1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ফিরে আসবে শুমাখার

১৮ জানুয়ারি ২০১৪

মিশায়েল শুমাখার এখনো জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে৷ তবে তাঁর ভক্তদের কিছুটা হলেও আশ্বস্ত করবে এফআইএ-র প্রধান জঁ টট-এর কথা৷ তিনি মনে করেন, মনের জোরেই ফিরে আসবেন শুমাখার৷

Michael Schumacher Ski-Unfall
ছবি: Getty Images

কয়েকদিন আগে ফ্রেঞ্চ আল্পসে স্কি করতে গিয়ে পা হড়কে পড়ে যাওয়ায় মাথায় ভয়ংকর চোট পান ‘শুমি'৷ সেই থেকে তাঁর চিকিৎসা চলছে গ্রেনবেল হাসপাতালে৷ হাসপাতালে নেয়ার পর অবস্থার দ্রুত অবনতি হয় তাঁর৷ শারীরিক অবস্থা পরীক্ষা করে দেখার জন্য সুবিখ্যাত নিউরোসার্জন জেরাঁ সাইয়োঁ প্যারিস থেকে আসার পরপরই অচেতন হয়ে যান শুমাখার৷ হাসপাতাল কর্তৃপক্ষের দেয়া তথ্য অনুযায়ী, সে অবস্থাতেই শুমাখারের মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়৷ এরপর তাঁর ব্রেনের ‘প্রেসার' কমানোর জন্য শুমাখারকে ওষুধ দিয়ে কোমায় রাখা হয়৷ ডাক্তাররা বলছেন, তাঁর অবস্থা এখনো আশঙ্কাজনক, তবে স্থিতিশীল৷

এই স্থিতিশীলতার মানে হলো, শুমাখারের অবস্থার আর অবনতি হচ্ছে না৷ কিন্তু উন্নতির খবরও তো পাওয়া যাচ্ছে না৷ তাই বিশ্বজুড়ে অসংখ্য ভক্ত এখনো মহাদুশ্চিন্তায়৷ তবে ফর্মুলা ওয়ানের সর্বোচ্চ সংস্থা ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ অটোমোবাইল (এফআইএ)-এর প্রধান জঁ টট মনে করেন, ‘শুমি' ফিরে আসবেন৷ শুমাখার যখন ফেরারির ড্রাইভার ছিলেন তখন লম্বা একটা সময় তাঁকে খুব কাছ থেকে দেখেছেন টট৷ সেই অভিজ্ঞতা থেমে শুক্রবার তিনি বলেছেন, ‘‘মিশায়েল ফিরে আসবে, কারণ ও একজন জাত যোদ্ধা৷ ওর মানসিক শক্তি, সাহস আর লেগে থাকার ক্ষমতা সম্পর্কে ভালো ধারণা আছে আমার৷''

অনেকের মতে ফর্মুলা ওয়ান ইতিহাসের সেরা তারকা মিশায়েল শুমাখার সাতটি ড্রাইভার শিরোপার পাশাপাশি জিতেছেন ৯১টি গ্রঁ প্রিঁ শিরোপা৷ সাতটি ড্রাইভার শিরোপার পাঁচটি জেতার সময় শুমাখারের সঙ্গে কাজ করেছেন জঁ টট৷ ২০০০ থেকে ২০০৪ – ওই সময়টায় ফর্মুলা ওয়ানের জার্মান তারকা ‘শুমি' ছিলেন ফেরারির ড্রাইভার আর টট ছিলেন ফেরারি দলের কর্মকর্তা৷ ২০০৯ সাল থেকে ফ্রান্সের নাগরিক টট এফআইএ-র প্রধান৷

এসিবি/ডিজি (ডিপিএ, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ