1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মন্দা কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে ইউরোপ

১৩ মার্চ ২০১৩

আগে ঘর সামলানো, না অর্থনীতিকে চাঙ্গা করা – ইউরোপের দেশগুলিতে এই বিড়ম্বনা নিয়ে আলোচনা আরও তীব্র হয়ে উঠছে৷ ২০১২ সালে আংশিক মন্দার কবলে পড়ার পর ইউরোপ আবার প্রবৃদ্ধির পথে ফিরতে চাইছে৷

ছবি: Reuters

অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থা ওইসিডি-র রিপোর্ট অনুযায়ী ইউরো এলাকা অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে ফিরতে চলেছে৷ জার্মানিতে এর লক্ষণ স্পষ্ট৷ জার্মানির রপ্তানির মাত্রাও বেড়ে চলেছে৷ অন্যদিকে ইউরোস্ট্যাট-এর তথ্য-পরিসংখ্যানের দিকে তাকালে বলতে হয় – গত বছর দুর্বল দেশগুলি সত্যি মন্দার কবলে পড়েছিল৷ গোটা ইউরো এলাকায় অর্থনীতি ০.৬ শতাংশ হারে সঙ্কুচিত হয়েছে৷ ফলে প্রশ্ন উঠছে, শুধু কড়া হাতে ব্যয় সংকোচের সিদ্ধান্ত সঠিক ছিল কিনা৷ নাকি অ্যামেরিকার দৃষ্টান্ত অনুসরণ করে ‘স্টিমুলাস প্যাকেজ' দেওয়া উচিত ছিল?

এই প্রশ্নে ইউরোপ দুটি শিবিরে ভাগ হয়ে পড়েছে৷ ফ্রান্সের নেতৃত্বে কিছু দেশ অর্থনীতিকে পুনরুজ্জীবিত করতে পদক্ষেপের ডাক দিচ্ছে৷ অন্যদিকে জার্মানি সহ বেশ কিছু দেশের বক্তব্য – ব্যয় সংকোচ ও সংস্কার ছাড়া কোনো পথ নেই৷ চলতি সপ্তাহে ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ সম্মেলনে বিষয়টি গুরুত্ব পাবে৷

ইইউ প্রেসিডেন্ট হ্যারমান ফান রম্পয়ছবি: Reuters

ইউরোপের অর্থনীতিকে দ্রুত চাঙ্গা করতে কী করা উচিত, তা নিয়ে এবারের সম্মেলনে আলাপ-আলোচনা হবে বলে ধরে নেওয়া হচ্ছে৷ তবে ঐকমত্যে আসতে হলে সদস্য দেশগুলিকে কঠোর অবস্থান ছেড়ে আরও নমনীয় হতে হবে, বলেছেন ইইউ প্রেসিডেন্ট হ্যারমান ফান রম্পয়৷ বিশেষ করে ব্রিটেন যেভাবে তার নিজস্ব স্বার্থ আদায় করতে গিয়ে বার বার একঘরে হয়ে পড়ছে, সেই বিষয়টি নিয়েও দুশ্চিন্তা দেখা দিচ্ছে৷ ফ্রান্স ও জার্মানিকেও তাদের নিজস্ব অবস্থান আঁকড়ে না ধরে মধ্যপন্থা নিতে হবে৷ তা না হলে আরও অচলাবস্থার আশঙ্কা করা হচ্ছে৷

সাইপ্রাসের অর্থনৈতিক সংকটের সরাসরি প্রভাব গ্রিসের উপর পড়ছে বলে গ্রিক সরকার দাবি করছে৷ তাদের মতে, দুই দেশের নীতির মধ্যে আরও সমন্বয়ের প্রয়োজন৷ ইটালি, স্পেন, পর্তুগাল, সাইপ্রাস ইত্যাদি দেশ স্বাভাবিক অবস্থায় ফেরার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে৷

এই অবস্থায় পুঁজিবাজারে আসলে কিছুটা মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে৷ একদিকে ব্যবসা-বাণিজ্য সংক্রান্ত নেতিবাচক তথ্যের ফলে আশঙ্কা বাড়ছে৷ অন্যদিকে অবশ্য এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার সম্ভাবনাও উজ্জ্বল হচ্ছে৷

এসবি/জেডএইচ (রয়টার্স, এএফপি, এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ