মসজিদে এক নারীকে নিয়ে নাচের ভিডিও তৈরি করায় এক সোশ্যাল মিডিয়া তারকাকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ পুলিশ৷ সোমবার এক সংবাদ সম্মেলন থেকে জানা গেছে এই তথ্য৷
বিজ্ঞাপন
নাচের ভিডিও ক্লিপটি অনলাইনে ছড়িয়ে পড়লে বিরুপ প্রতিক্রিয়া সৃষ্টি হয় বলে জানিয়েছে পুলিশ৷ গ্রেপ্তারকৃত লাইকি তারকা ইয়াসিন-এর বয়স বিশ বছর৷ তাকে রাজধানী ঢাকা থেকে ৬০ কিলোমিটার দূরে অবস্থিত দাউদকান্দিতে তার নিজের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়৷
কে কেন সেলিব্রিটি?
কেউ পড়িয়ে, কেউ বক্তব্য দিয়ে, কেউ নেচে-গেয়ে হয়ে উঠেছেন সেলিব্রেটি৷ সমাজের অসংগতি তুলে ধরে, জলসায় লোক হাসিয়ে এমনকি শুধু গালাগালি করেও সোশ্যাল মিডিয়ায় তারাকাখ্যাতি পেয়েছেন বাংলাদেশের কেউ কেউ! দেখুন তাদের ছবিঘরে৷
ছবি: YouTube/Mufti Gias Uddin At-Taheri
সালমান মুক্তাদির
ইউটিউবে দারুণ সব ভিডিও শেয়ার করে জনপ্রিয় হয়ে উঠেন তিনি৷ তার ভিডিওগুলোতে নানা অসংগতির চিত্র ফুটে উঠলেও 'অভদ্র প্রেম' শিরোনামে একটি ভিডিও নিয়ে বেশ বিতর্ক হয়৷ সালমানের ইউটিউব চ্যানেলটিতে ১২ লাখ সাবস্ক্রাইবার রয়েছে৷
ছবি: YouTube/S. Muqtadir
মুফতি তাহেরী
ইসলামি বক্তা হিসেবে পরিচিতি পাওয়া এই ব্যক্তির ওয়াজের ভিডিওগুলো ট্রল হচ্ছে সামাজিক যোগাযোগের মাধ্যমে৷ সম্প্রতি চা ঢেলে দেওয়া নিয়ে তার একটি ভিডিও ব্যাপকভাবে ভাইরাল হয়৷ তবে ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অভিযোগে তার বিরুদ্ধে বাংলাদেশে একটি মামলাও হয়েছে৷
ছবি: YouTube/Mufti Gias Uddin At-Taheri
আয়মান সাদিক
ফেসবুক ও ইউটিউবে ‘টেন মিনিট স্কুল’ নামে একটি শিক্ষামূলক কার্যক্রম পরিচালনা করে আসছেন তিনি৷ প্রতিদিন নতুন কিছু শিখে তা অন্যকে শেখানোকেই সফলতা হিসেবে দেখেন তিনি৷
ছবি: Facebook/A. Sadiq
সোলায়মান সুখন
মোটিভেশন স্পিকার হিসেবে তারকা খ্যাতি পাওয়া সুখন আগে কমেডি করে মানুষ হাসাতেন৷ এখন ফেসবুকে তাকে ৫ লাখ ৮৮ হাজারেও বেশি মানুষ অনুসরণ করে৷
ছবি: Facebook/S. Shukhon
সেফুদা
ফেসবুক লাইভে এসে অকথ্য ভাষায় গালাগালি করে তারকা বনে গেছেন অস্ট্রিয়া প্রবাসী সেফাতউল্লাহ সেফুদা৷ লাইভে কোরআন শরীফ অবমাননার অভিযোগে তার বিরুদ্ধে মামলাও হয়েছে৷ মদ খাওয়া নিয়ে তার বক্তব্য বেশ ট্রল হয়৷
ছবি: Facebook/Sefat Ullah Sefuda
আসাদ পংপং
ফেসবুকে আসাদ পং পং নামে পরিচিত পাওয়া এই ব্যক্তির প্রকৃত নাম কামরুজ্জামান শিকদার৷ এক লাইভে এসে সেফুদার নামে বিচার দিয়ে তিনি বলেন, ‘‘...আমারে গালি দিছে এরজন্য আমি কোনো বিচার চাই না তার কারণ আপনেরা আমারে সব সময় গালি দেন৷’’ গালাগালি ও বাজে মন্তব্য করায় মালায়েশিয়ায় গ্রেপ্তারও হন তিনি৷
ছবি: Facebook/Asad Pong Pong
হিরো আলম
হাস্যরসে ভরা ভিডিও বানিয়ে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে আলোচনায় উঠে আসেন আশরাফুল আলম ওরফে হিরো আলম৷ যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধরের মামলায় জেলও খেটছেন তিনি৷ বগুড়া-৪ আসন থেকে সংসদ সদস্য পদে নির্বাচনেও অংশ নেন এই ‘নায়ক‘৷
ছবি: YouTube/H. Alam
7 ছবি1 | 7
আলোচিত ভিডিওতে থাকা নারীকেও খোঁজা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ৷
ইয়াসিন গতমাসে ভিডিওটি ধারণ করে তার লাইকি অ্যাকাউন্টে প্রকাশ করেন৷ ভিডিওতে তাকে এবং এক নারীকে দাউদকান্দি মডেল মসজিদের সিঁড়িতে নাচতে দেখা গেছে৷ বাংলাদেশ সরকার সম্প্রতি এরকম পঞ্চাশটি মসজিদ তৈরি করেছে৷
ইয়াসিনের লাইকি অ্যাকাউন্ট অবশ্য ভিডিও প্রকাশিত হওয়ার পর সাসপেন্ড হয়ে যায়৷ পুলিশ জানিয়েছে, ভিডিও শেয়ারিং সাইটটিতে ইয়াসিনের ৯৪০,০০০-এর বেশি অনুসারী ছিল৷
এই বিষয়ে কুমিল্লার পুলিশ প্রধান আমিনুল ইসলাম ফরাসি বার্তাসংস্থা এএফপিকে বলেন, ‘‘মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানায় ডিজিটাল নিরাপত্তা আইনে ইয়াসিনকে গ্রেপ্তার করা হয়েছে৷''
সাংবিধানিকভাবে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে পরিচিত বাংলাদেশের পুলিশ এর আগেও ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার দায়ে অনেককে গ্রেপ্তার করেছে৷ গ্রেপ্তারকৃতদের মধ্যে অনেক হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের অনুসারী রয়েছেন যাদের বিরুদ্ধে মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন অবমাননা কিংবা ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার অভিযোগ তোলা হয়েছে৷
বেশি ফলোয়ার হলেই কি প্রতিষ্ঠিত মডেল?
04:17
ফেসবুকে মহানবি মোহাম্মদ (সাঃ)-কে নিয়ে কটূক্তি করায় এক হিন্দু ব্যক্তিকে গত সেপ্টেম্বরে সাত বছরের কারাদণ্ড দেয়া হয়৷
এছাড়া, গত কয়েক বছরে বেশ কয়েকজন ধর্মনিরপেক্ষ ব্লগারের বিরুদ্ধেও ধর্মনিন্দার অভিযোগ আনা হয়েছে, যাদের অনেকে কারাভোগ করেছেন কিংবা উগ্রপন্থি ইসলামিস্টদের হামলার শিকার হয়েছেন৷