1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

স্পেন ও ইউরো

২ মে ২০১২

ইউরো এলাকার একের পর এক দেশ মন্দার কবলে পড়ছে৷ ফলে রাজনৈতিক নেতাদের উপর ব্যয় সংকোচের বদলে অর্থনীতিকে চাঙ্গা করার জন্য পদক্ষেপ নেওয়ার জন্য চাপ বাড়ছে৷

ছবি: dapd

স্পেনকে ঘিরে দুশ্চিন্তা

শিল্পোন্নত বিশ্বের অর্থনৈতিক পরিস্থিতি ক্রমশ আরও অবনতির দিকে এগোচ্ছে৷ শুধু ইউরো এলাকা নয়, মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ক্যানাডা, অস্ট্রেলিয়া থেকেও শোনা যাচ্ছে দুঃসংবাদ৷ একদিকে ইউরো এলাকাকে স্থিতিশীল রাখতে নানা উদ্যোগ দেখা যাচ্ছে৷ অন্যদিকে এক একটি দেশের নিজস্ব সংকটের ফলে দেখা যাচ্ছে নতুন অনিশ্চয়তা৷ যেমন স্পেন'কে নিয়ে দুশ্চিন্তার ফলে সোমবার ইউরোপের পুঁজিবাজারে ধস নামে, ইউরো'র বিনিময় মূল্যও পড়ে যায়৷ মঙ্গলবার ছিল ছুটির দিন৷

Europa: Das Domino-Prinzip der Schuldenfalle # 27.04.2012 15 Uhr # fall14e # Journal englisch

01:15

This browser does not support the video element.

মনে রাখতে হবে, স্পেন ইউরো এলাকার চতুর্থ অর্থনৈতিক শক্তি৷ ইটালি, পর্তুগাল, আয়ারল্যান্ড, গ্রিস, বেলজিয়াম ও নেদারল্যান্ডস'এর পর স্পেনও মন্দার কবলে পড়ে যাওয়ায় বাজার স্বাভাবিক কারণেই অস্থির হয়ে পড়েছে৷ স্পেনের নতুন সরকার পরিস্থিতি সামলাতে পারছে না৷ তার উপর সেদেশের প্রাদেশিক সরকারগুলিও বিশাল ঋণ সংকটে জর্জরিত, যার ফলে অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে৷ কেন্দ্রীয় সরকারের চোখরাঙানি সত্ত্বেও কোনো কাজ হচ্ছে না৷ জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত স্পেনের অর্থনীতি ০.৩ শতাংশ সঙ্কুচিত হয়েছে৷ বেকারীর হারও মারাত্মক৷ ফলে সুড়ঙ্গের শেষে আশার আলো দেখা যাচ্ছে না৷

রেটিং সংস্থা ‘স্ট্যান্ডার্ড অ্যান্ড পুয়োর্স' স্পেনের অবস্থান আরও কমিয়ে দিয়েছে৷ তবে এসবের পরেও ইউরোপীয় কমিশন মনে করে, স্পেন সঠিক পথেই এগোচ্ছে৷ চলতি ও আগামী বছর ব্যয় সংকোচ চালিয়ে বাজেট ঘাটতি কমাতেই হবে বলে মনে করছে ইইউ৷ স্পেনের প্রধানমন্ত্রী মারিয়ানো রাখোই'এর সঙ্গে আলোচনার পর ইউরোপীয় পার্লামেন্টের স্পিকার মার্টিন শুলৎস বলেন, ‘‘স্পেনের বিরুদ্ধে ফাটকাবাজরা নাটকীয় হামলা চালাচ্ছে৷ তবে এই আঘাতের লক্ষ্য গোটা ইউরো এলাকা৷ রেটিং সংস্থাগুলি এই ফাটবাবাজিকে আরও উসকে দিচ্ছে বলে আমার বিশ্বাস৷

ইউরোপে একাধিক সমস্যা

শুধু স্পেন নয়, ইউরোপের একাধিক দেশের বিভিন্ন ঘটনা ও প্রবণতার ফলে পরিস্থিতি শান্ত হচ্ছে না৷ আগামী সপ্তাহান্তে ফ্রান্স ও গ্রিসে নির্বাচন৷ এই দুই দেশে কে ক্ষমতায় আসবে, তার উপর ইউরো এলাকার ভবিষ্যৎ অনেকটাই নির্ভর করছে৷ যেমন ফ্রান্সে সমাজতন্ত্রী প্রার্থী ফ্রঁসোয়া ওলঁদ সাফ বলে দিয়েছেন, তিনি ব্যয় সংকোচের পথে না গিয়ে অর্থনীতিকে চাঙ্গা করতেই পদক্ষেপ নেবেন৷ অর্থাৎ রবিবার তাঁর জয় হলে বর্তমান প্রেসিডেন্ট সার্কোজি ও জার্মান চ্যান্সেলর ম্যার্কেল'এর যৌথ নীতি মুখ থুবড়ে পড়তে পারে৷''

স্পেনে প্রতিবাদ বিক্ষোভ বাড়ছেছবি: picture-alliance/dpa

গ্রিসের নতুন সরকারও যদি বাইরে থেকে চাপানো কড়া নিয়মের বেড়াজাল মানতে রাজি না হয়, সেক্ষেত্রে সেদেশের সংকট নতুন মাত্রা পাবে৷ এদিকে ইউরোপীয় ইউনিয়নের ২৫টি দেশ বাজেট ঘাটতি সংক্রান্ত কড়া নিয়ম চালু করতে যে চুক্তি করেছে, আগামী ৩১শে মে আয়ারল্যান্ড'এর জনগণ এক গণভোটের মাধ্যমে তার পক্ষে বা বিপক্ষে রায় দিতে পারে৷ যেহেতু যে কোনো চুক্তি কার্যকর করার জন্য সব ক'টি দেশের অনুমোদন প্রয়োজন, একটি দেশ বেঁকে বসলেই চুক্তি বাতিল হয়ে যেতে পারে৷ অর্থাৎ অস্থিরতার কারণের অভাব নেই৷

ইসিবি'র উদ্যোগ

এই অবস্থায় বৃহস্পতিবার বার্সেলোনায় ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের পরিচালন পরিষদের এক বৈঠকে ইউরোপীয় অর্থনীতির বর্তমান করুণ অবস্থা নিয়ে আলোচনা হবে৷ শোনা যাচ্ছে, বর্তমানে মাত্র ১ শতাংশ সুদের হারে কোনো পরিবর্তন আনা হবে না৷ গত সপ্তাহেই ইসিবি প্রধান মারিও দ্রাগি বাজেট ঘাটতি সংক্রান্ত চুক্তির আদলে প্রবৃদ্ধি বাড়ানোর লক্ষ্যেও এক চুক্তির আহ্বান জানিয়েছিলেন৷ তবে বর্তমান পরিস্থিতিতে দ্রাগি বা ইসিবি'র পক্ষে নতুন করে কিছু করা কঠিন বলে বিশেষজ্ঞরা মনে করছেন৷

প্রতিবেদন: সঞ্জীব বর্মন

সম্পাদনা: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ