1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মমতার ঢাকা সফর বাতিল করা নিয়ে বিতর্ক

৬ সেপ্টেম্বর ২০১১

তিস্তা নদীর জল বন্টন ইস্যু নিয়ে আপত্তির কারণে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় প্রধানমন্ত্রীর সঙ্গে ঢাকা সফরে যেতে রাজি না হওয়াটা কতটা যুক্তিযুক্ত, তা নিয়ে দেখা দিয়েছে বিতর্ক৷

আবার বিতর্কের মুখে মমতাছবি: Prabhakar Mani Tewari

প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং-এর ঢাকা সফরের ঠিক আগে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় যে এমনভাবে বেঁকে বসবেন সেটা আশা করেনি কেউ৷ প্রস্তাবিত তিস্তা নদীর জল বন্টন চুক্তিতে যে পরিমাণ জল দেবার কথা বলা হয়েছে তাতে কেন্দ্রীয় সরকার মমতার আগাম অনুমোদন না নেওয়াটাকে মেনে নিতে পারেননি তিনি৷

এর ফলে ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কে কী তার ছায়া পড়বে ? উত্তরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ইমন কল্যাণ লাহিড়ি ডয়চে ভেলেকে বল্লেন, আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে এই ধরণের উত্থানপতন থাকতেই পারে৷ এটা দ্বিপাক্ষিক সম্পর্কের স্থায়ী অঙ্গ না  হওয়াই ভালো৷ তিস্তা নদীর জল বন্টন নিয়ে মমতা বন্দোপাধ্যায় যে প্রশ্ন তুলে ধরেছেন, তাহলো এই চুক্তি হলে উত্তরবঙ্গের ৭টি জেলা ক্ষতিগ্রস্ত হবে সেক্ষেত্রে রাজ্যের স্বার্থই তাঁর কাছে বড়৷ সেই যুক্তিতে ভুল নেই৷ কিন্তু দক্ষিণ এশিয়ায় ভারতকে যদি তার প্রাধান্য ধরে রাখতে হয় তাহলে কিছুটা স্বার্থ তো ছাড়তেই হবে৷ আন্তর্জাতিক পটভূমিকায় তাই মমতার সফর বাতিল করাটা ঠিক হয়নি৷ বিষয়টি তিনি অন্যভাবেও মিটিয়ে ফেলতে পারতেন৷ সফরের ঠিক আগে তা বাতিল করাটা গ্রহণযোগ্য নয়৷

ঢাকা সফরকে সফল করতে চান মনমোহনছবি: UNI

দিল্লিতে সরকারি মহলের অনেকে বলেছিলেন, মমতার আপত্তি অগ্রাহ্য করা হোক৷ ঢাকাকে দেখানো হোক, দ্বিপাক্ষিক সম্পর্ক অটুট রাখতে মমতার আপত্তিতে কান দেননি মনমোহন সিং৷ আবার সরকারের অন্য অংশের মতে, সেক্ষেত্রে কেন্দ্রের জোট সরকারের শরিক দল তৃণমূল কংগ্রেসের সঙ্গে সংঘাত অনিবার্য হয়ে উঠবে৷ জোট থেকে বেরিয়ে যেতে পারে মমতা৷ বর্তমান প্রতিকূল রাজনৈতিক পরিস্থিতিতে সেই ঝুঁকি নেয়াটা বুদ্ধিমানের কাজ হবেনা৷

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূতের কাছে মমতা বলেছেন, ঢাকার সঙ্গে তিনি সুসম্পর্ক বজায় রাখার পক্ষে৷ কিন্তু তিস্তার জল হলো উত্তরবঙ্গের জীবনরেখা৷ তাই চুক্তির শর্তগুলি যেন তাঁর কাছে গ্রহণযোগ্য হয়৷

প্রতিবেদন: অনিল চট্টোপাধ্যায়, নতুনদিল্লি

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ