1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
পরিবেশমরক্কো

মরক্কোয় প্রবল ভূমিকম্পে নিহত প্রায় ৬৫০

৯ সেপ্টেম্বর ২০২৩

শুক্রবার রাতে শক্তিশালী ভূমিকম্পে বিপর্যস্ত মরক্কো। প্রায় ৬৫০ জন মৃত। প্রচুর বাড়ি ভেঙে পড়েছে।

ভূমিকম্পের পর মরক্কোর অবস্থা।
মরক্কোয় ভূমিকম্পের পর এভাবেই বাড়ি ভেঙে পড়েছে। ছবি: Al Oula TV via REUTERS

মরক্কোর স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রাজধানী রাবাত থেকে শুরু করে মারাকেশ পর্যন্ত একের পর এক শহরে বাড়ি ভেঙেছে, প্রায় ৬৫০ জন মারা গেছেন, ভয় পেয়ে সবাই বাড়ির বাইরে রাস্তায় আশ্রয় নিয়েছেন। ৩২৯ জন আহত হাসপাতালে চিকিৎসাধীন।

এই ভূমিকম্পের পরিমাপ ছিল ছয় দশমিক আট। স্থানীয় সময় রাত ১১টা বেজে ১১ মিনিটে ভূমিকম্প হয়। ভূমিকম্পের কেন্দ্র ছিল মারাকেশ থেকে ৭০ কিলোমিটার দক্ষিণে।

মারাকেশের কাছে থাকা সংবাদসংস্থা এপি-র সাংবাদিক জানিয়েছেন, মৃতের সংখ্যা আরো অনেক বাড়তে পারে। চারপাশে শুধু ধ্বংসের ছবি। ভূমিকম্পে ভয়ংকর ক্ষতি হয়েছে মরক্কোর। প্রচুর বাড়ি ভেঙে পড়েছে। 

ভূমিকম্পের ফলে তাসের ধরের মতো বাড়ি ভেঙে পড়েছে। ছবি: Al Oula TV via REUTERS

মারাকেশের অবস্থা

সামাজিক মাধ্যমে পোস্ট করা ভিডিওতে দেখা যাচ্ছে, মারাকেশে একের পর এক বাড়ি ভেঙে পড়েছে। পর্যটকদের রেস্তোরাঁ থেকে বের করে নিয়ে আসা হচ্ছে। ওয়ার্ল্ড হেরিটেজ সাইটও ক্ষতিগ্রস্ত হয়েছে। তার দেওয়ালে ফাটল দেখা দিয়েছে। কিছু জায়গায় দেওয়াল ভেঙেছে।

ভূমিকম্পের পর মানুষ ঘরের বাইরে বের হয়ে আসেন। সারা রাত তারা বাইরেই কাটান।

ভূমিকম্পের পর সারারাত বাইরেই কাটান বাসিন্দারা। ছবি: Abdelhak Balhaki/REUTERS

স্থানীয় মিডিয়া জানিয়েছে, মরক্কোয় এত প্রবল ভূমিকম্প আগে কখনো হয়নি।

জার্মানির চ্যান্সেলর শলৎস, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-সহ বিভিন্ন রাষ্ট্রনেতারা শোকপ্রকাশ করে জানিয়েছেন, তারা মরক্কোর পাশে আছেন। 

জিএইচ/এসজি(এপি, এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ