1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

দায়ী, তবে যুদ্ধ চাই না: ট্রাম্প

১৭ সেপ্টেম্বর ২০১৯

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, শনিবার সৌদি আরবের দুটি তেল প্রক্রিয়াজাতকরণ স্থাপনায় হামলার জন্য ইরান দায়ী বলে মনে হচ্ছে৷ তবে তিনি যুদ্ধে যেতে চান না বলেও জানিয়ে দিয়েছেন৷

Donald Trump
ছবি: Getty Images/AFP/J. Watson

 

ঐ হামলার জন্য ইরান দায়ী কিনা, তা তদন্ত করে দেখছে যুক্তরাষ্ট্র৷ তবে ‘এই মুহূর্তে সেটিই মনে হচ্ছে' বলে মন্তব্য করেন ট্রাম্প৷

রোববার ট্রাম্প যুক্তরাষ্ট্রের যুদ্ধের জন্য প্রস্তুত থাকার আভাস দিয়েছিলেন৷ সোমবার তিনি জানান, যুদ্ধে যেতে তাঁর ‘তাড়াহুড়া নেই'৷ ‘‘আমি এমন একজন মানুষ যে যুদ্ধ করতে পছন্দ করে না,'' বলেন তিনি৷

এদিকে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও ও জ্বালানিমন্ত্রী রিক পেরি ইতিমধ্যে হামলার জন্য ইরানকে দায়ী করেছেন৷

ইরান এসব অভিযোগ অস্বীকার করেছে৷

সৌদি আরব বলছে, হামলায় ‘ইরানের অস্ত্র' ব্যবহৃত হয়েছে৷ তবে হামলার জন্য ইরান দায়ী কিনা, তা সরাসরি বলেনি৷

ইয়েমেনের হুতি বিদ্রোহীরা হামলার দায় স্বীকার করেছে৷ উল্লেখ্য, হুতিরা ইরানের সহায়তা পেয়ে থাকে৷

ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেন, হুতি আন্দোলনের বিরুদ্ধে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের হামলার প্রতিশোধ নিতে ‘ইয়েমেনের মানুষরা' সৌদি আরবে হামলা করেছে৷

‘যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয়'

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলি খামেনেই যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনার সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন৷ তিনি বলেন, ‘‘ইরানের বিরুদ্ধে ‘সর্বোচ্চ চাপ' প্রয়োগের নীতি মূল্যহীন৷ ইরানের কর্মকর্তারা বিশ্বাস করেন না যে, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হবে৷''

আগামী সপ্তাহে নিউইয়র্কে শুরু হতে যাওয়া জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের সময় ইরানের প্রেসিডেন্টে হাসান রুহানির সঙ্গে আলোচনা হতে পারে বলে মন্তব্য করেছিলেন ডনাল্ড ট্রাম্প৷ তাঁর এই বক্তব্যের প্রেক্ষিতে ইরানের সর্বোচ্চ নেতা জানিয়ে দিলেন যে, তা সম্ভব নয়৷

ডনাল্ড ট্রাম্প ইরান চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেয়ার পর থেকে দুই দেশের মধ্যে উত্তেজনা চলছে৷ চুক্তি থেকে বের হয়ে যাওয়া ছাড়াও ইরানের উপর একের পর এক নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র৷ এর প্রতিক্রিয়ায় ইরানও একের পর এক চুক্তি ভঙ্গের কাজ করে চলেছে৷

এভাবে ইরানের উপর ‘সর্বোচ্চ চাপ' প্রয়োগ করে দেশটির সঙ্গে নতুন করে চুক্তি করতে চান ট্রাম্প৷

জেডএইচ/কেএম (রয়টার্স, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ