1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘মলাশয়ের’ মধ্যে রাত কাটানোর অভিজ্ঞতা

১৯ ডিসেম্বর ২০১৯

শিল্পের কি কোনো সীমা রয়েছে? সৃজনশীল মানুষের অনেক সৃষ্টি আমাদের অবাক করে৷ কিন্তু বেলজিয়ামে কিছু শিল্পকর্ম শুধু দেখার জন্য নয়, তার মধ্যে রাত কাটানোর ব্যবস্থাও রয়েছে৷ এমন অভিজ্ঞতার স্বাদ পেতে অনেকেই আগ্রহী৷

Belgien Eisskulpturenfestival in Brügge
ছবি: Reuters/Y. Herman

সাদা ও পুরু দেওয়াল৷ তবে ভিতরে কোনো আড়ম্বর নেই৷ তা সত্ত্বেও সদ্য বিবাহিত দম্পতিদের হোটেল সুইট হিসেবে বিশাল চাহিদা রয়েছে৷ হোটেল ব্যবসায় উদ্ভাবনী প্রবণতার ক্ষেত্রে সত্যি বিস্ময়ের কোনো অভাব নেই৷

এই ডিজাইন এক নতুন মাত্রা ছুঁয়েছে৷ বেলজিয়ামের ফেয়ারবেকে ফাউন্ডেশনের চত্বরে মানুষের শরীরের কোলন বা মলাশয়ের আদলে এক শিল্পকর্ম সৃষ্টি করা হয়েছে, যা আসলে একটি সরাইখানা৷ ইংল্যান্ডের ইভান্স পরিবার আজ সেখানে অতিথি৷

এই ‘বেড অ্যান্ড ব্রেকফাস্ট' হোটেলের মানানসই নাম রাখা হয়েছে৷ কাস-অ্যানাস৷ ইভান্স পরিবার ভেবেচিন্তেই এমন রাত কাটানোর জায়গা বেছে নিয়েছেন৷ গ্যাভিন ইভান্স বলেন, ‘‘আমরা মজাদার জায়গায় থাকতে ভালবাসি৷ সেই অভিজ্ঞতাকে ছুটির অংশ করে তুলতে চাই৷''

বেলজিয়ামের শিল্প সংগ্রাহক খেয়ার্ট ফেয়ারবেকে অদ্ভুত ধরনের শিল্প পছন্দ করেন৷ ফাইবার গ্লাস ও পলিয়েস্টার দিয়ে তৈরি প্রায় দশ মিটার দীর্ঘ শিল্পকর্মটি তাঁর সংগ্রহের বড় আকর্ষণ৷ ডাচ শিল্পী ইয়ুপ ফান লিসহাউট এটি সৃষ্টি করেছেন৷ খেয়ার্ট ফেয়ারবেকে বলেন, সাধারণত সব মিউজিয়ামে কোনো কিছু ছোঁয়া নিষিদ্ধ৷ আর এখানে মিউজিয়াম বা শিল্পকর্মের ভিতরে ঘুমানো সম্ভব৷

ফেয়ারবেকে ফাউন্ডেশনের জিম্মায় ৫,০০০-এরও বেশি শিল্পকর্ম রয়েছে৷ তার মধ্যে তিনটির ভিতরে রাত কাটানো সম্ভব৷  অ্যান্টওয়ার্প শহরের কাছে মিউজিয়ামের সঙ্গে প্রায় ২০,০০০ বর্গ মিটার আয়তনের ছাদ ঢাকা জমি ও ১২ হেক্টর আয়তনের এক ভাস্কর্যের পার্ক যুক্ত করা হয়েছে৷ ইউরোপের সমসাময়িক শিল্পকর্মের অন্যতম বড় সংগ্রহ এটি৷

শিল্পকর্মে রাত কাটানো

04:22

This browser does not support the video element.

খেয়ার্ট ফেয়ার্বেকে কিন্তু শিল্পের পৃষ্ঠপোষক হিসেবে যাত্রা শুরু করেন নি৷ তিনি এক আন্তর্জাতিক কোম্পানির মালিক ছিলেন৷ তিনি বলেন, ‘‘আগে আমার এক পরিবহণ কোম্পানি ছিল৷ একদিন বিশাল বড় এক ইনস্টলেশন দেখেছিলাম৷ মালিক আমাকে বললেন, যে তিনি সেটি স্থানান্তর করতে পারছেন না৷ আমি তখন সেই কাজের দায়িত্ব নিলাম৷ সেখান থেকেই শুরু৷'' 

তিনি প্রতিনিয়ত শিল্পকর্ম কিনে চলেছেন৷ যেমন ‘ব্লব ভিবিথ্রি'৷ গোলাকার ডিম্বাকৃতি এই আধারের মধ্যে রাত কাটানো যায়৷ বেলজিয়ামের এক পর্যটক দম্পতি সেখানে থাকার সুযোগ পেয়েছেন৷ ডিয়র্ক বরগু বলেন, ‘‘এটা একটা ডিম৷ অনেক প্রাণী জীবনের প্রথম কয়েকটি মুহূর্ত ডিমের মধ্যে কাটায়৷ হয়তো এটি সে বিষয়ে ভাবতে উদ্বুদ্ধ করে৷''

বিলাসবহুল পরিষেবা চাহিদা না থাকলে কেভিন ফান ব্রাক-এর ১২ মিটার উঁচু ইনস্টলেশনে রাত কাটানো সম্ভব৷ রাত নামলে মিউজিয়ামের অন্য এক রূপ বেরিয়ে পড়ে৷ তখন শুধু কাছের পুকুরে ব্যাংয়ের ডাক শোনা যায়৷ পরের দিন সকালে লোরেন ইভান্স বলেন, ‘‘সত্যি সময়টা উপভোগ করেছি৷ প্রকৃতির কোলে থাকতে খুব ভালো লাগলো৷ ভিতরে শুয়ে মনে হচ্ছিল, মলাশয়ের মধ্যে থেকে ছারপোকার শব্দ শুনছি৷''

ডিমের মধ্যে প্রতিবেশীদের অভিজ্ঞতা কেমন ছিল? কারিন বরগু জানান, ‘‘অনেকটা তাঁবুর মধ্যে থাকার অভিজ্ঞতার মতো৷ একেবারেই কোনো ভবনের মতো নয়৷''

শিল্পকর্মের মধ্যে রাত কাটানোর জন্য প্রাতরাশসহ ১২০ ইউরো মাসুল দিতে হয়৷ হ্যারি নিজের নবম জন্মদিন সহজে ভুলবে না৷ আন্ত্রিক কাঠামোর মধ্যে শোয়ার অভিজ্ঞতার কথা ক'জন আর বলতে পারে!

রেগিনা নিডেনসু/এসবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ