1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মশা মারতে ড্রোন!

১৫ নভেম্বর ২০১৫

জার্মানিতে – বিশেষ করে রাইন নদের উপত্যকায় – মশা নিয়ে একটা সমস্যা আছে৷ জার্মান মশা নিয়ন্ত্রণ সমিতি কেএবিএস এবার ড্রোন থেকে কীটনাশক স্প্রে করে মশক নিধন করতে চান৷

Symbolbild Insektenstich Moskito Kratzen Hand Arm
ছবি: Colourbox/Erwin Wodicka

গত অক্টোবর মাসে ড্রোনটি সফলভাবে পরীক্ষা করা হয়েছে৷ ১২ কিলোগ্রাম ওজনের ড্রোনটি থেকে যে ‘বায়োলজিক্যাল কন্ট্রোল এজেন্ট' ছড়ানো হবে, তা মশার কীট বিনষ্ট করার ক্ষমতা রাখে৷ ড্রোনটি আগামী বসন্তে প্রথম ব্যবহার করা হবে, বলে জানিয়েছেন কেএবিএস-এর বিজ্ঞান বিভাগের পরিচালক নরব্যার্ট বেকার৷

স্পায়ার শহরে জার্মান মশা নিয়ন্ত্রণ সমিতির মুখ্য কার্যালয়ে বেকার জার্মান সংবাদ সংস্থা ডিপিএ-কে বলেন যে, ইউরোপে পুকুর বা খাল-বিলে মশার ডিম নষ্ট করার জন্য ড্রোনের ব্যবহার হবে এই প্রথম৷ প্রথমে স্বল্প কয়েকটি এলাকায় এভাবে কীটনাশক ছড়ানো হবে, বলে তিনি জানান৷

এ পর্যন্ত কেএবিএস তাদের বাৎসরিক অভিযানে রাইন নদের প্রশাখা ও খালবিলে ‘স্প্রে গান' দিয়ে কীটনাশক ছড়িয়েছে; নয়ত হেলিকপ্টার থেকে বড় আকারে বেশি পরিমাণে কীটনাশক ছিটোনো হয়েছে৷

বেকার বলেন, ‘‘ড্রোন হেলিকপ্টারের বিকল্প হতে পারে না, কিন্তু আমরা হেলিকপ্টারের কাজ কমাতে পারি – যেখানে বর্ষার জল জমে, এমন সব ছোট ছোট জায়গায় ড্রোন থেকে কীটনাশক ছিটোতে পারি৷ এবং তা-তে কাজও হয়েছে৷''

কেএবিএস ড্রোনটি টেস্ট করার সময় সেটিকে একটি বালতির উপর দিয়ে উড়িয়ে ঠিক সময়ে ড্রোনের নীচের দিকে ঝোলানো ঝুড়ির দরজা খুলে দিয়ে সেই ঝুড়ি থেকে কীটনাশক ছড়িয়েছে৷ ড্রোনটির ঝুড়িতে পাঁচ কিলোগ্রাম কীটনাশক ধরে৷

পরীক্ষা করে দেখা গেছে যে, ড্রোনটিকে দশ মিটার উচ্চতায় ঘণ্টায় সাত কিলোমিটার গতিতে ওড়ালে মোট পাঁচ মিটার জমি – বা পানির উপর কীটনাশক ছড়ানো যায়৷ মশা মারার পক্ষে তাই যথেষ্ট, বলে বেকার জানান৷

ড্রোন ওড়ানোর জন্য জার্মান এভিয়েশন কর্তৃপক্ষের অনুমতি লাগে কিনা, এই প্রশ্নের উত্তরে বেকার বলেন, ‘‘আমরা এখন যেভাবে ড্রোন ব্যবহার করছি, আমাদের তা করার অনুমতি আছে৷ ড্রোনটা অপারেটরের দৃষ্টির মধ্যে থাকা চাই আর ড্রোনের ওজন একটা নির্দিষ্ট ওজনের বেশি হলে চলবে না৷''

এসি/ডিজি (ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ