মমতা মুখ্যমন্ত্রী হবেন, এটা এখন আর স্রেফ তৃণমূলের চাহিদা নয়: সুব্রত মুখোপাধ্যায়
৩০ মার্চ ২০১১‘‘দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তৃণমূল কংগ্রেস এখানে মা-মাটি-মানুষের সরকার গঠন করবে'' – তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রত্যয়ী ঘোষণা করছেন এমন একটা সময়ে, যখন কংগ্রেসের সঙ্গে নির্বাচনী আসন সমঝোতা না হওয়ায় তিনি একতরফা ভাবে তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছেন, কংগ্রেসের জন্য কিছু আসন ছেড়ে রেখে৷ ঠিক ততগুলোই আসন, যতগুলো তিনি ছাড়বেন বলে ঠিক করে রেখেছিলেন, পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস নেতৃত্ব কটা আসন চাইছে, তার তোয়াক্কা না করেই৷
এই ঘোষণার পর রাজ্য রাজনীতিতে যখন চরম বিভ্রান্তি যে বিরোধী জোট ভেঙে গেল, তখন নয়াদিল্লি থেকে কংগ্রেস হাইকম্যান্ড মমতার সিদ্ধান্তেই সিলমোহর লাগাল৷ রাজ্য কংগ্রেস নেতৃত্বকে কার্যত মমতার রফাসূত্র মেনে নিতে বাধ্য করে সোনিয়া গান্ধী বুঝিয়ে দিলেন, পশ্চিমবঙ্গে মূল বিরোধী শক্তি হিসেবে তাঁরা তৃণমূলের আধিপত্যকেই স্বীকার করে নিচ্ছেন৷ একদা দাপুটে কংগ্রেসি নেতা, এখন মমতার অনুগত, দক্ষিণ কলকাতার বালিগঞ্জ কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সুব্রত মুখোপাধ্যায় যে বিষয়টা চমৎকার বললেন যে মমতা বন্দ্যোপাধ্যায় আগামীদিনে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হবেন, এটা এখন আর স্রেফ তৃণমূলের চাহিদা নয়৷
জনমানসের এই প্রবণতা বুঝতে পেরেছেন বলেই সম্ভবত মমতা এবার একাধিক আসনে একেবারে আনকোরা প্রার্থীদের টিকিট দিয়েছেন৷ যেমন বাংলা ছবির জনপ্রিয় অভিনেতা চিরঞ্জিত দাঁড়িয়েছেন বারাসাতে, আরেক অভিনেত্রী দেবশ্রী রায় তৃণমূলের প্রার্থী হয়েছেন রায়দিঘিতে, লাল দুর্গ হিসেবে পরিচিত দমদম কেন্দ্রে ডাকসাইটে সিপিএম নেতা, মন্ত্রী গৌতম দেবের বিরুদ্ধে প্রার্থী করেছেন নাট্যকার ব্রাত্য বসুকে৷
ব্রাত্য নিজে অবশ্য এখনও মনে করেন যে দমদম লাল দুর্গই আছে৷ তবে সিপিএমের নয়, বামপন্থীদের, যে বামপন্থীরা এবার অনেকেই ভোট দেবেন কৃষক আন্দোলনে, শ্রমিক আন্দোলনে, সামাজিক আন্দোলনে চিরকাল মানুষের পাশে থাকা মমতা বন্দ্যোপাধ্যায়কে৷ এবারের নির্বাচনে এটাও একটা উল্লেখযোগ্য দিক হতে চলেছে৷ তাই নিছক পরিবর্তনের হাওয়া নয়, নিজের কেন্দ্রে প্রচারে বেরিয়ে গণমানসিকতায় সুনামির আভাস পাচ্ছেন ব্রাত্য৷
গত রবিবার প্রথম বেহালা অঞ্চলে প্রচার শুরু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ জনসভা নয়, পদযাত্রা৷ চলতি সপ্তাহে কলকাতায় এরকম আরও দুটি পদযাত্রা করবেন তৃণমূল নেত্রী৷ এই যাত্রা ঘিরে মানুষের যে উন্মাদনা চোখে পড়ছে, ব্যালট বাক্সে তার প্রতিফলন না হলেই বরং অবাক হতে হবে৷
প্রতিবেদন: শীর্ষ বন্দ্যোপাধ্যায়
সম্পাদনা: সঞ্জীব বর্মন