1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মনোনয়ন প্রত্যাহার নিয়েও ব্যাপক সহিংসতা পশ্চিমবঙ্গে

১৯ জুন ২০২৩

পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনে মনোনয়ন প্রত্যাহারকে ঘিরেও চলছে ব্যাপক সহিংসতা।

ভাঙড়ে মনোনয়নপত্র পেশের সময় সহিংসতার চিহ্ন এই পোড়া গাড়িগুলি।
ভাঙড়ে মনোনয়নপত্র পেশের সময় সহিংসতার চিহ্ন এই পোড়া গাড়িগুলি।ছবি: Subrata Goswami/DW

কোথাও বোমাবাজি, কোথাও মারধর, কোথায় বাড়ি গিয়ে হুমকি, অপহরণের চেষ্টা, কোথাও ভাঙচুর-- রাজ্যজুড়ে মনোনয়নপত্র প্রত্যাহার করা নিয়ে এরকমই সহিংসতা চলছে বলে অভিযোগ করলো বিরোধাীরা। রাজভবনে পিসরুমে সমানে ফোন বেজে চলেছে। বিরোধী নেতা, প্রার্থীরা সমানে সহিংসতার অভিযোগ জানাচ্ছেন।

মনোনয়নপর্বে প্রবল হিংসা দেখেছে পশ্চিমবঙ্গ। ভাঙড়, ক্যানিং, বড়শুল, চোপড়া, ইন্দাস-সহ বিভিন্ন জায়গায় মুড়ি-মুড়কির মতো বোমা পড়েছে, গুলি চলেছে। বাঁশ, লাঠি দিয়ে মারা হয়েছে মনোনয়ন পেশ করতে যাওয়া মানুষকে। বিরোধীরা অভিযোগ করেছে, তারা এই সন্ত্রাসের জন্য বিভিন্ন জায়গায় মনোনয়নপত্র জমা দিতে পারেননি।

সন্ত্রাস সেখানেই থামেনি। মনোনয়নপত্র প্রত্যাহার করানো নিয়ে চলছে আরেক প্রস্থ সহিংসতা। রঘুনাথগঞ্জে দুই নম্বর ব্লকে জোট প্রার্থীদের বাড়ি ভাঙচুর করা হয়েছে। অস্ত্র দিয়ে তাদের ভয় দেখানো হয়েছে। বেশ কয়েকটি বাড়িতে ঢুকে অবাধে ভাঙচুর করা হয়েছে। অভিযোগের আঙুল তৃণমূলের দিকে।

কামারপুকুরে সিপিএম নেতার বাড়িতে রাতে বোমাবাজি হয়েছে। অভিযোগ, রায়নার সিপিএম প্রার্থীকে মনোনয়ন প্রত্যাহার করার জন্য ফোনে হুমকি দিয়েছেন তৃণমূল সভাপতি। সেই অডিও ভাইরাল হয়েছে। কিন্তু সিপিএম প্রার্থী তাতে রাজি হননি। জলপাইগুড়ি সদরের সিপিএম প্রার্থী মাছবিক্রেতা গৌতম হালদারের স্ত্রী রাজশ্রী দালদারকে সমানে টেলিফোনে হুমকি দেয়া হচ্ছে মনোনয়নপত্র প্রত্যাহার করার জন্য।

তারকেশ্বরে বাম প্রার্থীদের হুমকি দেয়ার অভিযোগ উঠেছে। প্রার্থীদের বাড়িতে গিয়ে তৃণমূল এই হুমকি দিচ্ছে বলে অভিযোগ। পুলিশের কাছে অভিযোগও জানানো হয়েছে।

বিজেপি-র তরফ থেকে জানানো হয়েছে, ১৫০ জন প্রার্থী দলের সদরদপ্তরে আশ্রয় নিয়েছেন। রাজভবন ও মানবাধিকার কমিশনের কাছে বিজেপি মেল করে অভিযোগ করেছে, তাদের প্রার্থীদের সমানে ভয় দেখানো হচ্ছে ও হুমকি দেয়া হচ্ছে। বারবার বলা হচ্ছে, তারা যেন মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। কাটোয়ায় সিপিএম ও বাম প্রার্থীরা দলের অফিসে আশ্রয় নিয়েছেন।

দেগঙ্গার ফরোয়ার্ড ব্লক প্রার্থী বাটুল মণ্ডলকে বন্দুক দিয়ে ভয় দেখানোর পর তিনি মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন।

আনিসের দাদা সিপিএম প্রার্থী

আলিয়া বিশ্ববিদ্যালয়ের নিহত ছাত্রনেতা আনিস খানের দাদা সামসুদ্দিন এবার পঞ্চায়েতে সিপিএমের হয়ে লড়ছেন। সামসুদ্দিন বলেছেন, তারপর থেকে তাকে সমানে হুমকি দেয়া হচ্ছে।

দিলীপ কাকে ভোট দেবেন?

দিলীপ ঘোষের গ্রাম গোপীাবল্লভপুরের রুলিয়ানাতে তার কেন্দ্রেই প্রার্থী দিতে পারেনি বিজেপি। পঞ্চায়েতের ১৩টি কেন্দ্রের মধ্যে ১২টিতেই প্রার্থী দিয়েছে বিজেপি। ব্যতিক্রম শুধু দিলীপের কেন্দ্র।

মঙ্গলবার শুনানি

পঞ্চায়েতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা নিয়ে কলকাতা হাইকোর্টের নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গেছে রাজ্য সরকার ও রাজ্য নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্ট সেই মামলা গ্রহণ করেছে। মঙ্গলবার তার শুনানি হবে।

এর পাশাপাশি হাইকোর্টে রাজ্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে মামলা করেছেন বিরোধী নেতা শুভেন্দু অধিকারী ও কংগ্রেস নেতা এএইচ খান চৌধুরী। তাদের অভিযোগ, কেন্দ্রীয় বাহিনী মোতায়েন না করে রাজ্য নির্বাচন কমিশন আদালতের অবমাননা করেছে।

জিএইচ/এসজি(পিটিআই, টিভি৯)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ