1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মনমোহন সরকারকে উইকিলিকস-এর কোমরভাঙ্গা ধাক্কা

১৭ মার্চ ২০১১

২০০৮সালে আস্থাভোট হাসিল করতে টাকা দিয়ে সাংসদদের ভোট কিনেছিল তৎকালীন কংগ্রেস সরকার এই মর্মে উইকিলিকস তথ্য ফাঁস করায় তা নিয়ে আজ সংসদ উত্তাল হয়ে ওঠে৷ বিরোধীপক্ষ সরকারের পদত্যাগ দাবি করে৷

উইকিলিকসছবি: dpa

ভারত-মার্কিন অসামরিক পরমাণু চুক্তি নিয়ে ২০০৮ সালে বামদল সরকারের ওপর থেকে সমর্থন তুলে নিলে তৎকালীন মনমোহন সিং-এর কংগ্রেস জোট সরকারকে সংসদের আস্থা ভোট নিতে হয়৷ সেজন্য কিছু সাংসদের ভোট পেতে তাঁদের ঘুষ দেয়া হয়৷ এমনটাই নাকি নতুনদিল্লির মার্কিন দূতাবাসের এক কর্মীকে বলেছিলেন কংগ্রেস নেতা সতীশ শর্মার রাজনৈতিক সচিব নচিকেতা কাপূর৷ এই মর্মে মার্কিন দূতাবাস ও তার সরকারের মধ্যে যে কূটনৈতিক প্রক্রিয়ায় বার্তা বিনিময় হয়েছিল, উইকিলিকস তা ফাঁস করে দিলে তা নিয়ে আজ সংসদের উভয়সভা উত্তাল হয়ে ওঠে৷ বিরোধীপক্ষ একযোগে মনমোহন সিং সকারের পদত্যাগ দাবি করেন৷ বামদল এবিষয়ে প্রধানমন্ত্রীর বিবৃতিও চায়৷

সতীশ শর্মা এবং নচিকেতা কাপূর অভিযোগ অস্বীকার করেন৷ টাকা দিয়ে যে-তিনজন সাংসদের ভোট কেনা হয়েছিল বলে অভিযোগ, তাঁরা ছিলেন অজিত সিং-এর আরএলডি দলের৷ অজিত সিং এই অভিযোগ খারিজ করে বলেন,তাঁর দলের সাংসদরা সরকারের বিপক্ষেই ভোট দিয়েছিলেন৷

সরকারের পক্ষে বক্তব্য রেখে অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায় বলেন, আগের চতুর্দশ সংসদে যা হয়েছিল এখনকার পঞ্চদশ সংসদে তা নিয়ে আলোচনা সম্ভব নয়৷ দ্বিতীয়ত, মার্কিন দূতাবাস ও তার সরকারের মধ্যে কী বার্তা বিনিময় হয়েছিল কূটনৈতিক রক্ষাকবচের দরুণ তা সরকার পেতে পারেনা৷ তৃতীয়ত,উইকিলিকস-এর তথ্য দেশের কোন আদালতে আইনি নথি হিসেবে গ্রাহ্য হয়না৷

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, একের পর এক কেলেঙ্কারিতে মনমোহন সিং সরকার যেভাবে ধাক্কা খাচ্ছে তাতে উইকিলিকস তথ্য ফাঁস হওয়াটা যেন কোমরভাঙ্গা ধাক্কা৷

অন্যদিকে, টু-জি স্পেকট্রাম কেলেঙ্কারির প্রধান আসামি প্রাক্তন টেলিকমমন্ত্রী এ.রাজার সহযোগী সাদিক বাটছা গতকাল আত্মহত্যা করেন৷ টেলিকম কেলেঙ্কারিতে তাঁরও নাকি বড় ভূমিকা ছিল বলে তদন্তকারী এজেন্সির সন্দেহ৷ রাজার হয়ে তিনিই নাকি কাজ করতেন৷ বাটছাকে এনিয়ে কয়েকবার জেরা করা হয়৷তাঁর অফিস ও বাড়িতে হানা দেয় তদন্ত সংস্থা৷ অনুমান, তদন্তের মোড় ঘুরিয়ে দিতেই নাকি তিনি আত্মহত্যা করেছেন৷

প্রতিবেদন: অনিল চট্টোপাধ্যায়, নতুনদিল্লি

সম্পাদনা: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ