1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘মমতার অসহযোগিতায় ছিটমহল বিনিময় সম্ভব নয়'

১২ এপ্রিল ২০১২

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের সহযোগিতা না পেলে বাংলাদেশ ও ভারতের ছিটমহল বিনিময় কাজ সহজ হবে না বলে মনে করেন আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক বিশ্লেষক অধ্যাপক ড. ইমতিয়াজ আহমেদ৷

ছবি: AP

ডয়চে ভেলেকে দেয়া একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, ‘‘ছিটমহল বিনিময়ের লক্ষ্যে ১৯৭৪ সালে ইন্দিরা-মুজিব যে চুক্তি সই করেছিলেন তা আজও বাস্তবায়ন হয় নি৷ কারণ সেই চুক্তিকে বাংলাদেশ সংসদে পাশ করলেও ভারতে এখনো সেটাকে রেটিফাই করা হয় নি৷''

ছিটমহল বিনিময় প্রসঙ্গে কিছুদিন আগেও উদ্যোগ নিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ কিন্তু মমতা বন্দোপাধ্যায়ের সহযোগিতা না পাওয়ায় তাদের সেই উদ্যোগ বাস্তব রূপ লাভ করে নি বলে মনে করেন ড. ইমতিয়াজ৷

ড. ইমতিয়াজ আহমেদ বলেন, ‘‘ভারতের কেন্দ্রীয় সরকার মমতার উপরে অনেকখানি নির্ভরশীল৷ কিন্তু মমতার অনাগ্রহের কারণে এই চুক্তি ঝুলে গেছে৷''

ছিটমহল হস্তান্তর নিয়ে বার বার উদ্যোগ নিয়েও সফল না হবার ফলে দুই দেশের সম্পর্কে এর নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে মনে করেন তিনি৷ বিশেষ করে, ভবিষ্যতে অন্য কোনো চুক্তির ক্ষেত্রে ভারতের প্রতি বাংলাদেশের অবিশ্বাস তৈরি হবার আশঙ্কাও থাকতে পারে বলে মনে করেন ড. ইমতিয়াজ৷

বাংলাদেশ-ভারত সীমান্তে অশান্তি লেগেই রয়েছেছবি: AP

বাংলাদেশে রয়েছে ভারতের ১১১টি ছিটমহল৷ আর বাংলাদেশের ৫১টি ছিটমহল রয়েছে ভারতীয় ভূখন্ডে৷

১৯৭৪ সালে স্বাক্ষরিত ইন্দিরা-মুজিব চুক্তি অনুযায়ী, ছিটমহলগুলো হস্তান্তর হবার কথা৷ কিন্তু ভারতীয় সংসদে এ সংক্রান্ত সিদ্ধান্ত পাশ না হওয়ায়, ছিটমহল বিনিময় আজও ঝুলে আছে৷ ফলে, মানবেতর জীবনযাপন করছে ছিটমহলের লাখ লাখ মানুষ৷

ছিটমহল বিনিময় সহ আরো তিন দফা দাবিতে গত ১৮ই মার্চ থেকে একযোগে আন্দোলনে শুরু করেছে বাংলাদেশ ও ভারতের ছিটমহলবাসীরা৷

বাংলাদেশ-ভারত ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির উদ্যোগে পঞ্চগড়-ঢাকা মহাসড়কের পাশে বোদা উপজেলার ভারতীয় পুটিমারি ছিটমহলে অস্থায়ী মঞ্চ তৈরি করে, ১১১টি ভারতীয় ছিটমহলের নেতা-কর্মীরা অনির্দিষ্টকালের জন্য অনশনে নামেন৷

অনশনের ২৪তম দিনে তাদের কাছে বিশেষ দূত পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ খুব দ্রুতই ছিটমহল বিনিময়ের কাজ শুরু করা হবে আশ্বাস দিয়ে আন্দোলনকারীদের অনশন ভাঙিয়েছেন প্রধানমন্ত্রীর পাঠানো দূত সাংসদ ফরিদা আক্তার হীরা৷

প্রতিবেদন: আফরোজা সোমা

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ