1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
অপরাধইউরোপ

মন্টেনেগ্রোয় বন্দুকধারীর হামলা, নিহত ১২

৩ জানুয়ারি ২০২৫

বলকান অঞ্চলের রাষ্ট্র মন্টেনেগ্রোর ছোট্ট শহর সেটিনিয়েতে নেশাগ্রস্ত এক ব্যক্তির গুলি কেড়ে নিলো দুই শিশুসহ মোট ১২জনের প্রাণ৷

মোমবাতি জালিয়ে শোক প্রকাশ করে নগরবাসী
নিহতদের স্মরণে মোমবাতি জালিয়ে শোক প্রকাশ করে নগরবাসীছবি: Risto Bozovic/AP/picture alliance

বৃহস্পতিবার এই ঘটনার পর হামলাকারী পুলিশের কাছে আত্মসমর্পণ করে৷

হামলাকারীর নাম আচো মার্তিনোভিচ৷ বুধবার দুপুরে তিনি সেটিনিয়েরের একটি রেস্টুরেন্টে ঢুকে চারজনকে গুলি করে হত্যা করেন৷তারপর আরো আটজনকে হত্যা করেন ৪৫ বছর বয়সি বন্দুকধারী৷ নিহতদের মধ্যে দুই শিশু এবং হামলাকারীর বোনও রয়েছে বলে জানিয়েছেন মন্টেনেগ্রোর রাজধানী পডগোরিকার পুলিশ পরিচালক লাজার স্কেপানোভিচ৷ 

স্কেপানোভিচ আরো জানান, সেটিনিয়ের পুলিশকর্মীরা হামলাকারীকে ঘিরে ধরলে তিনি আত্মহত্যার চেষ্টা করেন৷ স্কেপানোভিচ বলেন, ‘‘যখন পুলিশকর্মীরা তাকে অস্ত্র ফেলে দেয়ার নির্দেশ দেন, তখন সে বন্দুকটা নিজের দিকে তাক করে গুলি চালায়৷''

বৃহস্পতিবার ভোরবেলা তাকে হাসপাতালে নেয়ার পথেই তার মৃত্যু হয় বলে জানিয়েছে পুলিশ৷

থমথমে মন্টেনেগ্রো

বৃহস্পতিবারের ঘটনার পর সেটিনিয়ের দোকানপাট সব বন্ধ রাখা হয়৷

স্থানীয় বাসিন্দা, ৪৩ বছর বয়সি স্লাভিকা ভুসুরোভিচ বলেন, ‘‘এটা ভয়াবহ ছিল৷ সেটিনিয়ের সকল পরিবারের মধ্যে অনিশ্চয়তা, ভয় রয়েছে৷ কেউ জানলা দিয়ে বাইরে তাকাবারও সাহস পাচ্ছে না৷''

দেশটির বিভিন্ন শহরে সেটিনিয়ের এই ঘটনায় নিহতদের স্মৃতিকে সম্মান জানাতে জড়ো হন মানুষ৷ অনেকেই দোষারোপ করেন কর্তৃপক্ষকে৷

পুলিশ জানিয়েছে, হামলাকারী মাত্রাতিরিক্ত মদ্যপান করেছিলেন৷ ২০২২ সালে এই হামলাকারীর বাসা থেকে পুলিশ দুটি এয়ারগান ও ঘরে-বানানো বোমা উদ্ধার করে৷

সেই সময় আদালত তাকে তিনমাসের কারাদণ্ড দেয়৷

মন্টেনেগ্রোর প্রধানমন্ত্রী মিলোয়কো স্পাজিক তিনদিনের জাতীয় শোক ঘোষণা করেছেন৷ অবৈধ অস্ত্রের ব্যবহার কমানোর কার্যকর উদ্যোগ নিতে বিশেষ বৈঠকও ডেকেছেন তিনি৷

এসএস/এসিবি (রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ