1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মমতার সঙ্গে বৈঠকে জুনিয়র ডাক্তাররা, লাইভ স্ট্রিমিং হচ্ছে

২১ অক্টোবর ২০২৪

মুখ্যমন্ত্রীর সঙ্গে আরো একদফা বৈঠকে বসছেন জুনিয়র ডাক্তাররা। বৈঠকের লাইভ স্ট্রিমিং হচ্ছে।

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন জুনিয়র ডাক্তারদের।
জুনিয়র ডাক্তাররা নবান্নতে যাওয়ার আগে সাংবাদিক সম্মেলন করছেন। ছবি: Satyajit Shaw/DW

রাজ্য সরকারের তরফ থেকে বলা হয়েছিল, জুনিয়র ডাক্তারদের, ১০ জন প্রতিনিধির সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা। কিন্তু নবান্নে পৌঁছলেন ১৭জন প্রতিনিধি। সরকার বলেছিল, তাদের শর্ত হলো, আলোচনার আগে জুনিয়র ডাক্তারদের অনশন তুলে নিতে হবে। সেই দাবিও মানা হয়নি। অনশন আগের মতোই চলছে।

ধর্মতলার বিক্ষোভস্থল থেকে নবান্ন সভাঘরে যাওয়ার আগে জুনিয়র ডাক্তাররা একগুচ্ছ কাগজ দেখিয়ে জানিয়েছেন, তারা স্বাস্থ্যসচিবকে সরাবার যে দাবি করেছেন, অন্য যে দাবিগুলো করেছেন, তার পক্ষে নথিপত্র দিতে বলেছিল সরকার। তাই তারা সব নথিপত্র তৈরি করে যাচ্ছেন। সেই নথি তারা সরকারকে দেবেন।

যাওয়ার আগে জুনিয়র ডাক্তাররা জানিয়েছেন, তারা বেশ কিছু দাবি ছিনিয়ে আনতে পারবেন বলে আশা করছেন। আর অনশন উঠবে কি না, তা নির্ভর করছে এই বৈঠকের সাফল্য ও ব্যর্থতার উপর।

জুনিয়র ডাক্তাররা বলেছেন, আইএএস অফিসার ও স্বাস্ত্যসচিব নারায়ণস্বরূপ নিগমকে সরিয়ে দেয়ার দাবি থেকে তারা কিছুতেই সরে আসছেন না। এই অফিসারের বিরুদ্ধে তথ্যপ্রমাণ তারা সরকারকে দেবেন।

কলকাতার সব মেডিক্যাল কলেজের সুপার ও প্রিন্সিপালকে বৈঠকে ডাকা হয়েছে। কারণ, জুনিয়র ডাক্তারদের অনেকগুলি দাবি হলো এই কলেজ সংক্রান্ত বিষয়ে।

১৭ জনকে ঢোকার অনুমতি

বৈঠকে জুনিয়র ডাক্তারদের ১৭জন প্রতিনিধিকে বৈঠকে ঢোকার অনুমতি দেয়া হয়। জুনিয়র ডাক্তারদের বাস নবান্ন সভাঘরে পৌঁছাবার পর এনিয়ে কিছুটা প্রথমে কিছুক্ষণ অপেক্ষা করতে হয় জুনিয়র ডাক্তারদের। কিছুক্ষণ আলোচনা চলে। পরে মুখ্যসচিব মনোজ পন্তকে দেখা যায় নিচে নেমে জুনিয়র ডাক্তারদের সঙ্গে কথা বলতে। তারপর সবাইকে বৈঠকের ভিতরে ঢুকতে দেয়া হয়।

সরাসরি প্রচার

এই বৈঠকের সরাসরি সম্প্রচার হচ্ছে। এর আগে এই লাইভ স্ট্রিমিং নিয়ে আগে সরকারের প্রভূত আপত্তি থাকলেও এদিনের বৈঠকের লাইভ স্ট্রিমিং হয়। আগে সরকারের যুক্তি ছিল, সুপ্রিম কোর্টে শুনানি চলছে, এই পরিস্থিতিতে লাইভ স্ট্রিমিং সম্ভব নয়। কিন্তু এদিন মত পরিবর্তন করেছে সরকার।

নবান্নর দিকে যাত্রা শুরু করলো জুনিয়র ডাক্তারদের বাস। ছবি: Satyajit Shaw/DW

মুখ্যমন্ত্রী বলেন, ''ছাত্র-ছাত্রীরা আগে বলুন। আশা করি দাবি বাড়াবেন না। যা নিয়ে আলোচনা করেছি, সেগুলি নিয়ে কথা হোক। মানুষ সমাধান চাইছেন। রোগীরা চাইছেন। আপনারা আগে কথা বলা শুরু করুন।''

জুনিয়র ডাক্তারদের কাছ থেকে অনশনকারী ডাক্তাররা কেমন আছেন তা মুখ্যমন্ত্রী জানতে চান। জুনিয়র ডাক্তাররা বলেন, তাদের শরীরের অবস্থা ভালো নয়। তবে তাদের মনের জোর অটুট রয়েছে।

জুনিয়র ডাক্তাররা বলেছেন, তাদের সমস্যা নিয়ে স্টেট টাস্ক ফোর্স গঠনের কথা ছিল। তারা ও জুনিয়র ডাক্তারদের প্রতিনিধিরা মিলে আলোচনা করে ডাক্তারদের সমস্যা সমাধানের বিষয়গুলি ঠিক হোক। সেই টাস্ক ফোর্স গঠনের শর্তগুলি, কে সেখানে থাকবেন, সেটা জানিয়ে দেয়া হোক। এটা গঠিত হলে, প্রতিটি বিষয়ে কি ইনপুট তা তাদের কাছে বিস্তারিতভাবে রাখতে পারব।

নিয়োগ প্রসঙ্গে তারা বলেছেন, লিখিত আশ্বাস দিতে হবে, যত তাড়াতাড়ি সম্ভব মামলার নিষ্পত্তি করার চেষ্টা করবে সরকার। তারপর নিষ্পত্তি হলে সরকার নিয়োগ শুরু করবে।

তারা জানান, তারা প্রতিদিন থ্রেট কালচারের শিকার হচ্ছেন। তাই অভিযোগ জানানো ও নিষ্পত্তির বিষয়টি ঠিক করতে হবে।

অনিকেত মাহাতো বলেন, কলেজের মধ্যে কী ধরনের অপরাধমূলক পরিস্থিতি তৈরি হয়েছিল, তা আগে বুঝতে পারিনি। পড়ুয়ারা, জুনিয়র ডাক্তাররা নারকীয় যন্ত্রণার মধ্যে কাটিয়েছে। একটা কিমিটি বা গ্রিভ্যান্স সেল দিয়ে তা প্রশমিত করা যাবে না। কিছু ছেলেমেয়ে যৌন নিগ্রহ থেকে এমন কোনো ঘটনা নেই, যা হয়নি। টাকা তোলা, চাঁদা আদায়, নিগ্রহ সব হয়েছে।

জুনিয়র ডাক্তারদের অনশন কি এবার উঠবে?ছবি: Satyajit Shaw/DW

ভারত জুড়ে আন্দোলন

জুনিয়র ডাক্তাররা জানিয়েছেন, ভারতের বাকি রাজ্য থেকে তারা জুনিয়র ডাক্তারদের সংগঠনের কাছ থেকে বার্তা এসেছে। তারা জানিয়েছেন, এই বৈঠক ব্যর্থ হলে ভারত-জুড়ে আবার আন্দোলনে নামবেন জুনিয়র ডাক্তাররা।

চিকিৎসকদের নেত্রী অমৃতা ভট্টাচার্য জানিয়েছেন, কলকাতায় মুখ্যমন্ত্রীর সঙ্গে জুনিয়র ডাক্তারদের বৈঠক ব্যর্থ হলে তারা আন্দোলনে নামবেন। যদি লিখিতভাবে দাবি না মানা হয়, তাহলে জাতীয় স্তরে মঙ্গলবার থেকে তারা আন্দোলন করবেন।

কলকাতায় জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে জানিয়ে দেয়া হয়, সরকারি বেসরকারি সব হাসপাতালে এই আন্দোলন হবে।

জিএইচ/এসিবি(বৈঠকের লাইভ স্ট্রিমিং)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ