1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মন্ত্রী হবেন ৪৬ জন

হারুন উর রশীদ স্বপন৫ জানুয়ারি ২০০৯

আপাতত মাঝারী আকারে মন্ত্রী সভা করার সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ৷ মধ্যপ্রাচ্যের সাতটি দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে শেখ হাসিনার সাক্ষাতের পর দলের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান এইচ টি ইমাম এ কথা জানান৷

বাংলাদেশের ভাবী প্রধানমন্ত্রী শেখ হাসিনাছবি: Mustafiz Mamun

নির্বাচনের আগে ১৮ই ডিসেম্বর মধ্য প্রাচ্যের সাতটি দেশের রাষ্ট্রদূত ও চার্জ দ্যা এ্যাফেয়ার্সরা এসেছিলেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে৷ এবার এলেন দেশের ভাবী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে সুধাসদনে৷ প্রায় এক ঘন্টা বৈঠক শেষে এইচটি ইমাম জানান মুসলিম দেশের সঙ্গে সম্পর্ক আরো জোরদারসহ প্রবাসী বাঙ্গালী শ্রমিকদের বিষয়ে কথা হয়েছে৷

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নবীন ও প্রবীণদের সমন্বয়ে সৎ এবং যোগ্যদের প্রাধান্য দেয়া হচ্ছে এবং এই মন্ত্রী সভায় টেকনোক্র্যাট মন্ত্রীও থাকবে৷ আর মন্ত্রীদের সংখ্যা হতে পারে ৪৬ জন৷

এদিকে সরকার গঠনের জন্য আওয়ামী লীগ সভানেত্রী ও সংসদ নেতা শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়েছেন রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজউদ্দিন আহম্মেদ৷ বাংলাদেশের একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে এই তথ্য৷
আওয়ামী লীগের নেতৃত্বে মঙ্গলবার সন্ধ্যায় বঙ্গভবনে শপথ নেবে নতুন মন্ত্রিসভা৷ রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ তাদের শপথ পড়াবেন৷ শপথ অনুষ্ঠানের সব প্রস্তুতি ইতোমধ্যে চূড়ান্ত করেছে মন্ত্রিপরিষদ বিভাগ৷

প্রসঙ্গত, গত ২৯ ডিসেম্বর অনুষ্ঠেয় নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে৷ আওয়ামী লীগ একাই পায় ২৩০টি আসন৷ মহাজোটের শরিকদের মধ্যে জাতীয় পার্টি ২৭টি, জাসদ ৩টি এবং ওয়ার্কার্স পার্টি ২টি আসন পায়৷

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ইউরোপ