করোনা মহামারি এবং ইউক্রেন যুদ্ধের ধাক্কায় বড় রকমের অর্থনৈতিক মন্দার আশঙ্কা করছে ইউরোজোন৷ মন্দা ঠেকাতে আবার সুদের হার বাড়াতে চলেছে ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক (ইসিবি)৷
বিজ্ঞাপন
গত জুলাই থেকে এ পর্যন্ত ইতিমধ্যে দুবার সুদের হার বাড়িয়েছে ইসিবি৷ কিন্তু তারপরও মূল্যস্ফীতি কমছে না৷ খাদ্যপণ্যসহ সব ধরনের নিত্যপণ্যের দাম বেড়েই চলেছে৷ ফলে প্রায় অনিবার্য হয়ে ওঠা চরম অর্থনৈতিক সংকট থেকে ইউরোজোনকে বাঁচাতে সুদের হার আরো ৭৫ ‘বেসিক পয়েন্ট' বাড়াতে চলেছে ইসিবি৷ইউরোপীয় অঞ্চলের কেন্দ্রীয় ব্যাংক আশা করছে, সুদের হার আবার বাড়ালে ঋণ নিয়ে বেশি দামে পণ্য ক্রয়ের প্রবণতা কমবে আর তার প্রভাবে পণ্যের দামও ধীরে ধীরে হ্রাস পাবে৷
বছরের এই সময়ে সর্বোচ্চ ২% মূল্যস্ফীতি অনুমান করা হলেও ইউরোপীয় ইউনিয়নভুক্ত ২৮টি দেশের ১৯টিকে নিয়ে গড়া ইউরোজোনে প্রকৃতপক্ষে মূল্যস্ফীতির হার এখন তার চেয়ে পাঁচ গুণ বেশি, অর্থাৎ ঠিক ১০%৷
ফ্রান্সে মুদ্রাস্ফীতির বিরুদ্ধে বিক্ষোভ, দেশজুড়ে ধর্মঘট
মুদ্রাস্ফীতির চাপে দিশেহারা মানুষ মঙ্গলবার ফ্রান্সের বিভিন্ন শহরে বিক্ষোভে নামে৷ দেশজুড়ে ধর্মঘট কর্মসূচি বাস্তবায়ন করতে রাস্তায় নেমে পুলিশের সঙ্গে সংঘর্ষেও জড়ায় বিক্ষোভকারীরা৷ দেখুন ছবিঘরে...
ছবি: Eric Gaillard/REUTERS
দাবি আদায়ে নমনীয় মনোভাব
নিত্য ব্যবহার্য প্রায় সব পণ্যের দাম বেড়ে যাওয়ায় মজুরি বৃদ্ধির দাবিতে রাস্তায় নেমেছে মানুষ৷ কালো পোশাক পরে বিক্ষোভ জানাতে গিয়ে কিছু ক্ষেত্রে সংঘর্ষে জড়ালেও অনেকে এভাবে ফুল দিয়ে পুলিশকে শুভেচ্ছাও জানিয়েছেন৷ ছবিটি প্যারিসের৷
ছবি: Benoit Tessier/REUTERS
‘আপনার বেতন আমাদের দিন’
ফ্রান্সের কট্টর বামপন্থি দল লা ফ্রঁসে সুমিজে (ফ্রান্স অপরাজিত)-র নেতৃত্বে শিক্ষা ও পরিবহণ খাতের সব শ্রমিক সংগঠন এ ধর্মঘটের ডাক দেয়৷ সরকারি কর্মচারীদের বিভিন্ন ট্রেড ইউনিয়নও তাতে সমর্থন জানায়৷ মঙ্গলবার প্যারিসের রাস্তায় বিক্ষোভকারীরা স্লোগান তোলেন, ‘‘ব্রুনো লে মা, আপনার বেতন আমাদের দিন৷’’ ওপরের ছবিতে এক বিক্ষোভকারীর হাতের প্ল্যাকার্ডেও ফ্রান্সের অর্থমন্ত্রীর প্রতি সেই আহ্বান৷
ছবি: Benoit Tessier/REUTERS
মাক্রোঁর উড়ন্ত কুশপুতুল
মজুরি বৃদ্ধির দাবিতে নিস শহরেও বিক্ষোভে নামেন শত শত মানুষ৷ মুদ্রাস্ফীতির বিরুদ্ধে বিক্ষোভ জানাতে গিয়ে প্রধানমন্ত্রী এমানুয়েল মাক্রোঁর কুশপুতুল আকাশে ছুঁড়ে মারেন তারা৷ ওপরের ছবিতে আকাশে উড়ছে মাক্রোঁর কুশপুতুল৷
ছবি: Eric Gaillard/REUTERS
আহত সাংবাদিক
প্যারিসে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের সময় আহত হন সাংবাদিক জাকারিয়া আব্দেলকাফি৷ ভ্রাম্যমাণ চিকিৎসকরা তার প্রাথমিক চিকিৎসায় ব্যস্ত৷
ছবি: Benoit Tessier/REUTERS
ধনকুবেরের টাকার পাহাড়, গরিবের হাত শূন্য
প্যারিসের এক বিক্ষোভকারী পরেছিলেন ফরাসি ধনকুবের বার্না আর্নোঁ-র মুখোশ৷ হাতে এক গোছা ইউরো৷ বোঝাই যায়, এক শ্রেণির মানুষের হাতে কাড়ি কাড়ি টাকা আর বাকিদের দ্রব্যের চড়া মূল্যের এ বাজারে নাভিশ্বাস অবস্থা – এই অসাম্যের তিনি অবসান চান৷
ছবি: Benoit Tessier/REUTERS
ক্ষোভের আগুনে মাক্রোঁ
সব শহরেই বিক্ষোভকারীদের আক্রমণের মূল তোপ ছিল এমানুয়েল মাক্রোঁকে লক্ষ্য করে৷ ফ্রান্সের প্রেসিডেন্ট তিনি, সুতরাং দ্রব্যমূল্যের কারণ যা-ই হোক, মূল্য নিয়ন্ত্রণ করতে না পারার ব্যর্থতার দায় তো তারই৷ তাই নিস শহরে মাক্রোঁর কুশপুতুল ছোঁড়া হয়েছে আকাশে৷ ওপরের ছবিতে তার আগের মুহূর্ত৷
ছবি: Eric Gaillard/REUTERS
‘সংকটের মাশুল আমরা দেবো না’
প্যারিসে ধর্মঘট চলার সময়ের মিছিল৷ মিছিলের সামনের ব্যানারে ফরাসি ভাষায় লেখা, ‘‘ সংকটের জন্য আমরা টাকা দেবো না৷’’
ছবি: Benoit Tessier/REUTERS
বিএমডাব্লিউর শো-রুমে ভাংচুর
প্যারিসে ধর্মঘট পালনের এক পর্যায়ে বিক্ষোভকারীরা জার্মান গাড়ি কোম্পানি বিএমডাব্লিউ-র শো-রুমের সামনের কাঁচ ভেঙে দেন৷ বড় ধরনের ক্ষতি রুখতে পুলিশ এগিয়ে গেলে বিক্ষোভকারীরা সরে যান৷
ছবি: Benoit Tessier/REUTERS
8 ছবি1 | 8
মূল্যস্ফীতির অস্বাভাবিক বৃদ্ধি রুখতে ইসিবি সুদের হারানোর বাড়ানোর সিদ্ধান্ত নিলেও ইউরোজোনের সব দেশ এ সিদ্ধান্তকে স্বাগত জানায়নি৷কয়েকটি দেশের সরকার ইতিমধ্যে ইসিবির উদ্যোগের তীব্র নিন্দা জানিয়ে বলেছে, সুদের হার বাড়ালে সমস্যা বাড়বে বৈ কমবে না৷ তাদের মতে, বেশি হারে সুদ দিতে গিয়ে বেশি ঋণগ্রস্ত দেশগুলো আরো বড় সংকটে পড়বে৷ তাদের পণ্যের চাহিদা বা ঋণের প্রয়োজন কমবে না, বরং মূল্যস্ফীতি আরো বাড়বে৷
তবে ইসিবির প্রেসিডেন্ট ক্রিস্টিন লাগার্ডে বলেছেন, বর্তমানে মূল্যস্ফীতি ‘খুবই বেশি', তাই জরুরি ব্যবস্থা নিতে হচ্ছে৷এ সময় ইউরোজোনের সদস্য দেশগুলোকে উচ্চ সরকারি ব্যয়ের বিষয়ে সতর্কও করেছেন তিনি৷ তার আশঙ্কা, সরকারগুলো ব্যয় কমানোর সিদ্ধান্ত না নিলে ইসিবির উদ্যোগ ব্যর্থ হতে পারে৷
মূল্যস্ফীতির চাপ কমাতে বিভিন্ন দেশের উদ্যোগ
সাধারণ নাগরিকদের উপর থেকে মূল্যস্ফীতির চাপ কমাতে জ্বালানির দাম কমানো, আর্থিক প্রণোদনা দেয়াসহ নানান উদ্যোগ নিয়েছে বিভিন্ন দেশের সরকার৷
ছবি: Aero Vabamägi/Scanpix/IMAGO
যুক্তরাষ্ট্র
মার্কিন সেনেটে সম্প্রতি ‘ইনফ্লেশন রিডাকশন অ্যাক্ট অফ ২০২২’ নামে প্রায় ৪০ লাখ ৮৬ হাজার কোটি টাকার একটি পরিকল্পনা পাস হয়েছে৷ এতে চিকিৎসকের প্রেসক্রাইব করা ওষুধের দাম কমানো, কর্পোরেট কর বাড়ানো, জ্বালানি সাশ্রয়ে উৎসাহ দিতে আর্থিক প্রণোদনা দেয়া ইত্যাদির ব্যবস্থা রাখা হয়েছে৷
ছবি: picture-alliance/dpa
ব্রাজিল
গত জুলাই মাসে দেশটিতে দুবার পেট্রোলের দাম কমানো হয়৷ আরও এক দফা দাম কমাতে রাষ্ট্রীয় জ্বালানি সংস্থা পেট্রোব্রাসকে চাপ দিচ্ছেন প্রেসিডেন্ট বলসোনারো ও সাংসদরা৷
ছবি: Buda Mendes/Getty Images
জার্মানি
জ্বালানি খরচ বেড়ে যাওয়ায় চাকরিজীবীদের বেতনের সঙ্গে এককালীন ৩০০ ইউরো দেয়ার ঘোষণা দিয়েছে জার্মানি৷ এছাড়া তিন মাসের জন্য পেট্রোল ও ডিজেলের কর কমানো এবং তিন মাসের জন্য গণপরিবহনের ভাড়া কমানো হয়েছে৷
ছবি: Arnulf Hettrich/imago images
ফ্রান্স
নাগরিকদের ক্রয়ক্ষমতা বাড়াতে গত ৩ আগস্ট এক লাখ ৯৫ হাজার কোটি টাকার প্যাকেজ পাস করেছে দেশটির সংসদ৷ ফলে পেনশনসহ কিছু কল্যাণমূলক ভাতার পরিমাণ বাড়বে৷ এছাড়া চাকরিজীবীদের আরও বেশি করমুক্ত বোনাস দিতে কোম্পানিগুলোকে সহায়তা করা হবে৷
ছবি: Thibaut Durand/Hans Lucas/picture alliance
ইটালি
বিদ্যুৎ ও গ্যাসের খরচ কমাতে এক লাখ ৬৫ হাজার কোটি টাকার সহায়তা প্যাকেজ পাস করেছে ইটালি৷
ছবি: Patrick Pleul/dpa/picture alliance
ভারত
গত মে মাসে গম ও চিনি রপ্তানির উপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল ভারত৷ এছাড়া ভোজ্যতেল আমদানির উপর কর কমানো হয়েছে৷
ছবি: abaca/picture alliance
জাপান
গত এপ্রিলে নয় লাখ ৭৩ হাজার কোটি টাকা আর্থিক প্যাকেজ ঘোষণা করে জাপান৷ এর মধ্যে আছে গ্যাসোলিনের দাম নিয়ন্ত্রণে রাখতে ভর্তুকি দেয়া এবং বাচ্চা আছে এমন নিম্নবিত্ত পরিবারকে আর্থিক সহায়তা দেয়া৷ জীবনযাত্রার ব্যয় যদি আরও বাড়ে তাহলে আরও পদক্ষেপ নেয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা৷
ছবি: Getty Images/AFP/Y. Tsuno
সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত
দুটি দেশই জুলাই মাসে সামাজিক কল্যাণ খাতে ব্যয় বাড়ানোর ঘোষণা দিয়েছে৷ আমিরাতের নিম্ন আয়ের পরিবারের জন্য আর্থিক সহায়তা দ্বিগুন করা হয়েছে৷ আর সৌদি বাদশাহ সালমান ৫০ হাজার ২৫৫ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন৷
ছবি: Amr Nabil/AP Photo/picture alliance
তুরস্ক
জুলাইয়ের প্রথম দিকে সর্বনিম্ন মজুরি ৩০ শতাংশ বাড়ানো হয়৷ এর আগে গত বছরের শেষ দিকে সর্বনিম্ন মজুরি বাড়ানো হয়েছিল ৫০ শতাংশ৷