1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মরণোত্তর গ্র্যামি

১৩ ডিসেম্বর ২০১২

জর্জ হ্যারিসন বলতেন, ‘দ্য গডফাদার অব ওয়ার্ল্ড মিউজিক’৷ মেনুহিনের কাছে তিনি ছিলেন মোৎসার্ট৷ যাঁর কথা হচ্ছে তিনি একজন বাঙালি৷ পণ্ডিত রবি শঙ্কর৷ আজীবন সেতার সাধনায় সুরের জাল বোনায় গ্র্যামি অ্যাওয়ার্ড পাবেন তিনি৷

Der indische Musiker Ravi Shankar (r) und der US-Musiker Ray Charles (l) stellen sich anlässlich der Polar-Musikpreis-Verleihung am 12.05.1998 im Grand Hotel in Stockholm lachend der Presse (Archivbild vom 11.05.1998). Ravi Shankar, der Komponist und Meister der indischen Sitar, feiert am 07.04.2000 seinen 80. Geburtstag. Der Musiker wurde 1920 in der heiligen Hindu-Stadt Varanasi geboren und spielte unter anderem mit dem Geiger Yehudi Menuhin und den Beatles. dpa (zu dpa-Korr "Sitar-Star Ravi Shankar wird 80" vom 02.04.2000)
ছবি: picture-alliance/dpa

গত মঙ্গলবার ৯২ বছর বয়সে অজানার দেশে পাড়ি জমিয়েছেন তিনি৷ ভাবছেন তারপরও কী করে পুরস্কার পেলেন? গ্র্যামি অ্যাওয়ার্ড কমিটি একটা অস্ত্রোপচারের ধকল সইতে না পেরে মারা যাওয়ার আগেই রবি শঙ্করকে জানিয়েছিলেন এবার লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দেয়া হবে তাঁকে৷ তাতে খুব খুশিও হয়েছিলেন সেতারের রবি৷ প্রচার সংস্থার মাধ্যমে জানিয়েছিলেন তাঁর ‘লিভিংরুম সেশন - পার্ট ওয়ান' বিশ্বের সেরা মিউজিক অ্যালবাম হওয়াতেও তিনি গর্বিত৷ সঙ্গে নিজের মেয়ে আনুশকা শর্মাকে নিয়েও করেছিলেন এমন মন্তব্য যাতে ফুটে ওঠে এক সার্থক বাবার আনন্দ, ‘‘আমার মেয়ে আনুশকাও মনোনীত হওয়ায় আমি খুব গর্বিত৷ ও পুরস্কার পেলে হয়তো ভাষণটা আরো ভালো হতো৷''

মেয়ে অনুশকার সাথে রবি শঙ্করছবি: AP

মজার ব্যাপার হলো, রবি শঙ্করের পক্ষ থেকে এখন আগামী ফেব্রুয়ারিতে গ্র্যামির ৫৫তম আয়োজনে যে পুরস্কারটা নেয়া হবে সেটা কিন্তু আনুশকাও পেতে পারতেন৷ বাবার মতো তাঁর ‘ট্র্যাভেলার' অ্যালবামটিও ছিল বিশ্বসেরা মিউজিক অ্যালবামের তালিকায়৷ এবার না পেলেও রবি শঙ্করের এই মেয়েটি যে ভবিষ্যতে সেতার বাজিয়ে আরো অনেক খ্যাতি এবং পুরস্কার পাবেন তা মোটামুটি নিশ্চিত৷ সন্তানদের যে তিনি সংগীতের জন্য ভালোভাবেই তৈরি করেছেন তাতে আর সন্দেহ কী! আরেক মেয়ে নোরা জোনস এ পর্যন্ত গ্র্যামি পেয়েছেন পাঁচবার৷

এসিবি/জেএইচ (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ