1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

স্পেন ও ইউরো

২ মে ২০১২

ইউরো এলাকার একের পর এক দেশ মন্দার কবলে পড়ছে৷ ফলে রাজনৈতিক নেতাদের উপর ব্যয় সংকোচের বদলে অর্থনীতিকে চাঙ্গা করার জন্য পদক্ষেপ নেওয়ার জন্য চাপ বাড়ছে৷

ছবি: dapd

স্পেনকে ঘিরে দুশ্চিন্তা

শিল্পোন্নত বিশ্বের অর্থনৈতিক পরিস্থিতি ক্রমশ আরও অবনতির দিকে এগোচ্ছে৷ শুধু ইউরো এলাকা নয়, মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ক্যানাডা, অস্ট্রেলিয়া থেকেও শোনা যাচ্ছে দুঃসংবাদ৷ একদিকে ইউরো এলাকাকে স্থিতিশীল রাখতে নানা উদ্যোগ দেখা যাচ্ছে৷ অন্যদিকে এক একটি দেশের নিজস্ব সংকটের ফলে দেখা যাচ্ছে নতুন অনিশ্চয়তা৷ যেমন স্পেন'কে নিয়ে দুশ্চিন্তার ফলে সোমবার ইউরোপের পুঁজিবাজারে ধস নামে, ইউরো'র বিনিময় মূল্যও পড়ে যায়৷ মঙ্গলবার ছিল ছুটির দিন৷

Europa: Das Domino-Prinzip der Schuldenfalle # 27.04.2012 15 Uhr # fall14e # Journal englisch

01:15

This browser does not support the video element.

মনে রাখতে হবে, স্পেন ইউরো এলাকার চতুর্থ অর্থনৈতিক শক্তি৷ ইটালি, পর্তুগাল, আয়ারল্যান্ড, গ্রিস, বেলজিয়াম ও নেদারল্যান্ডস'এর পর স্পেনও মন্দার কবলে পড়ে যাওয়ায় বাজার স্বাভাবিক কারণেই অস্থির হয়ে পড়েছে৷ স্পেনের নতুন সরকার পরিস্থিতি সামলাতে পারছে না৷ তার উপর সেদেশের প্রাদেশিক সরকারগুলিও বিশাল ঋণ সংকটে জর্জরিত, যার ফলে অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে৷ কেন্দ্রীয় সরকারের চোখরাঙানি সত্ত্বেও কোনো কাজ হচ্ছে না৷ জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত স্পেনের অর্থনীতি ০.৩ শতাংশ সঙ্কুচিত হয়েছে৷ বেকারীর হারও মারাত্মক৷ ফলে সুড়ঙ্গের শেষে আশার আলো দেখা যাচ্ছে না৷

রেটিং সংস্থা ‘স্ট্যান্ডার্ড অ্যান্ড পুয়োর্স' স্পেনের অবস্থান আরও কমিয়ে দিয়েছে৷ তবে এসবের পরেও ইউরোপীয় কমিশন মনে করে, স্পেন সঠিক পথেই এগোচ্ছে৷ চলতি ও আগামী বছর ব্যয় সংকোচ চালিয়ে বাজেট ঘাটতি কমাতেই হবে বলে মনে করছে ইইউ৷ স্পেনের প্রধানমন্ত্রী মারিয়ানো রাখোই'এর সঙ্গে আলোচনার পর ইউরোপীয় পার্লামেন্টের স্পিকার মার্টিন শুলৎস বলেন, ‘‘স্পেনের বিরুদ্ধে ফাটকাবাজরা নাটকীয় হামলা চালাচ্ছে৷ তবে এই আঘাতের লক্ষ্য গোটা ইউরো এলাকা৷ রেটিং সংস্থাগুলি এই ফাটবাবাজিকে আরও উসকে দিচ্ছে বলে আমার বিশ্বাস৷

ইউরোপে একাধিক সমস্যা

শুধু স্পেন নয়, ইউরোপের একাধিক দেশের বিভিন্ন ঘটনা ও প্রবণতার ফলে পরিস্থিতি শান্ত হচ্ছে না৷ আগামী সপ্তাহান্তে ফ্রান্স ও গ্রিসে নির্বাচন৷ এই দুই দেশে কে ক্ষমতায় আসবে, তার উপর ইউরো এলাকার ভবিষ্যৎ অনেকটাই নির্ভর করছে৷ যেমন ফ্রান্সে সমাজতন্ত্রী প্রার্থী ফ্রঁসোয়া ওলঁদ সাফ বলে দিয়েছেন, তিনি ব্যয় সংকোচের পথে না গিয়ে অর্থনীতিকে চাঙ্গা করতেই পদক্ষেপ নেবেন৷ অর্থাৎ রবিবার তাঁর জয় হলে বর্তমান প্রেসিডেন্ট সার্কোজি ও জার্মান চ্যান্সেলর ম্যার্কেল'এর যৌথ নীতি মুখ থুবড়ে পড়তে পারে৷''

স্পেনে প্রতিবাদ বিক্ষোভ বাড়ছেছবি: picture-alliance/dpa

গ্রিসের নতুন সরকারও যদি বাইরে থেকে চাপানো কড়া নিয়মের বেড়াজাল মানতে রাজি না হয়, সেক্ষেত্রে সেদেশের সংকট নতুন মাত্রা পাবে৷ এদিকে ইউরোপীয় ইউনিয়নের ২৫টি দেশ বাজেট ঘাটতি সংক্রান্ত কড়া নিয়ম চালু করতে যে চুক্তি করেছে, আগামী ৩১শে মে আয়ারল্যান্ড'এর জনগণ এক গণভোটের মাধ্যমে তার পক্ষে বা বিপক্ষে রায় দিতে পারে৷ যেহেতু যে কোনো চুক্তি কার্যকর করার জন্য সব ক'টি দেশের অনুমোদন প্রয়োজন, একটি দেশ বেঁকে বসলেই চুক্তি বাতিল হয়ে যেতে পারে৷ অর্থাৎ অস্থিরতার কারণের অভাব নেই৷

ইসিবি'র উদ্যোগ

এই অবস্থায় বৃহস্পতিবার বার্সেলোনায় ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের পরিচালন পরিষদের এক বৈঠকে ইউরোপীয় অর্থনীতির বর্তমান করুণ অবস্থা নিয়ে আলোচনা হবে৷ শোনা যাচ্ছে, বর্তমানে মাত্র ১ শতাংশ সুদের হারে কোনো পরিবর্তন আনা হবে না৷ গত সপ্তাহেই ইসিবি প্রধান মারিও দ্রাগি বাজেট ঘাটতি সংক্রান্ত চুক্তির আদলে প্রবৃদ্ধি বাড়ানোর লক্ষ্যেও এক চুক্তির আহ্বান জানিয়েছিলেন৷ তবে বর্তমান পরিস্থিতিতে দ্রাগি বা ইসিবি'র পক্ষে নতুন করে কিছু করা কঠিন বলে বিশেষজ্ঞরা মনে করছেন৷

প্রতিবেদন: সঞ্জীব বর্মন

সম্পাদনা: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ