বলকান অঞ্চলের রাষ্ট্র মন্টেনেগ্রোর ছোট্ট শহর সেটিনিয়েতে নেশাগ্রস্ত এক ব্যক্তির গুলি কেড়ে নিলো দুই শিশুসহ মোট ১২জনের প্রাণ৷
নিহতদের স্মরণে মোমবাতি জালিয়ে শোক প্রকাশ করে নগরবাসীছবি: Risto Bozovic/AP/picture alliance
বিজ্ঞাপন
বৃহস্পতিবার এই ঘটনার পর হামলাকারী পুলিশের কাছে আত্মসমর্পণ করে৷
হামলাকারীর নাম আচো মার্তিনোভিচ৷ বুধবার দুপুরে তিনি সেটিনিয়েরের একটি রেস্টুরেন্টে ঢুকে চারজনকে গুলি করে হত্যা করেন৷তারপর আরো আটজনকে হত্যা করেন ৪৫ বছর বয়সি বন্দুকধারী৷ নিহতদের মধ্যে দুই শিশু এবং হামলাকারীর বোনও রয়েছে বলে জানিয়েছেন মন্টেনেগ্রোর রাজধানী পডগোরিকার পুলিশ পরিচালক লাজার স্কেপানোভিচ৷
স্কেপানোভিচ আরো জানান, সেটিনিয়ের পুলিশকর্মীরা হামলাকারীকে ঘিরে ধরলে তিনি আত্মহত্যার চেষ্টা করেন৷ স্কেপানোভিচ বলেন, ‘‘যখন পুলিশকর্মীরা তাকে অস্ত্র ফেলে দেয়ার নির্দেশ দেন, তখন সে বন্দুকটা নিজের দিকে তাক করে গুলি চালায়৷''
বৃহস্পতিবার ভোরবেলা তাকে হাসপাতালে নেয়ার পথেই তার মৃত্যু হয় বলে জানিয়েছে পুলিশ৷
নিউ অরলিন্সে গাড়ি-হামলাকারী একাই ছিল, জানালো এফবিআই
নিউ অরলিন্সে নতুন বছরের অনুষ্ঠানে গাড়ি-হামলা করে ১৪ জনকে হত্যা করা আইএস সদস্য একাই ছিল বলে এফবিআই জানিয়েছে।
ছবি: Andrew Caballero-Reynolds/AFP via Getty Images
একার তাণ্ডব
যুক্তরাষ্ট্রে নিউ অরলিন্সের ঘটনার তদন্তকারী সংস্থা এফবিআই জানিয়েছে, আক্রমণকারী একজনই ছিল। প্রাথমিকভাবে পুলিশ জানিয়েছিল, আক্রমণকারীর সঙ্গে আরো সাহায্যকারী থাকতে পারে। কিন্তু প্রাথমিক তদন্তের পর এফবিআই জানিয়েছে, আইএস সমর্থক একাই এই কাজ করেছে।
ছবি: Patt Little/Anadolu/picture alliance
ফেসবুকে ভিডিও পোস্ট করে
এফবিআইয়ের সহকারী ডিরেক্টর ক্রিস্টোফার রাইয়া সংবাদ সম্মেলনে জানিয়েছেন, প্রথম ভিডিওতে আক্রমণকারী জানায়, সে তার পরিবার ও বন্ধুদের ক্ষতি করার কথা প্রথমে ভেবেছিল। কিন্তু তার মনে হয়, এরপর মিডিয়ার খবরে 'বিশ্বাসী ও অবিশ্বাসীদের মধ্যে যুদ্ধ' বিষয়টি গুরুত্ব পাবে না।
ছবি: Octavio Guzman/Agenica EFE/IMAGO
আইএসে যোগ দেয়া নিয়ে
আক্রমণকারী জানায়, গত গ্রীষ্মের আগে সে আইএসে যোগ দেয়। এফবিআই কর্তা রাইয়া বলেছেন, এই ঘটনা জঙ্গি হামলা ছাড়া আর কিছু নয়। আগে থেকে ঠিক করে এই কাজ করা হয়েছে। এফবিআই তার আইএসে যোগ ও চরমপন্থা নিয়ে তদন্ত করে যাচ্ছে। তাকে বিদেশ থেকে কোনো ব্যক্তি বা সংস্থা নির্দেশ দিয়েছিল, এমন কোনো তথ্য এফবিআইয়ের কাছে নেই।
ছবি: Bonnie Cash/UPI Photo/IMAGO
এফবিআই যা বলেছে
এফবিআই জানিয়েছে, আক্রমণকারীর ব্যবহার করা দুইটি ল্যাপটপ তারা পরীক্ষা করে দেখছে। তার তিনটি সেলফোনও পরীক্ষা করা হচ্ছে। আক্রমণকারী মার্কিন সেনাবীহিনীর সঙ্গে ২০০৭ থেকে ২০১৫ পর্যন্ত যুক্ত ছিল। সে ইস্ট হিউস্টনে থাকত। সেখান থেকে রাত দেড়টা নাগাদ ভাড়া করা পিক আপ ভ্যান নিয়ে ঘটনাস্থলে আসে।
ছবি: Chris Granger/The Times-Picayune/The New Orleans Advocate/AP/dpa/picture-alliance
পরিবারের বক্তব্য
আক্রমণকারীর বাবা ও ভাই সিএনএনকে জানিয়েছেন, তারা বিশ্বাস করতে পারছেন না, নম্রভাষী মানুষটি কী করে এই কাজ করলো। ভাই জানিয়েছে, আক্রমণকারী কোনোদিন বলেনি, সে আইএসে যোগ দিয়েছে। সে এই ধরনের কাজ করতে পারে তারও কোনো আভাস দেয়নি।
ছবি: Eduardo Munoz/REUTERS
5 ছবি1 | 5
থমথমে মন্টেনেগ্রো
বৃহস্পতিবারের ঘটনার পর সেটিনিয়ের দোকানপাট সব বন্ধ রাখা হয়৷
স্থানীয় বাসিন্দা, ৪৩ বছর বয়সি স্লাভিকা ভুসুরোভিচ বলেন, ‘‘এটা ভয়াবহ ছিল৷ সেটিনিয়ের সকল পরিবারের মধ্যে অনিশ্চয়তা, ভয় রয়েছে৷ কেউ জানলা দিয়ে বাইরে তাকাবারও সাহস পাচ্ছে না৷''
দেশটির বিভিন্ন শহরে সেটিনিয়ের এই ঘটনায় নিহতদের স্মৃতিকে সম্মান জানাতে জড়ো হন মানুষ৷ অনেকেই দোষারোপ করেন কর্তৃপক্ষকে৷
পুলিশ জানিয়েছে, হামলাকারী মাত্রাতিরিক্ত মদ্যপান করেছিলেন৷ ২০২২ সালে এই হামলাকারীর বাসা থেকে পুলিশ দুটি এয়ারগান ও ঘরে-বানানো বোমা উদ্ধার করে৷
সেই সময় আদালত তাকে তিনমাসের কারাদণ্ড দেয়৷
মন্টেনেগ্রোর প্রধানমন্ত্রী মিলোয়কো স্পাজিক তিনদিনের জাতীয় শোক ঘোষণা করেছেন৷ অবৈধ অস্ত্রের ব্যবহার কমানোর কার্যকর উদ্যোগ নিতে বিশেষ বৈঠকও ডেকেছেন তিনি৷