1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মনমোহন, মেসির ঢাকা সফর: নিরাপত্তা নিয়ে আলোচনা

৪ সেপ্টেম্বর ২০১১

আর একদিন পর ৬ই সেপ্টেম্বর বাংলাদেশে দুই দিনের সফরে আসছেন ভারতের প্রধানমন্ত্রী ড. মনমোহন৷ আর ঐদিনই ঢাকার মাঠে খেলবে আর্জেন্টিনা এবং নাইজেরিয়ার ফুটবল টিম৷

ছবি: DPA

ফলে বাংলাদেশের আইন শৃংখলা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে৷ স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন নিরাপত্তা ব্যবস্থায় কোনো ফাঁক নেই৷

আজ রবিবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মনমোহন সিং-এর বাংলাদেশ সফরের সময় নেয়া নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করা হয়৷ বৈঠকে পুলিশ এবং গোয়েন্দা সংস্থার শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন৷ পর্যালোচনা বৈঠকে উঠে আসে ঢাকায় আর্জেন্টিনা এবং নাইজেরিয়ার ফুটবল ম্যাচের নিরাপত্তার বিষয়টিও৷

বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন জানান, সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে৷ সারাদেশে আইন-শৃংখলা বাহিনীকে রাখা হয়েছে সতর্ক অবস্থায়৷

আর পুলিশের আইজি হাসান মাহমুদ খন্দকার জানিয়েছেন, পুলিশ এবং গোয়েন্দা সংস্থার সদস্যদের সমন্বয়ে নিরাপত্তা জাল তৈরি করা হয়েছে৷ তারা সুনির্দিষ্ট নিরাপত্তা কর্মসূচি অনুসরণ করে কাজ করছেন৷

এদিকে ঢাকা মহানগর পুলিশ কমিশনার বেনজীর আহমেদ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং-এর নিরাপত্তার দায়িত্বে রয়েছে স্পেশাল সিকিউরিটি ফোর্স৷ তাদের চাহিদা অনুযায়ী মহানগর পুলিশ রাজধানীর নিরাপত্তা পরিকল্পনা তৈরি করেছে৷

মনমোহন সিং-এর ঢাকা সফরের আগে তাঁর নিরাপত্তা উপদেষ্টা শিব শংকর মেনন দু'বার ঢাকা সফর করেছেন৷ সর্বশেষ শনিবার তিনি ঢাকা সফর করেন৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: জাহিদুল হক

 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ