‘মলাশয়ের’ মধ্যে রাত কাটানোর অভিজ্ঞতা
১৯ ডিসেম্বর ২০১৯সাদা ও পুরু দেওয়াল৷ তবে ভিতরে কোনো আড়ম্বর নেই৷ তা সত্ত্বেও সদ্য বিবাহিত দম্পতিদের হোটেল সুইট হিসেবে বিশাল চাহিদা রয়েছে৷ হোটেল ব্যবসায় উদ্ভাবনী প্রবণতার ক্ষেত্রে সত্যি বিস্ময়ের কোনো অভাব নেই৷
এই ডিজাইন এক নতুন মাত্রা ছুঁয়েছে৷ বেলজিয়ামের ফেয়ারবেকে ফাউন্ডেশনের চত্বরে মানুষের শরীরের কোলন বা মলাশয়ের আদলে এক শিল্পকর্ম সৃষ্টি করা হয়েছে, যা আসলে একটি সরাইখানা৷ ইংল্যান্ডের ইভান্স পরিবার আজ সেখানে অতিথি৷
এই ‘বেড অ্যান্ড ব্রেকফাস্ট' হোটেলের মানানসই নাম রাখা হয়েছে৷ কাস-অ্যানাস৷ ইভান্স পরিবার ভেবেচিন্তেই এমন রাত কাটানোর জায়গা বেছে নিয়েছেন৷ গ্যাভিন ইভান্স বলেন, ‘‘আমরা মজাদার জায়গায় থাকতে ভালবাসি৷ সেই অভিজ্ঞতাকে ছুটির অংশ করে তুলতে চাই৷''
বেলজিয়ামের শিল্প সংগ্রাহক খেয়ার্ট ফেয়ারবেকে অদ্ভুত ধরনের শিল্প পছন্দ করেন৷ ফাইবার গ্লাস ও পলিয়েস্টার দিয়ে তৈরি প্রায় দশ মিটার দীর্ঘ শিল্পকর্মটি তাঁর সংগ্রহের বড় আকর্ষণ৷ ডাচ শিল্পী ইয়ুপ ফান লিসহাউট এটি সৃষ্টি করেছেন৷ খেয়ার্ট ফেয়ারবেকে বলেন, সাধারণত সব মিউজিয়ামে কোনো কিছু ছোঁয়া নিষিদ্ধ৷ আর এখানে মিউজিয়াম বা শিল্পকর্মের ভিতরে ঘুমানো সম্ভব৷
ফেয়ারবেকে ফাউন্ডেশনের জিম্মায় ৫,০০০-এরও বেশি শিল্পকর্ম রয়েছে৷ তার মধ্যে তিনটির ভিতরে রাত কাটানো সম্ভব৷ অ্যান্টওয়ার্প শহরের কাছে মিউজিয়ামের সঙ্গে প্রায় ২০,০০০ বর্গ মিটার আয়তনের ছাদ ঢাকা জমি ও ১২ হেক্টর আয়তনের এক ভাস্কর্যের পার্ক যুক্ত করা হয়েছে৷ ইউরোপের সমসাময়িক শিল্পকর্মের অন্যতম বড় সংগ্রহ এটি৷
খেয়ার্ট ফেয়ার্বেকে কিন্তু শিল্পের পৃষ্ঠপোষক হিসেবে যাত্রা শুরু করেন নি৷ তিনি এক আন্তর্জাতিক কোম্পানির মালিক ছিলেন৷ তিনি বলেন, ‘‘আগে আমার এক পরিবহণ কোম্পানি ছিল৷ একদিন বিশাল বড় এক ইনস্টলেশন দেখেছিলাম৷ মালিক আমাকে বললেন, যে তিনি সেটি স্থানান্তর করতে পারছেন না৷ আমি তখন সেই কাজের দায়িত্ব নিলাম৷ সেখান থেকেই শুরু৷''
তিনি প্রতিনিয়ত শিল্পকর্ম কিনে চলেছেন৷ যেমন ‘ব্লব ভিবিথ্রি'৷ গোলাকার ডিম্বাকৃতি এই আধারের মধ্যে রাত কাটানো যায়৷ বেলজিয়ামের এক পর্যটক দম্পতি সেখানে থাকার সুযোগ পেয়েছেন৷ ডিয়র্ক বরগু বলেন, ‘‘এটা একটা ডিম৷ অনেক প্রাণী জীবনের প্রথম কয়েকটি মুহূর্ত ডিমের মধ্যে কাটায়৷ হয়তো এটি সে বিষয়ে ভাবতে উদ্বুদ্ধ করে৷''
বিলাসবহুল পরিষেবা চাহিদা না থাকলে কেভিন ফান ব্রাক-এর ১২ মিটার উঁচু ইনস্টলেশনে রাত কাটানো সম্ভব৷ রাত নামলে মিউজিয়ামের অন্য এক রূপ বেরিয়ে পড়ে৷ তখন শুধু কাছের পুকুরে ব্যাংয়ের ডাক শোনা যায়৷ পরের দিন সকালে লোরেন ইভান্স বলেন, ‘‘সত্যি সময়টা উপভোগ করেছি৷ প্রকৃতির কোলে থাকতে খুব ভালো লাগলো৷ ভিতরে শুয়ে মনে হচ্ছিল, মলাশয়ের মধ্যে থেকে ছারপোকার শব্দ শুনছি৷''
ডিমের মধ্যে প্রতিবেশীদের অভিজ্ঞতা কেমন ছিল? কারিন বরগু জানান, ‘‘অনেকটা তাঁবুর মধ্যে থাকার অভিজ্ঞতার মতো৷ একেবারেই কোনো ভবনের মতো নয়৷''
শিল্পকর্মের মধ্যে রাত কাটানোর জন্য প্রাতরাশসহ ১২০ ইউরো মাসুল দিতে হয়৷ হ্যারি নিজের নবম জন্মদিন সহজে ভুলবে না৷ আন্ত্রিক কাঠামোর মধ্যে শোয়ার অভিজ্ঞতার কথা ক'জন আর বলতে পারে!
রেগিনা নিডেনসু/এসবি