1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মনোরঞ্জনের যুগে শিল্পকলা

৩০ মার্চ ২০১১

পপস্টারদের হৃদয়ের খবরাখবর থেকে শুরু করে সেলিব্রিটিদের নানা কেচ্ছা-কেলেঙ্কারি৷ তারই মধ্যে কোন এক আমলের হারিয়ে যাওয়া শিল্পীর এক কাঠের ভাষ্কর্য দুনিয়াটাকে সচকিত করে৷

পল গগাঁর স্বপ্নের তাহিতিছবি: Museo di Roma

গভীর রাতে সাংবাদিক সুলভ উদাসীনতা নিয়ে টিকারে এবং স্ক্রলে দেখি, মনোরঞ্জনের দুনিয়া ঠিক কি নিয়ে ব্যস্ত, নিউজমেকাররা জ্ঞানত কিংবা অজ্ঞাতসারে ঠিক কি ধরণের নিউজ সৃষ্টি করে যাচ্ছেন৷ সম্পূর্ণ নিরাসক্ত, নির্লিপ্ত চোখে পড়ি: মার্কিন পপ গায়িকা বিয়সেঁ নোলস তাঁর বাবাকে ম্যানেজার হিসেবে কিভাবে নোটিস দিয়েছেন৷ বাবা ম্যাথিউ নোলস বলেছেন, এ'টা হল বিয়সেঁ'র বড় হয়েওঠার লক্ষণ৷ অন্যদিকে তাঁর মেয়ে নাকি খুবই চালাক-চতুর এক বিজনেসউওম্যান৷ বলা দরকার, বিয়সেঁর বয়স ত্রিশ ছুঁতে চলেছে৷

বিয়সেঁ নোলসছবি: AP

ওদিকে শাকিরা টুইটারের মাধ্যমে স্বীকার করেছেন যে, স্পেনের বার্সেলোনা ফুটবল ক্লাবের খেলোয়াড় জেরা পিকে'র সঙ্গে তাঁর প্রেমের খবরটা নাকি সত্যি৷ শাকিরার বয়স ৩৪, পিকে'র ২৪৷

শাকিরাছবি: dapd

প্যারিস হিলটন শুধুমাত্র বিখ্যাত হওয়ার জন্যই বিখ্যাত৷ তিনি এবার বলেছেন, তাঁর এই খ্যাতির সিংহাসনটি কিম কার্ডাশিয়ান কিংবা সেরকম কোনো প্রতিদ্বন্দ্বীর কাছে খোয়ানোর আশঙ্কা তিনি করেন না৷ কেননা: ‘আমিই হলাম আসলটি, আমার মতো কেউ নেই৷'' - ওদিকে ব্রিটনি স্পীয়ার্সের সপ্তম এ্যালবাম ‘‘ফাম ফাতাল''-এর প্রকাশ অভিযানে এনরিকে ইগলেসিয়াস থাকবেন কিনা, তা' নিয়েই সকলের চিন্তা৷

ব্রিটনি স্পীয়ার্সছবি: AP

মার্কিন চিত্রপরিচালক উডি এ্যালেনের পরবর্তী ছবির নাম ‘‘মিডনাইট ইন প্যারিস'', মানে ‘প্যারিসে মধ্যরাত্রি'৷ ইন্টারনেটে সেই ছবির ট্রেলার দেখতে পাওয়া যাচ্ছে৷ এবং সেই ট্রেলারে যাঁকে ৩৫ সেকেন্ডের জন্য দেখতে পাওয়া যাচ্ছে, তিনি হলেন ফরাসি প্রেসিডেন্ট নিকোলা সারকোজির স্ত্রী কার্লা ব্রুনি-সারকোজি৷ - ওদিকে হলিউডের হার্টথ্রব জর্জ ক্লুনি এবং তাঁর ইটালীয় গার্লফ্রেন্ড এলিজাবেত্তা কানালিস'এর ডাক পড়ছে খোদ ইটালির প্রধানমন্ত্রী সিলভিও বার্লুস্কোনি'র সেক্স মামলায় সাক্ষী দেবার জন্য৷ বার্লুস্কোনির ১৭ বছরের সঙ্গিনী রুবা রুবাকুওরি নাকি বলেছে, বার্লুস্কোনির একটা পার্টিতে ক্লুনি এবং কানালিসও ছিলেন৷

কাজেই এ'সব শেষ করে যখন দেখি, উনবিংশ শতাব্দীর ফরাসি চিত্রকর পল গগাঁ'র নিজের হাতে কোঁদা মাত্র সাড়ে ন'ইঞ্চি উচ্চতার একটি কাঠের মূর্তি ৫০ বছর পরে আবার বাজারে এসেছে এবং সম্ভবত ১৫ মিলিয়ন ডলার মূল্যে বিক্রি হবে, তখন মনে হয়, মনুষ্য নামধারী জীবটি এবং জাতি একটি জিনিষ ভালোই পারে: সব কিছুর সঠিক মূল্যায়ন করতে৷ ফরাসি পলিনেশিয়ার তাহিতির এক তরুণীর মস্তক, তার কানে ফুল গুঁজেছিলেন গগাঁ, গলায় ঝিনুকের হার পরিয়েছিলেন৷ ঘাড়ের কাছে খুদে দিয়েছিলেন দু'টি শেয়াল: যৌনতার চিহ্ন৷ সালটা ছিল ১৮৯১ থেকে ১৮৯৩-এর মধ্যে৷ আর বাকিটা ছিল ইতিহাস৷

প্রতিবেদন: অরুণ শঙ্কর চৌধুরী

সম্পাদনা: আরাফাতুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ