাতিক বিষয়ের বিশেষজ্ঞ মনে করেন, সফরের মাধ্যমে বাংলাদেশ-ভারত সম্পর্কে নতুন মোড় নেয়ার যে সুযোগ ছিল সেটা এবার হলো না৷ তবে ভবিষ্যতে এক্ষেত্রে পরিবর্তন আসতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি৷

ইমতিয়াজ বলেন, বিশ্বায়নের কারণে অনেকেই মনে করেছিলেন যে ভারতের মনোভাবের পরিবর্তন হচ্ছে৷ কিন্তু এখন দেখা যাচ্ছে সেটা ঠিক নয়৷ তিনি মনে করেন এটা পুরো দক্ষিণ এশিয়ারই একটা সমস্যা৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ