1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মসজিদে হামলাকারীর মানসিক পরীক্ষা করার নির্দেশ

৫ এপ্রিল ২০১৯

মার্চ মাসে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ শহরের মসজিদে এলোপাথাড়ি গুলি চালিয়ে ৫০ জনকে হত্যা করে এক অস্ট্রেলীয় যুবক৷ শুক্রবার স্থানীয় আদালত তার মানসিক ভারসাম্যের পরীক্ষা করতে কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে৷

ছবি: Reuters/M. Mitchell

গত ১৫ মার্চ ক্রাইস্টচার্চে জুম্মার নামাজের সময় মসজিদে হামলায় ৫০ জন নিহত হন৷ শুক্রবার হামলাকারী অস্ট্রেলীয় নাগরিক ব্রেন্টন টেরান্টের মামলায় শুনানি দেয় আদালত৷

তার বিরুদ্ধে মোট ৮৯টি অভিযোগের বাইরে পরবর্তীতে আরও অভিযোগ আনা হতে পারে বলে জানিয়েছে পুলিশ৷

কিন্তু স্থানীয় নিয়ম অনুযায়ী, আইনি প্রক্রিয়া শুরুর আগে অভিযুক্তের মানসিক স্বাস্থ্যের বর্তমান অবস্থা যাচাই করতে হয়৷

নিউজিল্যান্ডের আইন বলছে, অভিযুক্তের বিচারকার্য সম্পন্ন হবার আগে দেখে নিতে হয় যে, সে মানসিকভাবে যথেষ্ট সুস্থ কিনা৷

শুক্রবারের শুনানিতে তাই এমন আদেশ শোনালো আদালত৷ এরপর, করা হবে ব্রেন্টন টেরান্টের মানসিক পরীক্ষা৷

কেমন ছিল শুনানি?

মসজিদে হামলার ঘটনায় মূল অভিযুক্ত ব্রেন্টন টেরান্টের বিরুদ্ধে রয়েছে ৫০টি ধারায় খুনের অভিযোগ৷

শুক্রবারের শুনানিতে সশরীরে উপস্থিত ছিল না টেরান্ট৷ ভিডিও কনফারেন্সের মাধ্যমে আদালতে হাজির করানো হয় তাকে৷

বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত খবর থেকে জানা গেছে, অকল্যান্ডের একটি ‘ম্যাক্সিমাম সিকিউরিটি' কারাগারে রাখা হয়েছে টেরান্টকে৷

ইতিমধ্যে, টেরান্টের হয়ে লড়ার জন্য দু'জন আইনজীবীকে নিযুক্ত করা হয়েছে৷ কিন্তু তার বিরুদ্ধে ওঠা অভিযোগের ভিত্তিতে পালটা সওয়াল করেনি তার আইনজীবী৷

আপনার কোন মতামত থাকলে লিখুন নীচে মন্তব্যের ঘরে৷

এসএস/জেডএইচ (এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ