1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মরিনিয়োকে আবারো হতাশ?

২২ এপ্রিল ২০১৪

এই মাদ্রিদ রেয়াল মাদ্রিদ নয়, অ্যাটলেটিকো মাদ্রিদ৷ গত মরসুমে স্প্যানিশ কোপা দেল রে’র ফাইনালে তাদের কাছে হেরেছিল জোসে মরিনিয়োর দায়িত্বে থাকা রেয়াল মাদ্রিদ৷ তবে শুধু হারের কারণে নয়, ম্যাচটার গুরুত্ব অন্য জায়গায়৷

Champions League Halbfinale Real Madrid FC Bayern München Mourinho
ছবি: AP

সেই ম্যাচে রেফারির সঙ্গে খারাপ আচরণের জন্য ৭৭ মিনিটের মাথায় লাল কার্ড পেতে হয়েছিল মরিনিয়োকে৷ এছাড়া তিন বছর রেয়ালের দায়িত্বে থাকা অবস্থায় অ্যাটলেটিকোর কাছে ঐ একবারই হেরেছিলেন মরিনিয়ো৷

সেই মরিনিয়ো আবার অ্যাটলেটিকোর মুখোমুখি৷ এবার যুদ্ধক্ষেত্র চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনাল৷ আর মরিনিয়োর দায়িত্বে থাকা দলটির নাম চেলসি৷ মঙ্গলবার এই দুদল মুখোমুখি হবে অ্যাটলেটিকোর মাঠে৷

লা লিগার শিরোপা জেতার সম্ভাবনা জাগিয়ে তুলেছে অ্যাটলেটিকোছবি: picture alliance/AP Photo

চলতি মরসুমে এখন পর্যন্ত দারুণ পারফরম্যান্স দেখিয়েছে অ্যাটলেটিকো৷ ফলে গত ১৮ বছরের মধ্যে এই প্রথম স্প্যানিশ লা লিগার শিরোপা জেতার সম্ভাবনা জাগিয়ে তুলেছে তারা৷ সে পথে গত শনিবার এলচি-কে হারিয়েছে অ্যাটলেটিকো৷

মাদ্রিদের দলটির যখন এমন রমরমা অবস্থা, চেলসির ঠিক উল্টো৷ শনিবার নিজেদের মাঠে রেলিগেশন হুমকির মুখে থাকা দল সান্ডারল্যান্ডের কাছে হেরে লিগ শিরোপার লড়াই থেকে প্রায় ছিটকেই পড়েছে তারা৷ এই অবস্থায় অ্যাটলেটিকোর কাছ থেকে কী আবারও হতাশা নিয়েই ফিরতে হবে চেলসি কোচ মরিনিয়োকে?

উত্তর জানা যাবে বাংলাদেশ সময় মঙ্গলবার দিন গড়িয়ে রাত পৌনে একটায় খেলা শুরু হলে৷ চেলসির বাধা পেরোতে পারলে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জয়ের পথে আরও একধাপ এগিয়ে যাবে অ্যাটলেটিকো৷

খেলা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে

অ্যাটলেটিকো আর চেলসির একটা ক্ষেত্রে অনেক মিল৷ দু'দলেরই ডিফেন্স খুব শক্তিশালী৷ তাই দর্শকরা যেন ম্যাচে অনেকগুলো গোলের প্রত্যাশা না করেন সে ব্যাপারে আগেভাগেই সতর্কবাণী শুনিয়ে দিয়েছেন অ্যাটলেটিকোর অধিনায়ক গাবি৷ তবে দর্শকরা একটা দারুণ উত্তেজনাপূর্ণ ম্যাচ দেখার আশা করতে পারেন বলেও জানিয়েছেন তিনি৷

জেডএইচ/ডিজি (এএফপি, এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ