1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মন্দা কাটাচ্ছে ইউরো

১৪ আগস্ট ২০১৩

তথ্য-পরিসংখ্যান অনুযায়ী ইউরো এলাকা ধীরে ধীরে মন্দা থেকে বেরিয়ে আসছে৷ এমনকি গ্রিসের মতো সংকটগ্রস্থ দেশেও আশার আলো দেখা যাচ্ছে৷

ছবি: picture-alliance/dpa

গত সপ্তাহেই স্পষ্ট হয়ে উঠছিল যে দীর্ঘ ১৮ মাসের মন্দার পর ইউরো এলাকা অত্যন্ত ধীরে হলেও আবার প্রবৃদ্ধির পথে ফিরতে শুরু করেছে৷ বুধবার এই দাবির স্বপক্ষে তথ্য-পরিসংখ্যান প্রকাশিত হবে৷ আরো কিছু ইতিবাচক চিত্র পাওয়া যাচ্ছে৷ যেমন জুন মাসে ইউরো এলাকার শিল্প ক্ষেত্রে উৎপাদন বেশ বেড়ে গেছে৷ সামগ্রিকভাবে ইউরোপীয় ইউনিয়নের সূচকও বেশ ইতিবাচক৷

বিশেষ করে জার্মানির বর্তমান সরকারের জন্য এই সাফল্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ, সেপ্টেম্বর মাসেই দেশটিতে সাধারণ নির্বাচন৷ ব্যয় সংকোচ ও সংস্কারের মূল প্রবক্তা হিসেবে জার্মানি বেশ চাপের মুখে রয়েছে৷ ফলে এই ‘দাওয়াই' কাজ করছে- এটা প্রমাণিত হলে আঙ্গেলা ম্যার্কেল সরকার কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবে৷ বিভিন্ন মহল থেকে এতকাল এ ক্ষেত্রে জার্মানির কড়া মনোভাবের সমালোচনা শোনা যাচ্ছিল৷

গ্রিসও মন্দার কবল থেকে বেরিয়ে আসছে একটু একটু করেছবি: AP

সংকটগ্রস্থ দেশগুলির অর্থনীতিকে চাঙা করতে ‘স্টিমুলাস' বা আর্থিক সহায়তা না দিয়ে জার্মানি যেভাবে তাদের উপর আরো চাপ সৃষ্টি করে চলেছে, তার ফলে হিতে বিপরীত হবে – এমন সাবধানবাণী করে আসছিলেন অনেক পর্যবেক্ষক৷ অন্যদিকে জার্মানি চটজলদি সমাধানসূত্রের বদলে রোগের স্থায়ী চিকিৎসার উপর জোর দিয়ে আসছে, যাতে ভবিষ্যতে সংকটগ্রস্ত দেশগুলি এমন সংকটে না পড়ে৷

গ্রিসের জন্য তৃতীয় বেলআউটের প্রয়োজন হতে পারে, জার্মানির কেন্দ্রীয় ব্যাংকের বরাত দিয়ে এমন একটা পূর্বাভাস দিয়েছিল জার্মানির এক পত্রিকা৷ ২০১৪ সালের শুরুতে নাকি এই বাড়তি সহায়তার প্রয়োজন হতে পারে৷ অথচ গ্রিসের পরিস্থিতির কিন্তু আরও উন্নতি হচ্ছে৷ এখনো প্রবৃদ্ধির পথে ফিরতে না পারলেও সে দেশের অর্থনীতির সঙ্কোচনের গতি কমে চলেছে৷ বছরের প্রথমে ৫.৬-এর তুলনায় প্রথমার্ধের শেষ তিন মাসে তা কমে ৪.৬ শতাংশে দাঁড়িয়েছে৷ বাজেট ঘাটতিও মোটামুটি নিয়ন্ত্রণে চলে এসেছে৷

ইটালির বন্ড বাজারে ৭৫০ কোটি ইউরো তুলতে পেরেছে৷ স্পেন ও পর্তুগালে নতুন করে কোনো সংকটের খবর নেই৷ তবে এ সব দেশকে ঘুরে দাঁড়াতে হলে আরও অনেক উদ্যোগ নিতে হবে৷

এসবি / এসিবি (রয়টার্স, এপি, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ