1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মসজিদে গুলিচালনার ঘটনা ‘‘সন্ত্রাসী আক্রমণ''

৩০ জানুয়ারি ২০১৭

রবিবার সন্ধ্যায় পূর্ব ক্যানাডার কুইবেক শহরের ইসলামিক কালচারাল সেন্টারে নামাজ চলাকালীন একাধিক বন্দুকধারী ছ'জন মানুষকে হত্যা ও আরো আটজনকে আহত করে৷ কুইবেক পুলিশ দু'জনকে গ্রেপ্তার করেছে৷

এখানেি হয়েছিল হামলা
ছবি: Reuters/M. Belanger

আক্রমণ ঘটে স্থানীয় সময় সন্ধ্যা আটটা নাগাদ৷ ইসলামি সাংস্কৃতিক কেন্দ্রের মসজিদটিতে তখন প্রায় ৫০ জন মানুষ ছিলেন৷ ক্যানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এই ঘটনাকে একটি সন্ত্রাসবাদী আক্রমণ বলে অভিহিত করেছেন৷

‘‘আমরা প্রার্থনা ও আশ্রয়ের স্থানে মুসলিমদের উপর এই সন্ত্রাসী আক্রমণের নিন্দা করি'', তাঁর বিবৃতিতে বলেন ট্রুডো৷ ‘‘মুসলিম-ক্যানাডীয়রা আমাদের জাতীয় কাঠামোর একটি গুরুত্বপূর্ণ অংশ, এবং আমাদের সমাজ, শহর বা দেশে এ ধরনের অর্থহীন কার্যকলাপের কোনো স্থান নেই৷''

কুইবেক পুলিশের মুখপাত্র ক্রিস্টিন কুলম্ব বলেছেন যে, নগর কর্তৃপক্ষ এই গুলিচালনার ঘটনাকে ‘‘সন্ত্রাসী আক্রমণ'' হিসেবে গণ্য করছেন৷ নিহত ছ'জনের বয়স ৩৫ থেকে ৭০ বছরের মধ্যে, বলে তিনি জানান৷ কর্তৃপক্ষ দু'জন সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেপ্তার করেছেন কিন্তু আপাতত আর কোনো খুঁটিনাটি জানাচ্ছেন না৷ আক্রমণের উদ্দেশ্যও এ-যাবৎ স্পষ্ট নয়৷

মসজিদের সভাপতি মোহামেদ ইয়াঙ্গি আক্রমণের সময় মসজিদে ছিলেন না৷ তিনি পরে জানান যে, মসজিদের পুরুষদের জন্য রক্ষিত অংশে আক্রমণ ঘটে এবং হতাহতদের মধ্যে শিশুরাও থাকতে পারে৷

কুইবেক সিটির মেয়র রেজি রাবোম সোমবার সকালে একটি সংবাদ সম্মেলনে বলেন, ‘‘জাতি, বর্ণ, যৌন প্রবণতা বা ধর্মমতের কারণে কোনো মানুষের প্রাণ যাওয়া উচিত নয়৷'' কুইবেকের প্রধানমন্ত্রী ফিলিপ কুইলার সংহতির ডাক দিয়েছেন, ‘‘চলুন আমরা সহিংসতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হই,'' টুইট করেছেন তিনি: ‘‘কুইবেকের মুসলিমদের সঙ্গে সংহতি''৷

ক্যানাডায় মসজিদের উপর আক্রমণের ঘটনা এর আগেও ঘটেছে৷ ২০১৩ সালে ঐ কুইবেক অঞ্চলেরই একটি মসজিদে শূকরের রক্ত ছিটিয়ে দেওয়া হয়৷ ২০১৫ সালে পাশের অন্টারিও প্রদেশের একটি মসজিদে আগুন ধরিয়ে দেওয়া হয়৷ এবার কুইবেকের যে মসজিদের উপর আক্রমণ চালানো হয়েছে, গতবছর ঠিক সেই মসজিদের সামনেই একটি শূকরের মাথা রেখে দেওয়া হয়েছিল৷

নিউ ইয়র্কের মেয়র বিল ডে ব্লাসিও যারা কুইবেক আক্রমণের শিকার হয়েছেন, তাদের জন্য শোকপ্রকাশ করেছেন৷ এছাড়া তিনি নিউ ইয়র্ক বাসীদের প্রতি সজাগ ও ঐক্যবদ্ধ থাকার ডাক দিয়েছেন ও ঘোষণা করেছেন যে, নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট শহরের যাবতীয় মসজিদে অতিরিক্ত সুরক্ষার ব্যবস্থা করবে৷

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাতটি মুসলিম অধ্যুষিত দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশ বন্ধ করার পর ক্যানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ঘোষণা করেছিলেন যে, ক্যানাডা আগের মতোই উদ্বাস্তুদের স্বাগত জানাবে৷

এসি/ডিজি (রয়টার্স, এপি, এএফপি)

Several killed in Quebec City mosque shooting

00:29

This browser does not support the video element.

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ