1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মন্দা ঠেকাতে আবার সুদের হার বৃদ্ধির পথে ইসিবি

২৭ অক্টোবর ২০২২

করোনা মহামারি এবং ইউক্রেন যুদ্ধের ধাক্কায় বড় রকমের অর্থনৈতিক মন্দার আশঙ্কা করছে ইউরোজোন৷ মন্দা ঠেকাতে আবার সুদের হার বাড়াতে চলেছে ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক (ইসিবি)৷

EZB-Präsidentin Christine Lagarde
ইসিবির প্রেসিডেন্ট ক্রিস্টিন লাগার্ডেছবি: Kai Pfaffenbach/REUTERS

গত জুলাই থেকে এ পর্যন্ত ইতিমধ্যে দুবার সুদের হার বাড়িয়েছে ইসিবি৷ কিন্তু তারপরও মূল্যস্ফীতি কমছে না৷ খাদ্যপণ্যসহ সব ধরনের নিত্যপণ্যের দাম বেড়েই চলেছে৷ ফলে প্রায় অনিবার্য হয়ে ওঠা চরম অর্থনৈতিক সংকট থেকে ইউরোজোনকে বাঁচাতে সুদের হার আরো ৭৫ ‘বেসিক পয়েন্ট' বাড়াতে চলেছে ইসিবি৷ইউরোপীয় অঞ্চলের কেন্দ্রীয় ব্যাংক আশা করছে, সুদের হার আবার বাড়ালে ঋণ নিয়ে বেশি দামে পণ্য ক্রয়ের প্রবণতা কমবে আর তার প্রভাবে পণ্যের দামও ধীরে ধীরে হ্রাস পাবে৷

বছরের এই সময়ে সর্বোচ্চ ২% মূল্যস্ফীতি অনুমান করা হলেও ইউরোপীয় ইউনিয়নভুক্ত ২৮টি দেশের ১৯টিকে নিয়ে গড়া ইউরোজোনে প্রকৃতপক্ষে মূল্যস্ফীতির হার এখন তার চেয়ে পাঁচ গুণ বেশি, অর্থাৎ ঠিক ১০%৷

মূল্যস্ফীতির অস্বাভাবিক বৃদ্ধি রুখতে ইসিবি সুদের হারানোর বাড়ানোর সিদ্ধান্ত নিলেও ইউরোজোনের সব দেশ এ সিদ্ধান্তকে স্বাগত জানায়নি৷ কয়েকটি দেশের সরকার ইতিমধ্যে ইসিবির উদ্যোগের তীব্র নিন্দা জানিয়ে বলেছে, সুদের হার বাড়ালে সমস্যা বাড়বে বৈ কমবে না৷ তাদের মতে, বেশি হারে সুদ দিতে গিয়ে বেশি ঋণগ্রস্ত দেশগুলো আরো বড় সংকটে পড়বে৷ তাদের পণ্যের চাহিদা বা ঋণের প্রয়োজন কমবে না, বরং মূল্যস্ফীতি আরো বাড়বে৷

তবে ইসিবির প্রেসিডেন্ট ক্রিস্টিন লাগার্ডে বলেছেন, বর্তমানে মূল্যস্ফীতি ‘খুবই বেশি', তাই জরুরি ব্যবস্থা নিতে হচ্ছে৷এ সময় ইউরোজোনের সদস্য দেশগুলোকে উচ্চ সরকারি ব্যয়ের বিষয়ে সতর্কও করেছেন তিনি৷ তার আশঙ্কা, সরকারগুলো ব্যয় কমানোর সিদ্ধান্ত না নিলে ইসিবির উদ্যোগ ব্যর্থ হতে পারে৷

এসিবি/কেএম (এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ