রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী হুমকি দিয়েছেন। ট্রান্সনিস্ট্রিয়ায় মলডোভা বাড়াবাড়ি করলে রাশিয়া সেনা অভিযানে বাধ্য হবে বলে জানানো হয়েছে।
বিজ্ঞাপন
একটি টেলিভিশন সাক্ষাৎকার দেওয়ার সময় মলডোভাকে আক্রমণ করেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী লাভরভ। তিনি বলেছেন, ট্রান্সনিস্ট্রিয়া সমস্যা নিয়ে মলডোভা মূলত পশ্চিমের কথা শুনছে। অ্যামেরিকা এবং ইউরোপীয় ইউনিয়ন তাদের চালনা করছে। মলডোভা বিষয়টি নিয়ে রাশিয়ার সঙ্গে কথা বলছে না। তারা ওই অঞ্চলে সেনা পর্যন্ত পাঠিয়ে রেখেছে। এর ফল ভালো হবে না জানিয়েছেন লাভরভ। এমন চললে রাশিয়া সেনা পাঠাতে বাধ্য হবে বলে হুমকি দিয়েছেন তিনি।
ইউক্রেনে আরো তীব্র আক্রমণের ইঙ্গিত
আগামী কিছুদিনের মধ্যে নতুন আক্রমণের পথে যেতে পারে রাশিয়া। সতর্কবার্তা অ্যামেরিকার। গাড়িবোমা বিস্ফোরণের জন্য ইউক্রেনকে দায়ী করল ক্রেমলিন।
ছবি: Andrii Marienko/AP/dpa/picture alliance
অ্যামেরিকার বার্তা
আগামী ২৪ অগাস্ট ইউক্রেনের স্বাধীনতা দিবস। সেই উপলক্ষে কিয়েভ-সহ ইউক্রেনের একাধিক জায়গায় বেসামরিক ভবন এবং বেসামরিক কাঠামোয় রাশিয়া আঘাত হানতে পারে বলে সতর্ক করেছে অ্যামেরিকা। তাদের গোয়েন্দা রিপোর্টে এই তথ্য উঠে এসেছে।
ছবি: Evgeniy Maloletka/AP/picture alliance
মার্কিনদের প্রতি
কিয়েভে অ্যামেরিকার দূতাবাস ইউক্রেনে বসবাসকারী মার্কিনদের নির্দেশ দিয়েছে, সাইরেন বাজলেই বাড়ির নীচে চলে যেতে হবে। বাড়ির বাইরের দেওয়াল থেকে ভিতরের দেওয়ালের দিকে থাকাই বাঞ্ছনীয়। বিপদের সংকেত পেলেই মার্কিন নাগরিকদের পালানোর পরামর্শ দেওয়া হয়েছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির প্রশাসন জানিয়েছে, আক্রমণের আশঙ্কা আছে, তাই এবছর স্বাধীনতা দিবসের অনুষ্ঠান উদযাপিত হবে না। বড় জমায়েত করতে নিষেধ করা হয়েছে।
ছবি: Gleb Garanich/REUTERS
রাশিয়ার পাল্টা
মার্কিন গোয়েন্দা রিপোর্ট নিয়ে রাশিয়া কোনো মন্তব্য করেনি। তবে মস্কোর অদূরে গাড়িবোমা বিস্ফোরণের জন্য কিয়েভকে দায়ী করেছে ক্রেমলিন।
ছবি: Investigative Committee of Russia via REUTERS
শহিদের মর্যাদা
গাড়িবোমা বিস্ফোরণে নিহত হয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিনের ঘনিষ্ঠ অতিজাতীয়তাবাদী চিন্তাবিদ আলেকজান্ডার দুগিনের মেয়ে দারিয়া দুগিনা। মস্কো থেকে ৪০ কিলোমিটার দূরে তার গাড়িতে বিস্ফোরণ হয়। সোমবার পুটিন তাকে বিশেষ বীরের মরনোত্তর সম্মান দিয়েছেন।
ছবি: TSARGRAD.TV via REUTERS
রাশিয়ার গোয়েন্দাদের দাবি
রাশিয়ার গোয়েন্দাদের দাবি এক ইউক্রেনের নারী একাজ করেছেন। মেয়েকে নিয়ে মাসখানেক আগে তিনি রাশিয়া গেছিলেন। দুগিনার কমপ্লেক্সেই বাড়ি ভাড়া নেন। শনিবার বিস্ফোরণ ঘটিয়ে তিনি এস্তোনিয়ায় পালিয়ে গেছেন বলে তাদের দাবি। ইউক্রেন এবিষয়ে কোনো মন্তব্য করেনি।
ছবি: Investigative Committee of Russia via REUTERS
ইউক্রেনের দাবি খারিজ
পশ্চিমা বিশ্বের কাছে বিশেষ দাবি জানিয়েছিল ইউক্রেন। বলা হয়েছিল, রাশিয়ার সব নাগরিকের ভিসা নিষিদ্ধ করা হোক। কিন্তু অ্যামেরিকা জানিয়েছে, তা করা সম্ভব নয়। নির্দিষ্ট ব্যক্তিদের ক্ষেত্রেই কেবল একাজ করা সম্ভব।
ছবি: privat
7 ছবি1 | 7
সাবেক সোভিয়েত ইউনিয়নের অংশ ছিল মলডোভা। পরে তা আলাদা দেশে পরিণত হয়। তবে রাশিয়ার সীমান্তে ট্রান্সনিস্ট্রিয়া নিয়ে সমস্যা থেকেই গেছে। রুশভাষী ট্রান্সনিস্ট্রিয়ায় বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী সক্রিয়। তারা মলডোভা থেকে আলাদা হতে চায়। রাশিয়া এই বিচ্ছিন্নতাবাদীদের মদত দেয় বলে অভিযোগ। বস্তুত, ইউক্রেনের কিছু অংশের মতো মলডোভার এই জায়গাটিও রাশিয়া তাদের দখলে নিতে চায়। এ নিয়ে দীর্ঘদিন ধরে সমস্যা চলছে।
সম্প্রতি ট্রান্সনিস্ট্রিয়ার বিচ্ছিন্নতাবাদী নেতা মলডোভাকে একটি চিঠি দেয়। সেখানে শান্তিপূর্ণ আলোচনার প্রস্তাব দেওয়া হয়। কিন্তু মলডোভা সেই চিঠির কোনো জবাব দেয়নি। ট্রান্সনিস্ট্রিয়া নিয়ে যাবতীয় আলোচনা মলডোভা ব্যুরো অফ রিইন্টিগ্রেশনের কর্মকর্তাদের সঙ্গে করে। তারা বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে আলোচনায় বসতে চায় না। আর সেখানেই রাশিয়ার রাগ।
লাভরভ জানিয়েছেন, মলডোভার ইউরোপপন্থি প্রেসিডেন্ট মাইয়া স্যান্ডু আসল সমস্যাটি উপেক্ষা করছেন। তিনি অ্যামেরিকা এবং ইউরোপের কথায় চলছেন। এর ফল মলডোভাকে ভুগতে হবে। রাশিয়ার সঙ্গে আলোচনায় না বসলে এবং ট্রান্সনিস্ট্রিয়া থেকে সেনা না সরালে লড়াই অনিবার্য।
বিশেষজ্ঞদের বক্তব্য, ঠিক এই কায়দাতেই এক সময় ইউক্রেনকে হুমকি দিত রাশিয়া।