1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মমতা কি পারবেন টিকতে?

অনিল চট্টোপাধ্যায়, নতুন দিল্লি১৯ এপ্রিল ২০১৬

পশ্চিমবঙ্গে চলতি বিধানসভা ভোট নিয়ে চলছে বিস্তর জল্পনা-কল্পনা৷ রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক উদয়ন বন্দোপাধ্যায়ের কথায়, ভোট শেষ না হলেও রাজ্যের ভূমিগত বাস্তবতার নিরিখে মমতার তৃণমূল কংগ্রেসের ক্ষমতায় টিকে থাকা অনিশ্চয়তার মুখে৷

মমতা বন্দোপাধ্যায়ের ছবি
ছবি: Dibyangshu Sarkar/AFP/Getty Images

আসাম বিধানসভার মোট ১২৬টি আসনের ভোট পর্ব শেষ৷ পশ্চিমবঙ্গের ২৯৪টি আসনের জন্য ভোট ছয় দফায়৷ প্রথম ও দ্বিতীয় দফা মিলিয়ে ভোট হয়েছে মোট ৭৪টি আসনে৷ বাকি আসনগুলির জন্য ভোট হবে চার দফায়৷ দ্বিতীয় দফায় ভোট হয়েছে উত্তরবঙ্গের ছ'টি জেলায়, যেখানে ভোট পড়েছে ৮০ শতাংশের বেশি৷ ছোটখাটো গণ্ডগোল হলেও বলা যায়, ভোট মোটামুটি শান্তিপূর্ণভাবেই হয়েছে৷

পশ্চিমবঙ্গে অবশ্য এই ভোটের ফলাফল নিয়ে জল্পনার অন্ত নেই৷ অনেকেই বলছেন, তৃণমূলের সব কিছু ঠিক নেই৷ জনপ্রিয়তার পালে হাওয়া কম৷ সারদা কাণ্ড থেকে নারদা কাণ্ডের আর্থিক কেলেঙ্কারিতে মমতা জেরবার৷ তৃণমূলের প্রথম সারির কয়েকজন নেতা গারদে৷ তার ওপর প্রশাসনিক দুর্বলতাও প্রকট৷ অনৈতিক প্রশাসনিক কাজ এবং সারদা কেলেঙ্কারির তথ্যাদি লোপাটের অভিযোগে নির্বাচন কমিশন কলকাতা পুলিশ কমিশনার রাজীব কুমারকে সরিয়ে দিতে বাধ্য হয়েছেন৷ এছাড়া সিন্ডিকেট চক্রের তোলাবাজি তো আছেই৷ ঘুসের রাজত্ব অবাধ, আইন-শৃঙ্খলার অবনতিতে জনজীবনও অতিষ্ঠ৷

এই প্রসঙ্গে বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক উদয়ন বন্দোপাধ্যায় ডয়চে ভেলেকে এক সাক্ষাত্কারে বলেন, ‘‘মমতা বন্দোপাধ্যায় খুব একটা সুবিধাজনক অবস্থায় আছেন বলে মনে হচ্ছে না৷ তবে মমতা কিছু ভালো কাজ করেছেন গ্রামাঞ্চলে৷ যেমন সরকারি ভাতা-টাতা বিলিয়েছেন৷ সেদিক থেকে সরকারের একটা ভিত তৈরি হয়েছে৷ এটা বাদ দিলে জনসমর্থন বলতে হয়ত আর কিছুই নেই৷ মানে রাজনৈতিক সমর্থনের জায়গা আর নেই, যেটা ছিল ২০১১ সালের আগে৷ নতুন মা-মাটি-মানুষের সোনার বাংলা গড়ার স্বপ্ন আজ ধুলিস্যাত৷ বেলাগাম উৎকোচ গ্রহণের রাজনীতি, যার ফলে তৈরি হয়েছে সুবিধাবাদীদের গোষ্ঠীচক্র৷''

বিজেপি বা কংগ্রেস-সিপি-এম জোটের সম্ভাবনা কতটা?

অধ্যাপক বন্দোপাধ্যায় মনে করেন, ‘‘অন্য দলগুলির মধ্যে অন্তর্দ্বন্দ্ব থাকলেও একটা সংহতি লক্ষ্য করা যাচ্ছে এবং সেটা ক্রমশই বেগবান হচ্ছে৷ যদি বাম-কংগ্রেস জোট জেতে, তাহলে বিজেপির পোয়াবারো৷ তৃণমূল কোণঠাসা হলে বিজেপিরই লাভ৷ আর রাজ্যের আইন-শৃঙ্খলার কথা যদি ধরেন, সেই ছবিটা একেবারেই ভালো নয়৷ শুধু মালদার মতো সাম্প্রদায়িক ঘটনাই নয়, গোটা রাজ্যই এখন দাঁড়িয়ে আছে ‘জোর যার মুলুক তার' নীতেতে ভর করে৷''

রাজ্যে অবৈধ অনুপ্রবেশকারী ইস্যু প্রসঙ্গে অধ্যাপক বন্দোপাধ্যায় ডয়চে ভেলে বললেন, ‘‘বাংলাদেশের সীমান্তবর্তী পশ্চিমবঙ্গ ও আসামের কয়েকটি জেলার অর্থনীতি দাঁড়িয়ে আছে বেআইনি অনুপ্রবেশকারী, তথা চোরাচালানের ওপর৷ বিকল্প অর্থনৈতিক ব্যবস্থা না করে অনুপ্রবেশ বন্ধ করা যাবে না৷ কারণ করতে গেলে সামাজিক ও রাজনৈতিক অস্থিরতা বাড়বে৷''

তাহলে নির্বাচনে কোন দলের সম্ভাবনা বেশি?

উদয়ন বন্দোপাধ্যায়ের কথায়, ‘‘আমার মতে, রাজনৈতিক অনিশ্চয়তা রয়েই যাচ্ছে৷ কোনো দলই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাবে না৷ অবস্থাটা এখন একটা ‘ইন্টারেস্টিং' স্তরে আছে৷ তাই শেষ কথা বলা যাবে ১৯শে মে, ফলাফল ঘোষণার দিন৷''

আসামে অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্র্যাটিক ফ্রন্টের প্রধান বদরুদ্দীন আজমল এ প্রসঙ্গে সংবাদমাধ্যমকে বলেন, রাজ্যে অবৈধ অনুপ্রবেশকারী নাম দিয়ে অনেক মুসলিমকে হয়রানি করা হচ্ছে৷ অনেকে ভোটাধিকার পাননি৷ আসাম চুক্তি মেনে ৭১ সালের পর যাঁরা আসামে এসেছেন, তাঁরা ভারতের নাগরিকত্ব পাবেন, এটাই আমাদের রাজনৈতিক অবস্থান৷ আসামে কংগ্রেস সরকারের জমানায় মুসলিমদের আর্থ-সামাজিক অবস্থা শোচনীয়৷ এর প্রতিকার এবং প্রতিরোধের মন্ত্র নিয়েই এই দল গড়ে উঠেছে, যাতে তাঁরা ন্যায়বিচার পান৷ প্রকৃত অবৈধ অনুপ্রবেশকারীদের রক্ষা করতে নয়৷ এই ইস্যুতে তাঁরা কখনই বিজেপিকে সমর্থন করেননি এবং করবেন না৷ উল্লেখ্য, গত বিধানসভা ভোটে এআই-ইউডি-এফ ১৮টি আসন পেয়েছিল৷

মমতা বন্দোপাধ্যায় সত্যিই কি তাঁর মসনদ ধরে রাথতে পারবেন না? জানান মন্তব্যের ঘরে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ