1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘এটা একটা সেকেন্ড শাহবাগ’

১৫ ফেব্রুয়ারি ২০১৩

শাহবাগ এখন সর্বত্র৷ সর্বত্র বলতে দুনিয়ার যেখানেই বাংলাদেশিরা আছেন, বাঙালিদের বাস৷ কাজেই লন্ডন শহর যে বাদ যাবে না, সেটা স্বাভাবিক৷ তবে আন্দোলনের বিরোধীরাও রয়েছে৷ তফাতটা এই যে, তারা তুর্কি থেকে সোমালি, সব কিছু হতে পারে৷

ছবি: Rajib Ahmed

কথাটা বলছিলেন লন্ডনবাসী বাংলাদেশি, ‘আমার ব্লগ'এর প্রতিষ্ঠাতা সদস্য সুশান্ত দাশগুপ্ত৷ গোড়ায় তিনি অবশ্য বললেন, ‘‘লন্ডনে, মনে করেন, এটা একটা সেকেন্ড শাহবাগ৷'' লন্ডনে বহু বাংলাদেশির বাস৷ তাদের অধিকাংশই শাহবাগের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন, বললেন সুশান্ত, ‘‘এক জামাতি বাদ দিলে৷'' এবং শাহবাগের সঙ্গে মিল রেখেই তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন৷ লন্ডনে বাংলাদেশিদের যে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন আছে, তারা নিজের নিজের মতো কর্মসূচি চালিয়ে যাচ্ছে৷

বিগত ৮ই জানুয়ারি আলতাব আলী পার্কের ভাষা শহীদ মিনার প্রাঙ্গণের সমাবেশে জামায়াত সমর্থকদের নিয়ে গোলযোগের কথা বললেন সুশান্ত৷ দৃশ্যত জামাত আগেভাগেই সমাবেশ করার অনুমতি নিয়ে বসে ছিল, যে কারণে বাকিরা সেখানে পৌঁছলে পুলিশ তাদের জানায়, তারা এখানে সমাবেশ করতে পারবে না৷ বিরোধ ও উত্তেজনার শুরু সেখান থেকেই৷ এবং সে'যাবৎ প্রত্যেকটি ক্ষেত্রে ও প্রত্যেকটি স্থানে একই কৌশল অবলম্বন করছে যুদ্ধাপরাধীদের বিচারের বিরোধীরা, জানালেন সুশান্ত দাশগুপ্ত৷

মঙ্গলবার ঐ আলতাব আলী পার্কের সামনেই তিন মিনিটের নীরবতা পালনের প্রচেষ্টায় তাদের ব্যাঘাত দেয় জামাত সমর্থক এবং যুক্তরাজ্যে ‘বর্ন অ্যান্ড ব্রট আপ' কিছু ছেলেরা, যারা সব সময়ে কাছাকাছিই থাকে৷ এই হল সুশান্তর বিবরণ৷ তারা নাকি ‘‘বিভিন্নভাবে মেসেজ দিচ্ছে, ইমেল দিচ্ছে, তোমাকে আমি দেখে নেব৷'' এই ভাবেই উত্তেজনা ক্রমেই বেড়ে চলেছে৷ বিরোধ শেষ অবধি সংঘর্ষের রূপ ধারণ করার ‘‘খুবই সম্ভাবনা আছে'', বললেন সুশান্ত দাশগুপ্ত৷ বিশেষ করে একুশে ফেব্রুয়ারি ঐ আলতাব আলী পার্কেই জমায়েত হবেন তারা – এবং জামাত ও তাদের সহচররা বাধা দিতে এলে, তারা সে বাধা মানবেন না, বলে ঘোষণা করলেন সুশান্ত৷ কাজেই সেদিন সংঘর্ষের বিশেষ আশঙ্কা থাকবে৷

বলতে কি, সুশান্তর মতো ‘অ্যাক্টিভিস্টরা' যে যার নিজের মতো করে পুলিশকে জানিয়েছেন তাদের প্রতি হুমকির কথা৷ পুলিশ দৃশ্যত বলেছে, তারা পরিস্থিতির উপর নজর রাখছে এবং পুলিশ মোতায়েন আছে৷

যুদ্ধাপরাধের বিচার বিরোধী এই মানুষগুলি কারা, এ'প্রশ্নের জবাবে সুশান্ত বলেন, অবশ্যই জামায়াতি ইসলামির সমর্থক, যারা বাংলাদেশি৷ সেই সঙ্গে এই দেশে জন্ম কিছু তরুণ-কিশোর, যারা ‘‘একদম ব্রেনওয়াশড৷'' তাদের বোঝানো হয়েছে, ‘‘সাঈদি'র বিরুদ্ধে যারা, তারা সবাই কাফের, তারা হিন্দু এবং তারা ইসলাম ধর্মের বিরোধী''৷

যুক্তরাজ্যে জন্ম এবং যুক্তরাজ্যে পালিত এই বিপক্ষ গোষ্ঠীতে শুধু বাংলাদেশি ও পাকিস্তানিরাই নয়, সেই সঙ্গে ‘‘ইরান আছে, ইরাক আছে, সৌদি আরব আছে, দুবাই আছে; বিশেষ করে তুরস্কের ছেলেমেয়ে আছে কিছু; তারপরে সোমালি৷'' এদের সকলেরই জন্ম যুক্তরাজ্যে, সেখানেই বড় হয়েছে৷ তারা বাংলাদেশের ইতিহাস সম্পর্কে কিছু জানে না৷ ‘‘শুক্রবারে তারা কিন্তু আমাদের ছেলেমেয়েদের জিজ্ঞাসা করছিল, ‘আর ইউ হিন্দু? আর ইউ কাফির? হোয়াই আর ইউ হিয়ার?''

সাক্ষাৎকার: অরুণ শঙ্কর চৌধুরী
সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ